কলকাতা, 22 অগস্ট: ভোট পরবর্তী হিংসার ঘটনায় (post poll violence case) শাসকদল তৃণমূলের অত্যাচারে বাড়িতে থাকতে পারছে না পরিবার । বাড়ি ছাড়া স্বামী ৷ এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এক মহিলা ৷
আবেদনকারী ওই মহিলা জানিয়েছেন, তাঁদের বাড়ি হুগলির সপ্তগ্রামে ৷ তাঁর স্বামী বিষু চৌধুরী বেশ কিছুদিন ধরে ঘরে ফিরতে পারছেন শাসক দলের ভয়ে । ভোটে নির্দল প্রার্থী হয়ে লড়েছিলেন তিনি ৷ তারপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে ৷ বাধ্য হয়ে তাই স্বামীকে ঘরে ফেরানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ একইসঙ্গে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, ভারতের প্রধান বিচারপতি ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ওই মহিলা অনুরোধ করেছেন তাঁর স্বামীকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে ৷
আরও পজড়ুন: গরুপাচার মামলা থেকে অমিত শাহের নাম বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
পাশাপাশি মুখ্যমন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য পুলিশের ডিজিকেও বিষয়টি জানিয়েছেন তিনি ৷ এদিন মহিলার আইনজীবী এই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান শীঘ্রই এই মামলার শুনানি করা হবে (Post Poll Violence Case in calcutta high court) । শাসক দলের স্থানীয় এক নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন বিষু চৌধুরী স্ত্রী ৷ আতঙ্কে তাঁদের দিন কাটছে বলেও দাবি মহিলার ৷