ETV Bharat / city

Kolkata Puja Carnival 2022: পুজো কার্নিভাল ঘিরে সতর্ক পুলিশ, বন্ধ থাকবে একাধিক রাস্তা

author img

By

Published : Oct 7, 2022, 11:55 AM IST

Updated : Oct 7, 2022, 12:09 PM IST

কলকাতা পুজো কার্নিভালকে (Kolkata Puja Carnival 2022) ঘিরে নিরপত্তার কড়াকড়ি লালবাজার ও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ৷ এ নিয়ে কার্নিভালে অংশ নেওয়া প্রায় 100টি পুজো কমিটিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে (Police Vigilance Increase for Kolkata Puja Carnival) ৷

police-vigilance-increase-for-kolkata-puja-carnival-2022-at-red-road
police-vigilance-increase-for-kolkata-puja-carnival-2022-at-red-road

কলকাতা, 7 অক্টোবর: শনিবার বিকেল 4টে থেকে রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পুজো কার্নিভাল (Kolkata Puja Carnival 2022) ৷ এই কার্নিভালে মোট 100টি পুজো অংশ নিচ্ছে বলে লালবাজার সূত্রে খবর ৷ আরি কার্নিভালকে কেন্দ্র করে যাতে শহরে কোনওরকমের যানজট বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই কলকাতা পুলিশের তরফে পুজো উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, দুপুর 12টা থেকে 1টার মধ্যে প্রত্যেককে প্রতিমা নিয়ে রেড রোডে ঢুকে পড়তে হবে ৷

লালবাজারের তরফে বলা হয়েছে, দুপুর তিনটে থেকে শোভাযাত্রার ট্যাবলো রেড রোডে নিয়ে যেতে হবে পুজো কমিটিগুলিকে (Police Vigilance Increase for Kolkata Puja Carnival) ৷ কার্নিভাল চলাকালীন প্রতিটি ঠাকুরের সঙ্গে মোট 50 জন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ৷ নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে এই সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে ৷ বিকেল 4 টে থেকে শুরু হবে কলকাতা পুজো কার্নিভালের শোভাযাত্রা ৷ লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রের খবর, এখনও পর্যন্ত ট্রাফিক ডাইভারশন সেই ভাবে করা হয়নি ৷

কিন্তু পুজো কার্নিভাল চলাকালীন রেড রোডের পাশাপাশি, তার সংযোগকারী রাস্তাগুলিও বন্ধ থাকতে পারে ৷ যাতে কোনও বেপরোয়া গাড়ি সেখানে প্রবেশ করতে না পারে ৷ কার্নিভালে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সহ-কলকাতা পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক ৷ থাকবেন রাজ্য পুলিশের ডিজি ৷ এছাড়াও রাস্তায় যাতে যানজট না হয়, তার জন্য ময়দান, ধর্মতলা চত্বর, স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোড বাড়তি নজরদারি রাখছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ সেখানে ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা নিজেরা গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন ৷

আরও পড়ুন: মাল নদীতে দুর্ঘটনার পর সতর্ক নবান্ন, কার্নিভাল নিয়ে প্রকাশিত হল নির্দেশিকা

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, প্রয়োজন পড়লে ময়দান এলাকা দিয়ে চলাচলকারী বাসগুলিকে ঘুরপথে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হবে ৷ কার্নিভালের প্রস্তুতি জন্য এ দিন সকাল থেকেই রেড রোডে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেছেন ৷ পাশাপাশি, পুলিশের নজরদারি ভ্য়ান ওই এলাকায় টহল দিচ্ছে ৷

কলকাতা, 7 অক্টোবর: শনিবার বিকেল 4টে থেকে রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পুজো কার্নিভাল (Kolkata Puja Carnival 2022) ৷ এই কার্নিভালে মোট 100টি পুজো অংশ নিচ্ছে বলে লালবাজার সূত্রে খবর ৷ আরি কার্নিভালকে কেন্দ্র করে যাতে শহরে কোনওরকমের যানজট বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই কলকাতা পুলিশের তরফে পুজো উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, দুপুর 12টা থেকে 1টার মধ্যে প্রত্যেককে প্রতিমা নিয়ে রেড রোডে ঢুকে পড়তে হবে ৷

লালবাজারের তরফে বলা হয়েছে, দুপুর তিনটে থেকে শোভাযাত্রার ট্যাবলো রেড রোডে নিয়ে যেতে হবে পুজো কমিটিগুলিকে (Police Vigilance Increase for Kolkata Puja Carnival) ৷ কার্নিভাল চলাকালীন প্রতিটি ঠাকুরের সঙ্গে মোট 50 জন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ৷ নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে এই সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে ৷ বিকেল 4 টে থেকে শুরু হবে কলকাতা পুজো কার্নিভালের শোভাযাত্রা ৷ লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রের খবর, এখনও পর্যন্ত ট্রাফিক ডাইভারশন সেই ভাবে করা হয়নি ৷

কিন্তু পুজো কার্নিভাল চলাকালীন রেড রোডের পাশাপাশি, তার সংযোগকারী রাস্তাগুলিও বন্ধ থাকতে পারে ৷ যাতে কোনও বেপরোয়া গাড়ি সেখানে প্রবেশ করতে না পারে ৷ কার্নিভালে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সহ-কলকাতা পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক ৷ থাকবেন রাজ্য পুলিশের ডিজি ৷ এছাড়াও রাস্তায় যাতে যানজট না হয়, তার জন্য ময়দান, ধর্মতলা চত্বর, স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোড বাড়তি নজরদারি রাখছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ সেখানে ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা নিজেরা গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন ৷

আরও পড়ুন: মাল নদীতে দুর্ঘটনার পর সতর্ক নবান্ন, কার্নিভাল নিয়ে প্রকাশিত হল নির্দেশিকা

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, প্রয়োজন পড়লে ময়দান এলাকা দিয়ে চলাচলকারী বাসগুলিকে ঘুরপথে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হবে ৷ কার্নিভালের প্রস্তুতি জন্য এ দিন সকাল থেকেই রেড রোডে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেছেন ৷ পাশাপাশি, পুলিশের নজরদারি ভ্য়ান ওই এলাকায় টহল দিচ্ছে ৷

Last Updated : Oct 7, 2022, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.