ETV Bharat / city

করুণাময়ীতে SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের - করুণাময়ী

সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডে SSC (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা) চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের । আটক কয়েকজন চাকরিপ্রার্থী । তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে । আন্দোলনকারীদের অভিযোগ, মামলা চলছে এই অজুহাতে নিয়োগে টালবাহানা করা হয়েছে । প্যানেলে থাকা 803 জন ও রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের অতি দ্রুত মামলা মিটিয়ে অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে ।

SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের
author img

By

Published : Aug 1, 2019, 6:44 PM IST

Updated : Aug 1, 2019, 7:34 PM IST

বিধাননগর, 1 অগাস্ট : সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডে SSC (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা) চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের । আটক কয়েকজন চাকরিপ্রার্থী । তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে ।

SSC (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা)-র এই প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের আজ সকালে আচার্য সদনের সামনে জমায়েত করে আমরণ অনশনে বসার কথা ছিল । কিন্তু পুলিশ অনুমতি দেয়নি । সেই সময় পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দেয় । এরপর দুপুর একটার সময় তাঁরা আবার করুণাময়ী বাসস্ট্যান্ডের পাশে জমায়েত শুরু করে । পরে সেখানে বসেও পড়ে । পুলিশ এসে বারবার তাঁদের উঠে যেতে বলে । যদিও আন্দোলনকারীরা কোনও কথা না শুনে বাসস্ট্যান্ডে বসে পড়ে । পুলিশ জোর করে তাঁদের তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । বাসস্ট্যান্ডের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে চাকরিপ্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

আন্দোলনকারীদের অভিযোগ, মামলা চলছে এই অজুহাতে নিয়োগে টালবাহানা করা হয়েছে । প্যানেলে থাকা 803 জন ও রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের অতি দ্রুত মামলা মিটিয়ে অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে । কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট 1693 জনের ভ্যাকেন্সি থাকলেও 890 জন চাকরি পায় এবং 803 জন বাকি থাকে ।

বিধাননগর, 1 অগাস্ট : সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডে SSC (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা) চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের । আটক কয়েকজন চাকরিপ্রার্থী । তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে ।

SSC (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা)-র এই প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের আজ সকালে আচার্য সদনের সামনে জমায়েত করে আমরণ অনশনে বসার কথা ছিল । কিন্তু পুলিশ অনুমতি দেয়নি । সেই সময় পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দেয় । এরপর দুপুর একটার সময় তাঁরা আবার করুণাময়ী বাসস্ট্যান্ডের পাশে জমায়েত শুরু করে । পরে সেখানে বসেও পড়ে । পুলিশ এসে বারবার তাঁদের উঠে যেতে বলে । যদিও আন্দোলনকারীরা কোনও কথা না শুনে বাসস্ট্যান্ডে বসে পড়ে । পুলিশ জোর করে তাঁদের তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । বাসস্ট্যান্ডের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে চাকরিপ্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

আন্দোলনকারীদের অভিযোগ, মামলা চলছে এই অজুহাতে নিয়োগে টালবাহানা করা হয়েছে । প্যানেলে থাকা 803 জন ও রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের অতি দ্রুত মামলা মিটিয়ে অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে । কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট 1693 জনের ভ্যাকেন্সি থাকলেও 890 জন চাকরি পায় এবং 803 জন বাকি থাকে ।

Intro:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর, ১ আগস্ট:-কর্মশিক্ষা ও শরীর শিক্ষা এস এস সি চাকরি প্রার্থী দের ধ্বস্তাধ্বস্তি করল পুলিশ। আটক হল বেশ কয়েকজন চাকরি প্রার্থী। জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হল থানায়।


Body:আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘ ৬ মাস ধরে মামলা চলছে এই টালবাহানায় নিয়োগ আটকে রাখা হয়েছে। তদের দাবী প্যানেলে থাকা ৮০৩ জন ও রেকমেনডেড ক্যান্ডিডেটের অতি দ্রুত মামলা মিটিয়ে অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে।কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট ১৬৯৩ ভ্যাকেন্সি থাকার পরও এর মধ্যে ৮৯০ জন চাকরি পায় এবং ৮০৩ জন বাকি থাকে। এই প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীরা আজ সকালে সল্টলেক আচার্য সদন এর সামনে জমায়েত করে সেখানে আমরণ অনশনে বসার কথা ছিল কিন্তু পুলিশ পারমিশন দেয়নি। সেই সময় পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। এরপর দুপুর বেলা একটার সময় তারা আবার সল্টলেক করুনাময়ী বাসস্ট্যান্ড এর পাশে জমায়েত শুরু করে সেখানে বসে পড়ে পুলিশ আবার সেখানে এসে বারবার উঠে যেতে বলে। তারা কথা না শুনে বাস্টান্ড এ বসে পড়ে।পুলিশ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। বাসস্ট্যান্ড এর বিভিন জায়গায় খুঁজে তাদের আটক করে।Conclusion:
Last Updated : Aug 1, 2019, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.