ETV Bharat / city

SSC Recruitment Scam : এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে পুলিশি নোটিশ ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার - এসএসসির নিয়োগ দুর্নীতি

এসএসসির নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) বিরুদ্ধে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 70 দিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থী ৷ এদিন তাঁদের তুলে দেওয়ার নোটিশ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ধর্মতলায় (Police notice to job seekers for withdrawing agitation creates chaos) ৷

police-notice-to-job-seekers-for-withdrawing-agitation-creates-chaos
SSC Recruitment Scam : এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে পুলিশি নোটিশ ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার
author img

By

Published : Jun 16, 2022, 9:05 PM IST

কলকাতা, 16 জুন : এসএসসির নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) বিরুদ্ধে আন্দোলনকারীদের তুলে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে ৷ অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে গিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধরনায় বসে থাকা চাকরী প্রার্থীদের তুলে দেয় পুলিশ ৷ তার জেরেই শুরু হয় অশান্তি ৷ দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয় (Police notice to job seekers for withdrawing agitation creates chaos) ৷ পরে চাকরিপ্রার্থীদের নিয়ে যাওয়া লালবাজারে ৷

মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 70 দিন ধরে লাগাতার ধরনা ও অবস্থান চালাচ্ছেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা । বৃহস্পতিবার কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেড কোয়ার্টার)-এর নির্দেশে ময়দান থাকার পক্ষ থেকে এই নোটিশ আজ তাঁদের ধরানো হয় । এই নোটিশ অনুসারে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিল যে বঞ্চিত চাকরি প্রার্থীরা শহিদ মিনার ময়দানে শান্তিপুর অবস্থান করবে ৷ কিন্তু আদালতের বেশ কয়েকটি নির্দেশের অবমাননা হয়েছে । তাই তাঁদের নোটিশ পাঠানো হচ্ছে ।

পাশাপাশি এই নোটিশে আরও বলা হয়েছে যে বর্ষার মরশুম আসছে সামনেই । বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পূর্ভাবাস রয়েছে রাজ্যে । তাই খোলা আকাশের নিচে থাকলে জীবনহানির আশঙ্কা রয়েছে ৷ এই ধরনের ঘটনা ঘটলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে ৷

Police notice to job seekers for withdrawing agitation creates chaos
আহত চাকরিপ্রার্থী

এর পর পুলিশ আন্দোলনকারীদের তুলতে এলে দু’পক্ষের মধ্যে গোলমাল হয়৷ চাকরিপ্রার্থীদের একজন রাজু দাস বলেন, "আমরা না উঠলে আমাদেরকে ক্রিমিনাল কেস দেওয়া হবে বলা হয়েছে l কী বা কোন ধরনের অপরাধ করলে একজনকে ক্রিমিনাল কেস দেওয়া যায় ?’’

এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে পুলিশি নোটিশ ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার

তিনি আরও বলেন, ‘‘পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় আমরা এতদিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ ও রিলে অনশন করছিলাম । তবে আজ কেন পুলিশ বিকেল 5 টার পর উঠে যেতে নির্দেশ দিল আমাদের ? আমাদের মৃত্যু হলেও, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি । কিন্তু এই মঞ্চ ছাড়তে রাজি নই । আমাদের ঘোষিত 1600 আসনে কাউন্সিলিং নোটিস না হওয়া পর্যন্ত আমরা এই মঞ্চেই অবস্থান করব ।"

তবে এই বিষয়ে কলকাতার পুলিশের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : SSC Recruitment Scam: এসএসসির প্রাক্তন উপদেষ্টার বাড়িতে সিবিআই তল্লাশি

কলকাতা, 16 জুন : এসএসসির নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) বিরুদ্ধে আন্দোলনকারীদের তুলে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে ৷ অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে গিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধরনায় বসে থাকা চাকরী প্রার্থীদের তুলে দেয় পুলিশ ৷ তার জেরেই শুরু হয় অশান্তি ৷ দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয় (Police notice to job seekers for withdrawing agitation creates chaos) ৷ পরে চাকরিপ্রার্থীদের নিয়ে যাওয়া লালবাজারে ৷

মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 70 দিন ধরে লাগাতার ধরনা ও অবস্থান চালাচ্ছেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা । বৃহস্পতিবার কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেড কোয়ার্টার)-এর নির্দেশে ময়দান থাকার পক্ষ থেকে এই নোটিশ আজ তাঁদের ধরানো হয় । এই নোটিশ অনুসারে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিল যে বঞ্চিত চাকরি প্রার্থীরা শহিদ মিনার ময়দানে শান্তিপুর অবস্থান করবে ৷ কিন্তু আদালতের বেশ কয়েকটি নির্দেশের অবমাননা হয়েছে । তাই তাঁদের নোটিশ পাঠানো হচ্ছে ।

পাশাপাশি এই নোটিশে আরও বলা হয়েছে যে বর্ষার মরশুম আসছে সামনেই । বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পূর্ভাবাস রয়েছে রাজ্যে । তাই খোলা আকাশের নিচে থাকলে জীবনহানির আশঙ্কা রয়েছে ৷ এই ধরনের ঘটনা ঘটলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে ৷

Police notice to job seekers for withdrawing agitation creates chaos
আহত চাকরিপ্রার্থী

এর পর পুলিশ আন্দোলনকারীদের তুলতে এলে দু’পক্ষের মধ্যে গোলমাল হয়৷ চাকরিপ্রার্থীদের একজন রাজু দাস বলেন, "আমরা না উঠলে আমাদেরকে ক্রিমিনাল কেস দেওয়া হবে বলা হয়েছে l কী বা কোন ধরনের অপরাধ করলে একজনকে ক্রিমিনাল কেস দেওয়া যায় ?’’

এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে পুলিশি নোটিশ ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার

তিনি আরও বলেন, ‘‘পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় আমরা এতদিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ ও রিলে অনশন করছিলাম । তবে আজ কেন পুলিশ বিকেল 5 টার পর উঠে যেতে নির্দেশ দিল আমাদের ? আমাদের মৃত্যু হলেও, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি । কিন্তু এই মঞ্চ ছাড়তে রাজি নই । আমাদের ঘোষিত 1600 আসনে কাউন্সিলিং নোটিস না হওয়া পর্যন্ত আমরা এই মঞ্চেই অবস্থান করব ।"

তবে এই বিষয়ে কলকাতার পুলিশের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : SSC Recruitment Scam: এসএসসির প্রাক্তন উপদেষ্টার বাড়িতে সিবিআই তল্লাশি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.