ETV Bharat / city

Kolkata App Fraud: আরও এক 'প্রতারকের' হদিশ ! কলকাতা, বিধাননগরে যৌথ অভিযান ইডি-পুলিশের - ইডি

কলকাতা অ্য়াপ প্রতারণা (Kolkata App Fraud) মামলার তদন্তে নেমে আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ অভিযুক্তের নাম শুভদীপ শ্রীমানী (Subhadip Srimani) ৷

police raid at a Businessman home in Kolkata App Fraud case
Kolkata App Fraud: আরও এক 'প্রতারকের' হদিশ ! কলকাতা, বিধাননগরে যৌথ অভিযান ইডি-পুলিশের
author img

By

Published : Sep 29, 2022, 3:20 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: একা আমির খান (Amir Khan) নন, শহর কলকাতায় ছড়িয়ে, ছিটিয়ে রয়েছেন এমনই অসংখ্য মানুষ, যাঁরা মোবাইলের অ্যাপের মাধ্যমে অন্যদের সঙ্গে আর্থিক প্রতারণা (Kolkata App Fraud) করেন ৷ তেমনই একজন হলেন শুভদীপ শ্রীমানী (Subhadip Srimani) ৷ যিনি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন ৷ ইতিমধ্যেই ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছেন কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷

গত 10 সেপ্টেম্বর একসঙ্গে কলকাতার ছ'টি জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ তখনই সামনে আসে অ্য়াপ প্রতারণার ঘটনা ৷ শাহি আস্তাবল লেনের (Shahi Astabal Lane) একটি বাড়ি থেকে নগদ 17 কোটি 32 লক্ষ উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ ওই বাড়ির মালিক নিসার খান (Naser Khan) পেশায় পরিবহণ ব্যবসায়ী ৷ তাঁরই ছেলে আমির খান ৷ সূত্রের দাবি, মোবাইল অ্য়াপের মাধ্যমে বহু মানুষকে ঠকিয়েছেন আমির ৷ তাতেই ঘরে এসেছে কোটি কোটি টাকা ৷

আরও পড়ুন: আমিরের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে বাজেয়াপ্ত আরও 14 কোটি 53 লক্ষ টাকা !

এই ঘটনার রেশ ধরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তারাই আমিরকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তের পরিসর বাড়িয়েছে কলকাতা পুলিশ ৷ তার জেরেই তাদের রাডারে এসেছে শুভদীপ শ্রীমানীর নাম ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুভদীপের বাড়ি কলকাতার বি কে পাল অ্য়াভিনিউয়ে ৷ বুধবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা সেই বাড়িতে তল্লাশি অভিযান চালান ৷ কিন্তু, সেই সময় শুভদীপ বাড়িতে ছিলেন না ৷ তাই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিশের আধিকারিকরা ৷ বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি ও ব্যাংকের পাস বই ৷

লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই ব্যক্তি বর্তমানে বিদেশে রয়েছেন ৷ সেখান থেকেই কলকাতায় প্রতারণার জাল বিস্তার করছেন তিনি ৷ অ্য়াপ প্রতারণায় ধৃত আমির খানের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ বুধবার শুভদীপের বাড়িতে তল্লাশির পর বৃহস্পতিবারও একই কারণে কলকাতা এবং বিধাননগরের একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে ৷ কলকাতা পুলিশ ও ইডি যৌথভাবে এই অভিযান চালাচ্ছে ৷

এদিকে, ইতিমধ্যেই বুধবার বিধাননগরের সেক্টর ফাইভের একটি অফিসে হানা দেন লালবাজারের গোয়েন্দারা ৷ সেই অভিযানে একাধিক স্বয়ংক্রিয় সার্ভার এবং 1 হাজার 952টি সিম কার্ড-সহ একাধিক উন্নতমানের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয় ৷ সূত্রের দাবি, এই অফিস ব্যবহার করেই অ্যাপ প্রতারণা করা হত ৷ ধৃত আমির খানকে জেরা করে এই বিষয়ে তথ্য পায় লালবাজার ৷ বুধবারের অভিযানে এক মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ ধৃত ওই মহিলার নাম সোমা নস্কর ৷ তাঁর ব্যাংক অ্য়াকাউন্ট থেকে প্রায় 30 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর: একা আমির খান (Amir Khan) নন, শহর কলকাতায় ছড়িয়ে, ছিটিয়ে রয়েছেন এমনই অসংখ্য মানুষ, যাঁরা মোবাইলের অ্যাপের মাধ্যমে অন্যদের সঙ্গে আর্থিক প্রতারণা (Kolkata App Fraud) করেন ৷ তেমনই একজন হলেন শুভদীপ শ্রীমানী (Subhadip Srimani) ৷ যিনি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন ৷ ইতিমধ্যেই ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছেন কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷

গত 10 সেপ্টেম্বর একসঙ্গে কলকাতার ছ'টি জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ তখনই সামনে আসে অ্য়াপ প্রতারণার ঘটনা ৷ শাহি আস্তাবল লেনের (Shahi Astabal Lane) একটি বাড়ি থেকে নগদ 17 কোটি 32 লক্ষ উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ ওই বাড়ির মালিক নিসার খান (Naser Khan) পেশায় পরিবহণ ব্যবসায়ী ৷ তাঁরই ছেলে আমির খান ৷ সূত্রের দাবি, মোবাইল অ্য়াপের মাধ্যমে বহু মানুষকে ঠকিয়েছেন আমির ৷ তাতেই ঘরে এসেছে কোটি কোটি টাকা ৷

আরও পড়ুন: আমিরের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে বাজেয়াপ্ত আরও 14 কোটি 53 লক্ষ টাকা !

এই ঘটনার রেশ ধরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তারাই আমিরকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তের পরিসর বাড়িয়েছে কলকাতা পুলিশ ৷ তার জেরেই তাদের রাডারে এসেছে শুভদীপ শ্রীমানীর নাম ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুভদীপের বাড়ি কলকাতার বি কে পাল অ্য়াভিনিউয়ে ৷ বুধবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা সেই বাড়িতে তল্লাশি অভিযান চালান ৷ কিন্তু, সেই সময় শুভদীপ বাড়িতে ছিলেন না ৷ তাই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিশের আধিকারিকরা ৷ বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি ও ব্যাংকের পাস বই ৷

লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই ব্যক্তি বর্তমানে বিদেশে রয়েছেন ৷ সেখান থেকেই কলকাতায় প্রতারণার জাল বিস্তার করছেন তিনি ৷ অ্য়াপ প্রতারণায় ধৃত আমির খানের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ বুধবার শুভদীপের বাড়িতে তল্লাশির পর বৃহস্পতিবারও একই কারণে কলকাতা এবং বিধাননগরের একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে ৷ কলকাতা পুলিশ ও ইডি যৌথভাবে এই অভিযান চালাচ্ছে ৷

এদিকে, ইতিমধ্যেই বুধবার বিধাননগরের সেক্টর ফাইভের একটি অফিসে হানা দেন লালবাজারের গোয়েন্দারা ৷ সেই অভিযানে একাধিক স্বয়ংক্রিয় সার্ভার এবং 1 হাজার 952টি সিম কার্ড-সহ একাধিক উন্নতমানের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয় ৷ সূত্রের দাবি, এই অফিস ব্যবহার করেই অ্যাপ প্রতারণা করা হত ৷ ধৃত আমির খানকে জেরা করে এই বিষয়ে তথ্য পায় লালবাজার ৷ বুধবারের অভিযানে এক মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ ধৃত ওই মহিলার নাম সোমা নস্কর ৷ তাঁর ব্যাংক অ্য়াকাউন্ট থেকে প্রায় 30 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.