ETV Bharat / city

বেতন পেতে 50 শতাংশ ছাড়, সংকটে পুলকার চালক-মালিকরা

author img

By

Published : Jul 7, 2020, 9:59 PM IST

আগেই 25-30 শতাংশ ছাড় দেওয়া হয়েছিল ৷ এবার পুলকারের বেতনে 50 শতাংশ ছাড় দেওয়া হল ৷ সংগঠনের অভিযোগ, অভিভাবকরা বেতনই দিচ্ছেন না ৷

Pool car driver owner in crisis
সংকটে পুলকার

কলকাতা, 7 জুলাই: স্কুল বন্ধ, পুলকার থমকে ৷ এই অবস্থায় পুলকারেরচালক, মালিকরাপেট চালাবেন কীভাবে ! আগেই 25-30 শতাংশ ছাড়ে পড়ুয়াদের অভিভাবকদেরকাছে বেতন চেয়েছিল পুলকার সংগঠন ৷ কিন্তু অভিযোগ, বেতন দেওয়াই বন্ধ করে দিয়েছেনঅভিভাবকরা ৷ এবার তাই 50 শতাংশছাড় ঘোষণা করা হল । পুলকারের মালিক ও চালকদের আশা, এবার হয়েতো বেতন পাবেন তাঁরা ।

ধীরেধীরে সচল হচ্ছে দেশ । খুলেছে অফিসকাচারি । গণপরিবহনও সচল হচ্ছে । তবে বন্ধ স্কুল ওকলেজ । স্কুলগুলি কবে খুলবে এখনও ঠিক নেই । স্কুলের উপর নির্ভরশীল কয়েক হাজারপুলকার ও তার কর্মীরা । চরম আর্থিক সংকটে তাঁরা । গত তিন মাস উপার্জন একেবারে বন্ধহয়েছে । সংকটে পড়ে 50 শতাংশছাড়ে অভিভাবকদের বেতন মেটানোর অনুরোধ জানাল পুলকার চালক ও মালিকদের সংগঠন ৷

পুলকারওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ দত্ত বলেন,"পরীক্ষাশেষ হয়ে যাওয়ার পর গত মার্চ মাসে স্কুলগুলি বন্ধ হয়ে যায় । তারপর লকডাউনের ঘোষণাহয় । তারপর থেকেই বন্ধ রয়েছে স্কুলগুলি । কিন্তু, বেতন না পেলে আমাদের সংসার চলবে কীকরে ! তবু, অভিভাবকদেরউপর যাতে বাড়তি চাপ না পড়ে তার তার জন্য মাইনের উপর 25-30 শতাংশ ছাড়ও দেওয়া হয়েছিল । তাতেওঅভিভাবকরা মাইনে দেননি । তাই জুলাই মাস থেকে ছাড় বাড়িয়ে 50 শতাংশ করা হল ।"

পুলকার সংগঠন সূত্রে জানা গিয়েছে, শহর ও শহরতলি মিলিয়ে 3 হাজারের বেশি পুলকার চলে । অসংখ্যপরিবার যার উপর নির্ভরশীল ৷

সুদীপবাবুবলেন, "মাইনেনা পেয়ে মানুষগুলো পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছে না । যেসব মালিকরা ঋণ নিয়েগাড়ি কিনেছেন তাঁদের কিস্তির টাকা মেটাতে হচ্ছে । এছাড়াও রয়েছে রোড ট্যাক্স, পলিউশন সার্টিফিকে়ট, সার্টিফিকেট অফ ফিটনেস ইত্যাদি ৷গাড়ি না চললেও এগুলো রিনিউ করতে হয় ৷ বড় অঙ্কের অর্থ ব্যয় হয় । শোনা যাচ্ছে, কিছু স্কুল আগস্ট মাসে খুলবে ৷ ততদিনপর্যন্ত কতজন এই পেশায় টিকে থাকবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। "

নতুন করে বেতনে ছাড়ের ঘোষণা পুলকার সংগঠনের ৷

বেঙ্গলকার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন,"এপ্রিলমাস থেকেই ছাড় দিয়ে রেখেছি । মে মাস থেকে সেই ছাড় বাড়িয়ে 50 শতাংশ করা হয়েছে । তবে, স্কুল বন্ধ থাকার অজুহাতে প্রায় সবাইমাইনে দেওয়া বন্ধ করে দিয়েছে । প্রথম দুই মাস আমরা কর্মীদের বেতন দিয়েছি । এখন আরপারছি না । পেট চালাতে বহু কর্মী অন্য পেশায় চলে যাচ্ছে । "

অঞ্জনমুখোপাধ্যায় অভিযোগ করলেন, "সরকারেরনির্দেশ দিলেও ব্যাঙ্ক ও বেসরকারি সংস্থাগুলি গাড়ির কিস্তি মকুব তো করছেই না, উলটে মালিকদের উপর নিয়মিত চাপ সৃষ্টিকরছে।"

কলকাতা, 7 জুলাই: স্কুল বন্ধ, পুলকার থমকে ৷ এই অবস্থায় পুলকারেরচালক, মালিকরাপেট চালাবেন কীভাবে ! আগেই 25-30 শতাংশ ছাড়ে পড়ুয়াদের অভিভাবকদেরকাছে বেতন চেয়েছিল পুলকার সংগঠন ৷ কিন্তু অভিযোগ, বেতন দেওয়াই বন্ধ করে দিয়েছেনঅভিভাবকরা ৷ এবার তাই 50 শতাংশছাড় ঘোষণা করা হল । পুলকারের মালিক ও চালকদের আশা, এবার হয়েতো বেতন পাবেন তাঁরা ।

ধীরেধীরে সচল হচ্ছে দেশ । খুলেছে অফিসকাচারি । গণপরিবহনও সচল হচ্ছে । তবে বন্ধ স্কুল ওকলেজ । স্কুলগুলি কবে খুলবে এখনও ঠিক নেই । স্কুলের উপর নির্ভরশীল কয়েক হাজারপুলকার ও তার কর্মীরা । চরম আর্থিক সংকটে তাঁরা । গত তিন মাস উপার্জন একেবারে বন্ধহয়েছে । সংকটে পড়ে 50 শতাংশছাড়ে অভিভাবকদের বেতন মেটানোর অনুরোধ জানাল পুলকার চালক ও মালিকদের সংগঠন ৷

পুলকারওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ দত্ত বলেন,"পরীক্ষাশেষ হয়ে যাওয়ার পর গত মার্চ মাসে স্কুলগুলি বন্ধ হয়ে যায় । তারপর লকডাউনের ঘোষণাহয় । তারপর থেকেই বন্ধ রয়েছে স্কুলগুলি । কিন্তু, বেতন না পেলে আমাদের সংসার চলবে কীকরে ! তবু, অভিভাবকদেরউপর যাতে বাড়তি চাপ না পড়ে তার তার জন্য মাইনের উপর 25-30 শতাংশ ছাড়ও দেওয়া হয়েছিল । তাতেওঅভিভাবকরা মাইনে দেননি । তাই জুলাই মাস থেকে ছাড় বাড়িয়ে 50 শতাংশ করা হল ।"

পুলকার সংগঠন সূত্রে জানা গিয়েছে, শহর ও শহরতলি মিলিয়ে 3 হাজারের বেশি পুলকার চলে । অসংখ্যপরিবার যার উপর নির্ভরশীল ৷

সুদীপবাবুবলেন, "মাইনেনা পেয়ে মানুষগুলো পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছে না । যেসব মালিকরা ঋণ নিয়েগাড়ি কিনেছেন তাঁদের কিস্তির টাকা মেটাতে হচ্ছে । এছাড়াও রয়েছে রোড ট্যাক্স, পলিউশন সার্টিফিকে়ট, সার্টিফিকেট অফ ফিটনেস ইত্যাদি ৷গাড়ি না চললেও এগুলো রিনিউ করতে হয় ৷ বড় অঙ্কের অর্থ ব্যয় হয় । শোনা যাচ্ছে, কিছু স্কুল আগস্ট মাসে খুলবে ৷ ততদিনপর্যন্ত কতজন এই পেশায় টিকে থাকবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। "

নতুন করে বেতনে ছাড়ের ঘোষণা পুলকার সংগঠনের ৷

বেঙ্গলকার পুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন মুখোপাধ্যায় বলেন,"এপ্রিলমাস থেকেই ছাড় দিয়ে রেখেছি । মে মাস থেকে সেই ছাড় বাড়িয়ে 50 শতাংশ করা হয়েছে । তবে, স্কুল বন্ধ থাকার অজুহাতে প্রায় সবাইমাইনে দেওয়া বন্ধ করে দিয়েছে । প্রথম দুই মাস আমরা কর্মীদের বেতন দিয়েছি । এখন আরপারছি না । পেট চালাতে বহু কর্মী অন্য পেশায় চলে যাচ্ছে । "

অঞ্জনমুখোপাধ্যায় অভিযোগ করলেন, "সরকারেরনির্দেশ দিলেও ব্যাঙ্ক ও বেসরকারি সংস্থাগুলি গাড়ির কিস্তি মকুব তো করছেই না, উলটে মালিকদের উপর নিয়মিত চাপ সৃষ্টিকরছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.