কলকাতা, 1 নভেম্বর : সামনেই দীপাবলি ৷ তার আগে রাজ্য়ের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে কোভিডের নিয়মাবলী এবং শব্দবাজির মাত্রা নিয়ে নির্দেশ দিল সরকার ৷ এ নিয়ে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে রবিবার জানানো হয়েছে, দীপাবলির সময় 90 ডেসিবেলের শব্দমাত্রার উপরে কোন বাজি ফাটানো যাবে না ৷ পাশাপাশি দীপাবলির সময় কোভিড 19-র সব নিয়মাবলী মেনে চলতে হবে ৷ রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছেন WBPC-র সচিব রাজেশ কুমার ৷
সরকারি নির্দেশিকা অনুযায়ী, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য় পুলিশ একসঙ্গে শব্দবাজির সরবরাহ বন্ধ করতে কাজ করে চলেছে বলে জানিয়েছেন পর্ষদের সচিব ৷ পাশাপাশি সবক’টি বেআইনি শব্দবাজির কারখানাগুলিতে অভিযান চালানো হচ্ছে ৷ এ দিন পর্ষদের সচিব রাজেশ কুমারের কাছে সংবাদসংস্থার তরফে জিজ্ঞাসা করা হয়, স্বাস্থ্য়ের কথা মাথায় রেখে ধোঁয়া বেশি হয় এমন বাজির ক্ষেত্রে কোনো ব্য়বস্থা নেওয়া হবে কি না? এর জবাবে তিনি বলেন, পর্ষদ সরকারি নির্দেশিকা অনুযায়ী কাজ করছে ৷ এই মুহূর্তে বেআইনি শব্দবাজি সরবরাহ বন্ধ করাই তাঁদের উদ্দেশ্য় ৷ তবে, স্বাস্থ্য়ের বিষয়টিও তাঁরা নজরে রাখছেন বলে জানান পর্ষদ সচিব ৷ তিনি আরও জানান, দীপাবলির উৎসবের আয়োজকদের নিয়মাবলী সম্পর্কে অবহিত করার জন্য় পর্ষদ ভার্চুয়াল বৈঠক করবে ৷ পর্ষদ সচিব আরও জানান, যদি কলকাতা হাইকোর্ট শব্দবাদি এবং দূষণ নিয়ে কোনো নির্দেশিকা জারি করলে, তা পালন করতে পর্ষদ সবরকম ব্য়বস্থা নেবে ৷
ইতিমধ্য়ে, হাওড়ার এক আবাসনের তরফে একটি জনস্বার্থ মামলা দায়ের করার পরিকল্পনা চলছে ৷ এমনকি একটি চিকিৎসক সংগঠনের তরফে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে, শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছে ৷ তা না হলে, বাজির ধোঁয়ায় কোভিড 19 রোগীদের সবচেয়ে বেশি সমস্য়া হবে বলে আবেদনপত্রে জানানো হয়েছে ৷ দূষণ নিয়ন্ত্রক পর্ষদের এক আধিকারিকের জানান, কোভিড হাসপাতাল, কোরোনা সংক্রমিত রোগীদের জন্য় তৈরি সেফ হোম এবং কোয়ারেন্টাই সেন্টারগুলির আশেপাশে শব্দবাজি ফাটানো নিষিদ্ধ ঘোষণা করবে পর্ষদ ৷ তবে, অবশ্য়ই তা আইনি সীমার মধ্য়ে থেকেই করতে পারবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ 14 নভেম্বর দীপাবলির আগে শহর কলকাতার সব রাস্তায় নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন ও পর্ষদের কর্মীরা ৷ কোনওরকম নিষিদ্ধ বাজি ফাটানো বা বিক্রি নজরে এলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে ৷