ETV Bharat / city

Investment Possibility : চলতি বছরে বঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা ক্ষীণ - possibility of new investment in west bengal this year is not so high

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বছরের প্রথম দুই মাসে নতুন বিনিয়োগ প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ।

possibility of new investment in west bengal this year is not so high
Investment Possibility : চলতি বছরে বঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা ক্ষীণ
author img

By

Published : Sep 3, 2021, 2:22 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : কথায় আছে যে বছরের শুরুতেই বোঝা যায় বছরের বাকি দিনগুলো কেমন যাবে । সেই দিক থেকে দেখা গেলে 2021 সালেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন বিনিয়োগ টানার সম্ভাবনা অতি ক্ষীণ । কেন্দ্রীয় এক সংস্থার সাম্প্রতিকতম পরিসংখ্যান দেখাচ্ছে যে বছরের প্রথম দুই মাসে নতুন বিনিয়োগ প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য যেমন মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাত বা তামিলনাড়ুর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (Department for Promotion of Industry and Internal Trade)-এর সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, এই বছরের প্রথম দুই মাসে সারা দেশে নতুন বিনিয়োগের প্রস্তাব এসেছে 267টি ৷ যার মধ্যে পশ্চিমবঙ্গে এসেছে মাত্র দু’টি । শতাংশের হিসেবে এই সংখ্যাটি হল দেশের মোট বিনিয়োগ প্রস্তাবের মাত্র 0.73 শতাংশ ।

আরও পড়ুন : Viswabharati : বিশ্বভারতীর সামনে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি কলকাতা হাইকোর্টের

এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে মহারাষ্ট্র ৷ যাদের ক্ষেত্রে বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা 58 (21.7 শতাংশ) । দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় ৷ তারা পেয়েছে 30টি (11.23 শতাংশ) নতুন বিনিয়োগ প্রস্তাব । গুজরাতের ক্ষেত্রে এই সংখ্যা 26 (9.73 শতাংশ) ৷ তামিলনাড়ুতে 26 (9.73 শতাংশ) এবং কর্নাটকে 23 (8.6 শতাংশ) বিনিয়োগ প্রস্তাব এসেছে । অন্ধ্রপ্রদেশ এবং হরিয়ানা এই দুই রাজ্যই 10টি (3.74 শতাংশ) করে নতুন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে ।

এবার এই নতুন বিনিয়োগের মূল্যের পরিসংখ্যান করলে পশ্চিমবঙ্গের ছবিটি আরও করুণ হয়ে যাচ্ছে । 2021-এর প্রথম দুই মাসে সারা দেশে আসা 267টি নতুন বিনিয়োগের প্রস্তাবের মোট অর্থমূল্য 59 হাজার 404 কোটি টাকা । তার মধ্যে পশ্চিমবঙ্গে যে দু’টি নতুন বিনিয়োগ প্রস্তাব এসেছে, তাঁর মোট অর্থমূল্য মাত্র 110 কোটি টাকা ৷ যা জাতীয় গড়ের মাত্র 0.18 শতাংশ । এর থেকেই বোঝা যাচ্ছে, কোনও বড় বিনিয়োগের প্রস্তাব রাজ্য পায়নি এই সময়ে ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলার রায় সংশোধন কলকাতা হাইকোর্টের, সিটের তদারকির দায়িত্বে মঞ্জুলা চেল্লুর

এই নিরিখে প্রথম স্থানে আছে মহারাষ্ট্র ৷ যেখানে 14 হাজার 710 কোটি টাকার (24.76 শতাংশ) বিনিয়োগ প্রস্তাব এসেছে ৷ দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু ৷ ওই রাজ্যে আসা বিনিয়োগ প্রস্তাবের অর্থমূল্য 10 হাজার 888 কোটি টাকা (18.32 শতাংশ) ৷ তৃতীয় স্থানে আছে ছত্তিশগড় ৷ ওই রাজ্য 8 হাজার 832 কোটি টাকার (14.87 শতাংশ) বিনিয়োগ প্রস্তাব পেয়েছে ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন বিনিয়োগ টানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই করুণ চিত্রটা বদলানোর সম্ভাবনা কম ৷ যদি না রাজ্য সরকার তার জমি নীতি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড নিয়ে তাদের নীতি বদল না করে । অর্থনীতিবিদ প্রবীরকুমার মুখোপাধ্যায়ের মতে, ‘‘সরকার শিল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷ এই নীতি নিয়ে চললে উৎপাদন শিল্পে (Manufacturing Sector) বড় বিনিয়োগ আসবে না । আর এসইজেড (SEZ)-এর অনুমতি না দিলে তথ্যপ্রযুক্তি (Information Technology) শিল্পে বিনিয়োগ আসবে না ৷’’

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শিল্প সম্মেলনে বিনিয়োগ নিয়ে ফের সরব রাজ্যপাল, টুইট খোঁচা মহুয়ার

কলকাতা, 3 সেপ্টেম্বর : কথায় আছে যে বছরের শুরুতেই বোঝা যায় বছরের বাকি দিনগুলো কেমন যাবে । সেই দিক থেকে দেখা গেলে 2021 সালেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন বিনিয়োগ টানার সম্ভাবনা অতি ক্ষীণ । কেন্দ্রীয় এক সংস্থার সাম্প্রতিকতম পরিসংখ্যান দেখাচ্ছে যে বছরের প্রথম দুই মাসে নতুন বিনিয়োগ প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য যেমন মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাত বা তামিলনাড়ুর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (Department for Promotion of Industry and Internal Trade)-এর সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, এই বছরের প্রথম দুই মাসে সারা দেশে নতুন বিনিয়োগের প্রস্তাব এসেছে 267টি ৷ যার মধ্যে পশ্চিমবঙ্গে এসেছে মাত্র দু’টি । শতাংশের হিসেবে এই সংখ্যাটি হল দেশের মোট বিনিয়োগ প্রস্তাবের মাত্র 0.73 শতাংশ ।

আরও পড়ুন : Viswabharati : বিশ্বভারতীর সামনে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি কলকাতা হাইকোর্টের

এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে মহারাষ্ট্র ৷ যাদের ক্ষেত্রে বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা 58 (21.7 শতাংশ) । দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় ৷ তারা পেয়েছে 30টি (11.23 শতাংশ) নতুন বিনিয়োগ প্রস্তাব । গুজরাতের ক্ষেত্রে এই সংখ্যা 26 (9.73 শতাংশ) ৷ তামিলনাড়ুতে 26 (9.73 শতাংশ) এবং কর্নাটকে 23 (8.6 শতাংশ) বিনিয়োগ প্রস্তাব এসেছে । অন্ধ্রপ্রদেশ এবং হরিয়ানা এই দুই রাজ্যই 10টি (3.74 শতাংশ) করে নতুন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে ।

এবার এই নতুন বিনিয়োগের মূল্যের পরিসংখ্যান করলে পশ্চিমবঙ্গের ছবিটি আরও করুণ হয়ে যাচ্ছে । 2021-এর প্রথম দুই মাসে সারা দেশে আসা 267টি নতুন বিনিয়োগের প্রস্তাবের মোট অর্থমূল্য 59 হাজার 404 কোটি টাকা । তার মধ্যে পশ্চিমবঙ্গে যে দু’টি নতুন বিনিয়োগ প্রস্তাব এসেছে, তাঁর মোট অর্থমূল্য মাত্র 110 কোটি টাকা ৷ যা জাতীয় গড়ের মাত্র 0.18 শতাংশ । এর থেকেই বোঝা যাচ্ছে, কোনও বড় বিনিয়োগের প্রস্তাব রাজ্য পায়নি এই সময়ে ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলার রায় সংশোধন কলকাতা হাইকোর্টের, সিটের তদারকির দায়িত্বে মঞ্জুলা চেল্লুর

এই নিরিখে প্রথম স্থানে আছে মহারাষ্ট্র ৷ যেখানে 14 হাজার 710 কোটি টাকার (24.76 শতাংশ) বিনিয়োগ প্রস্তাব এসেছে ৷ দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু ৷ ওই রাজ্যে আসা বিনিয়োগ প্রস্তাবের অর্থমূল্য 10 হাজার 888 কোটি টাকা (18.32 শতাংশ) ৷ তৃতীয় স্থানে আছে ছত্তিশগড় ৷ ওই রাজ্য 8 হাজার 832 কোটি টাকার (14.87 শতাংশ) বিনিয়োগ প্রস্তাব পেয়েছে ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন বিনিয়োগ টানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই করুণ চিত্রটা বদলানোর সম্ভাবনা কম ৷ যদি না রাজ্য সরকার তার জমি নীতি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড নিয়ে তাদের নীতি বদল না করে । অর্থনীতিবিদ প্রবীরকুমার মুখোপাধ্যায়ের মতে, ‘‘সরকার শিল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷ এই নীতি নিয়ে চললে উৎপাদন শিল্পে (Manufacturing Sector) বড় বিনিয়োগ আসবে না । আর এসইজেড (SEZ)-এর অনুমতি না দিলে তথ্যপ্রযুক্তি (Information Technology) শিল্পে বিনিয়োগ আসবে না ৷’’

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শিল্প সম্মেলনে বিনিয়োগ নিয়ে ফের সরব রাজ্যপাল, টুইট খোঁচা মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.