কলকাতা, 9 ডিসেম্বর : তিন মাসের মাথায় পর্ণশ্রীতে মা ও ছেলের খুনের ঘটনার চার্জশিট জমা দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (police submit chargesheet in Behala Double Murder case) । আদালতে পেশ করা এই চার্জশিটে নাম রয়েছে মৃতার দুই তুতো ভাই সন্দীপ দাস এবং সঞ্জয় দাসের । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মনোনীত শর্মা জানান, ‘‘এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুনের মামলা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।
লালবাজার সূত্রের খবর, চার্জশিটটি মোট এক হাজার পাতার । চার্জশিটে 60 জন সাক্ষীর নাম রয়েছে । পাশাপাশি গোটা ঘটনাটি কীভাবে ঘটানো হয়েছিল তার সমস্ত বিবরণ রয়েছে চার্জশিটে ।
আরও পড়ুন : পর্ণশ্রী কাণ্ডের জট খুলতে মনস্তাত্ত্বিকের সাহায্য নিচ্ছেন লালবাজারের গোয়েন্দারা
গত সেপ্টেম্বর মাসে বেহালার পর্ণশ্রীতে নিজের ফ্ল্যাটে খুন হন সুস্মিতা মণ্ডল এবং তাঁর ছেলে (Behala Double Murder) । গোটা ঘটনাটি প্রথমে দেখতে পান মৃতার স্বামী তপন মণ্ডল । তাঁর গতিবিধি নিয়েই প্রথমে সন্দেহ হয় গোয়েন্দাদের ৷ ফলে তাঁকে লালবাজারে নিয়ে গিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা ।
আরও পড়ুন : বেহালা জোড়া খুনে মৃতের স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি, নমুনা সংগ্রহ ফরেনসিকের
এর পরেই গোয়েন্দারা ঘটনাস্থলে একাধিকবার ঘটনাস্থলে গিয়ে একাধিক নমুনা এবং তথ্য সংগ্রহ করেন ৷ সেখান থেকেই তদন্তে উঠে আসে মৃতার দুই ভাইয়ের নাম ৷ তদন্তে জানা যায়, সন্দীপ এবং সঞ্জয়ই খুন করে সুস্মিতা মণ্ডলকে । খুনের ঘটনার সাক্ষী ছিলেন মৃতার ছেলে ৷ তাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতার দুই ভাই । পরে ঘর থেকে সোনার গয়না এবং টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় এই দুই অভিযুক্ত ।