কলকাতা,15 এপ্রিল : মার্চ মাসের গোড়া থেকে বন্ধ সব স্কুল। তারপর কোরোনার জেরে লকডাউন। এর ফলে জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে সব স্কুল। প্রয়োজনে সেই মেয়াদ আরও বাড়তে পারে। তাই সেই কথা মাথায় রেখেই পুলকার সংগঠনগুলি তাঁদের গাড়ি ভাড়ায় ছাড় দেওয়া সিন্ধান্ত নিয়েছে।
পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ দত্ত বলেন, "স্কুলগুলোতে ফেব্রুয়ারি মাসের পরীক্ষা হয়ে যাওয়ার পরে মার্চ মাসের গোড়া থেকেই সেশন ব্রেক হয়ে যায়। তারপর লকডাউনের ফলে সেই মেয়াদ আরও বেড়ে যায়। আমরা সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্তে নিয়েছি, এই মুহূর্তে আমাদের গাড়িগুলি চলছে না এবং জ্বালানি খরচও লাগছে না। তাই অভিভাবকদের কিছুটা হলেও চাপ যাতে লাঘব করা যায় তাই গাড়ি ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। মে মাস থেকে যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত ভাড়ার অর্থের উপর 25 শতাংশ ছাড় থাকবে।"
তিনি আরও বলেন, "যেহেতু প্রচুর অভিভাবকরা আগেই অনলাইনে এপ্রিল মাসের টাকা দিয়েছিলেন তাই এপ্রিল মাসে ছাড় না দিয়ে মে মাস থেকে ছাড় দেওয়া হল।" অন্যদিকে, বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন যে, "আমরা এপ্রিল মাস থেকে পুলকার ভাড়ার ওপর 15 থেকে 20 শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে গাড়িগুলোতে 10 বা তার কম পড়ুয়া যাতায়াত করে সেই গাড়ির ক্ষেত্রে 15 শতাংশ আর যেসব গাড়িতে 10 জনের বেশি পড়ুয়া যাতায়াত করে সেই গাড়ির ক্ষেত্রে 20 শতাংশ ছাড় দেওয়া হবে।" মঙ্গলবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
লকডাউনে পুলকার সংগঠনের ছাড় গাড়ি ভাড়ায় - বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
পুলকার সংগঠনগুলি তাঁদের গাড়ি ভাড়ায় ছাড় দেওয়া সিন্ধান্ত নিয়েছে। পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ দত্ত বলেন, মে মাস থেকে যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত ভাড়ার অর্থের উপর 25 শতাংশ ছাড় থাকবে। অন্যদিকে, বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন যে, "আমরা এপ্রিল মাস থেকে পুলকার ভাড়ার ওপর 15 থেকে 20 শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কলকাতা,15 এপ্রিল : মার্চ মাসের গোড়া থেকে বন্ধ সব স্কুল। তারপর কোরোনার জেরে লকডাউন। এর ফলে জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে সব স্কুল। প্রয়োজনে সেই মেয়াদ আরও বাড়তে পারে। তাই সেই কথা মাথায় রেখেই পুলকার সংগঠনগুলি তাঁদের গাড়ি ভাড়ায় ছাড় দেওয়া সিন্ধান্ত নিয়েছে।
পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ দত্ত বলেন, "স্কুলগুলোতে ফেব্রুয়ারি মাসের পরীক্ষা হয়ে যাওয়ার পরে মার্চ মাসের গোড়া থেকেই সেশন ব্রেক হয়ে যায়। তারপর লকডাউনের ফলে সেই মেয়াদ আরও বেড়ে যায়। আমরা সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্তে নিয়েছি, এই মুহূর্তে আমাদের গাড়িগুলি চলছে না এবং জ্বালানি খরচও লাগছে না। তাই অভিভাবকদের কিছুটা হলেও চাপ যাতে লাঘব করা যায় তাই গাড়ি ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। মে মাস থেকে যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত ভাড়ার অর্থের উপর 25 শতাংশ ছাড় থাকবে।"
তিনি আরও বলেন, "যেহেতু প্রচুর অভিভাবকরা আগেই অনলাইনে এপ্রিল মাসের টাকা দিয়েছিলেন তাই এপ্রিল মাসে ছাড় না দিয়ে মে মাস থেকে ছাড় দেওয়া হল।" অন্যদিকে, বেঙ্গল কার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন যে, "আমরা এপ্রিল মাস থেকে পুলকার ভাড়ার ওপর 15 থেকে 20 শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে গাড়িগুলোতে 10 বা তার কম পড়ুয়া যাতায়াত করে সেই গাড়ির ক্ষেত্রে 15 শতাংশ আর যেসব গাড়িতে 10 জনের বেশি পড়ুয়া যাতায়াত করে সেই গাড়ির ক্ষেত্রে 20 শতাংশ ছাড় দেওয়া হবে।" মঙ্গলবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেন।