ETV Bharat / city

Post Poll Violence : রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লিতে ভোট পরবর্তী হিংসায় শহিদ পরিবারের সদস্যরা - Bengal BJP President Sukanta Majumder

গতকাল, মঙ্গলবার কলকাতা থেকে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) শহিদ পরিবারের সদস্যদের নিয়ে দিল্লিতে গিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা ৷ আগামী 29 এপ্রিল তাঁরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) সঙ্গে দেখা করবেন ৷

post-poll-violence-affected-family-will-meet-president-ramnath-kovind-on-29th-april
Post Poll Violence : রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লিতে ভোট পরবর্তী হিংসায় শহিদ পরিবারের সদস্যরা
author img

By

Published : Apr 27, 2022, 9:31 PM IST

কলকাতা, 27 এপ্রিল : এবার দিল্লির দরবারে শহিদ পরিবার । ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) 17টি শহিদ পরিবারের সদস্যদের দিল্লিতে নিয়ে গেল বঙ্গ বিজেপি । আগামী 29 এপ্রিল শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন তাঁরা (Post Poll Violence Affected Family will meet President Ramnath Kovind on 29th April) ৷

মঙ্গলবার ওই পরিবারগুলিকে নিয়ে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে বিজেপি ৷ এই 17টি শহিদ পরিবারের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কলকাতার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, বীরভূমের শহিদ পরিবারের সদস্য সেন্টু বাগদী, কাঞ্চননগর গকুলতলার নারায়ণ দে, বর্ধমানের সোম হাঁসদা ।

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই (CBI) ৷ এমনকী ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত । এবার ইস্যু নিয়ে জাতীয়স্তরে সরব হতে চাইছে গেরুয়া শিবির ৷ তাই ওই শহিদ পরিবারের সদস্যদের রাইসিনা হিলসে নিয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি ৷ তাছাড়া দিল্লিতে শহিদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মিছিলও বিজেপি করবে বলে জানা গিয়েছে ।

বিজেপির সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের উপর চাপ বাড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে । আর শহিদ পরিবারের সদস্যদের নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ জানাবে তারা । বিজেপির তরফে জানা গিয়েছে, দিল্লিতে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder)-সহ বিজেপির সমস্ত সাংসদরা ওইদিন শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবেন ।

এই বিষয়ে শহিদ পরিবারের সদস্য বিশ্বজিৎ সরকার বলেন, "আমরা বাংলার সামগ্রিক অবস্থা রাষ্ট্রপতিকে জানাব । আমাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে । বিরোধী রাজনৈতিক দল করলে বাংলার পুলিশ-প্রশাসনও তাদের পাশে দাঁড়ায় না । সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে ।’’

বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, "শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আমরা রাষ্ট্রপতি কাছে দরবার করব । বাংলার আইনশৃঙ্খলার কী অবস্থা, সেটাই তুলে ধরব । কিভাবে এখনও শহিদ পরিবারের সদস্যদের অত্যাচার করা হচ্ছে । এবার নিজের মুখেই রাষ্ট্রপতিকে জানাবার সুযোগ পাবেন শহিদ পরিবারের সদস্য়রা । আমরা রাষ্ট্রপতির সঙ্গে সময় চেয়েছিলাম । উনি আমাদের সময় দিয়েছেন ৷"

আরও পড়ুন : Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ নেওয়া হচ্ছে না, হাইকোর্টে জানালেন মামলাকারীরা

কলকাতা, 27 এপ্রিল : এবার দিল্লির দরবারে শহিদ পরিবার । ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) 17টি শহিদ পরিবারের সদস্যদের দিল্লিতে নিয়ে গেল বঙ্গ বিজেপি । আগামী 29 এপ্রিল শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন তাঁরা (Post Poll Violence Affected Family will meet President Ramnath Kovind on 29th April) ৷

মঙ্গলবার ওই পরিবারগুলিকে নিয়ে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে বিজেপি ৷ এই 17টি শহিদ পরিবারের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কলকাতার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, বীরভূমের শহিদ পরিবারের সদস্য সেন্টু বাগদী, কাঞ্চননগর গকুলতলার নারায়ণ দে, বর্ধমানের সোম হাঁসদা ।

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই (CBI) ৷ এমনকী ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত । এবার ইস্যু নিয়ে জাতীয়স্তরে সরব হতে চাইছে গেরুয়া শিবির ৷ তাই ওই শহিদ পরিবারের সদস্যদের রাইসিনা হিলসে নিয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি ৷ তাছাড়া দিল্লিতে শহিদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মিছিলও বিজেপি করবে বলে জানা গিয়েছে ।

বিজেপির সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের উপর চাপ বাড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে । আর শহিদ পরিবারের সদস্যদের নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ জানাবে তারা । বিজেপির তরফে জানা গিয়েছে, দিল্লিতে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder)-সহ বিজেপির সমস্ত সাংসদরা ওইদিন শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবেন ।

এই বিষয়ে শহিদ পরিবারের সদস্য বিশ্বজিৎ সরকার বলেন, "আমরা বাংলার সামগ্রিক অবস্থা রাষ্ট্রপতিকে জানাব । আমাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে । বিরোধী রাজনৈতিক দল করলে বাংলার পুলিশ-প্রশাসনও তাদের পাশে দাঁড়ায় না । সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে ।’’

বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, "শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আমরা রাষ্ট্রপতি কাছে দরবার করব । বাংলার আইনশৃঙ্খলার কী অবস্থা, সেটাই তুলে ধরব । কিভাবে এখনও শহিদ পরিবারের সদস্যদের অত্যাচার করা হচ্ছে । এবার নিজের মুখেই রাষ্ট্রপতিকে জানাবার সুযোগ পাবেন শহিদ পরিবারের সদস্য়রা । আমরা রাষ্ট্রপতির সঙ্গে সময় চেয়েছিলাম । উনি আমাদের সময় দিয়েছেন ৷"

আরও পড়ুন : Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ নেওয়া হচ্ছে না, হাইকোর্টে জানালেন মামলাকারীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.