বিধাননগর, 1 অগাস্ট : সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডে SSC (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা) চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের । আটক কয়েকজন চাকরিপ্রার্থী । তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে ।
SSC (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা)-র এই প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের আজ সকালে আচার্য সদনের সামনে জমায়েত করে আমরণ অনশনে বসার কথা ছিল । কিন্তু পুলিশ অনুমতি দেয়নি । সেই সময় পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দেয় । এরপর দুপুর একটার সময় তাঁরা আবার করুণাময়ী বাসস্ট্যান্ডের পাশে জমায়েত শুরু করে । পরে সেখানে বসেও পড়ে । পুলিশ এসে বারবার তাঁদের উঠে যেতে বলে । যদিও আন্দোলনকারীরা কোনও কথা না শুনে বাসস্ট্যান্ডে বসে পড়ে । পুলিশ জোর করে তাঁদের তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । বাসস্ট্যান্ডের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে চাকরিপ্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ।
আন্দোলনকারীদের অভিযোগ, মামলা চলছে এই অজুহাতে নিয়োগে টালবাহানা করা হয়েছে । প্যানেলে থাকা 803 জন ও রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের অতি দ্রুত মামলা মিটিয়ে অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে । কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট 1693 জনের ভ্যাকেন্সি থাকলেও 890 জন চাকরি পায় এবং 803 জন বাকি থাকে ।