ETV Bharat / city

Maniktala Mysterious Death : মানিকতলায় ইমারতি ব্যবসায়ী রহস্যমৃত্যু, নেপথ্যে সিন্ডিকেট যোগ ? - in manikatala muraripukur

মানিকতলার মুরারিপুকুরে ইমারতি ব্যবসায়ীর রহস্যমৃত্যু (Police Found Businessman Body in Manikatala) ৷ বাড়ির কাছেই ওই ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে (Maniktala Body Recovered) ৷ কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা তদন্ত শুরু করেছে ৷

Police Found Businessman Body in Manikatala Muraripukur
Police Found Businessman Body in Manikatala Muraripukur
author img

By

Published : Oct 7, 2022, 10:55 AM IST

Updated : Oct 7, 2022, 12:30 PM IST

কলকাতা, 7 অক্টোবর: মানিকতলার মুরারিপুকুরে ইমারতি ব্যবসায়ীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (Maniktala Body Recovered) ৷ মৃত ব্যবসায়ীর নাম অমিত রাম ৷ তাঁর বয়স 40 বছর ৷ পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছেই একটি বন্ধ বরফ কলের ভিতরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এলাকার বাসিন্দারা (Police Found Businessman Body in Manikatala) ৷ তাঁরাই 100 নম্বর ডায়াল করে পুলিশে খবর দেন ৷ স্থানীয় মানিকতলা থানার পুলিশ এসে অমিত রামকে আরজিকর হাসপাতালে নিয়ে যায় ৷ তাতেও শেষ রক্ষা হয়নি ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যাযন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ ওই ব্যবসায়ীর মাথার পিছনে ভারী এবং ভোতা কোনও বস্তু দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে বলে গোয়ান্দাদের প্রাথমিক অনুমান ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান ইমারতি ব্যবসাকে কেন্দ্র করে চলা সিন্ডিকেটের কোনও সমস্যার জেরেই এই খুন ৷ সবদিক খতিয়ে দেখে তদন্তের কাজ শুরু করেছেন গোয়েন্দারা । তাঁর পরিচত কয়েকজনের সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্যে কী কারণ ছিল তা জানার চেষ্টা হচ্ছে ।

পুলিশ সূত্রের খবর, মৃত অমিত রাম মুরারিপুকুর এলাকার বাসিন্দা হলেও, উত্তর ও মধ্য কলকাতার একাধিক জায়গায় তাঁর ইমারতির ব্যবসা ছিল ৷ হোমিসাইড শাখার গোয়েন্দাদের অনুমান ইমারতি ব্যবসার সিন্ডিকেটের কোনও চক্র তাঁকে মারধর করেছে এবং তার জেরেই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ৷ যদিও, ময়নাতদন্তের রিপোর্ট না এলে মৃত্যুর নির্দিষ্ট কারণ বলা যাবে না ৷ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা ৷ লালবাজারে গোয়েন্দারা এ দিন সকালে মানিকতলার মুরারিপুকুরে বন্ধ বরফ কলের পাশের একটি বহুতলে যান ৷ সেখান থেকে তাঁরা বেশকিছু নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: বজবজে ভাইয়ের হাতে খুন দাদা, গ্রেফতার অভিযুক্ত

গোটা ঘটনায় বেশকিছু প্রশ্ন সামনে এসেছে গোয়েন্দাদের ৷ কারণ, যেখানে অমিত রামের দেহ পাওয়া গিয়েছে সেটি একটি বন্ধ বরফ কল ছিল ৷ সেই বরফ কলের একাধিক দরজা রয়েছে ৷ কিন্তু, প্রত্যেকটি দরজা তালা বন্ধ অবস্থায় ছিল ৷ এখানেই গোয়েন্দাদের প্রশ্ন, বরফ কল যদি তালা বন্ধ অবস্থায় থাকে, তাহলে অমিত রামের দেহ ভিতরে কীভাবে গেল ? গোয়েন্দাদের অনুমান পূর্বপরিকল্পিতভাবে অমিত রামকে হত্যা করা হয়েছে ৷ তার পর দেহ বরফ কলের ভিতরে লুকিয়ে রাখা হয় ৷

এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, রাত দু’টো নাগাদ রক্তাক্ত অমিত রাম কোনওভাবে বরফ কলের নিচে পড়ে যায় ৷ সেখানে পাশের একটি বাড়িতে এক ব্যক্তিকে তিনি অনুরোধ করেন উদ্ধার করার জন্য ৷ সেই ব্যক্তি প্রথমে লালবাজারের কন্ট্রোলরুমে পুলিশকে খবর দেন বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 7 অক্টোবর: মানিকতলার মুরারিপুকুরে ইমারতি ব্যবসায়ীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (Maniktala Body Recovered) ৷ মৃত ব্যবসায়ীর নাম অমিত রাম ৷ তাঁর বয়স 40 বছর ৷ পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছেই একটি বন্ধ বরফ কলের ভিতরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এলাকার বাসিন্দারা (Police Found Businessman Body in Manikatala) ৷ তাঁরাই 100 নম্বর ডায়াল করে পুলিশে খবর দেন ৷ স্থানীয় মানিকতলা থানার পুলিশ এসে অমিত রামকে আরজিকর হাসপাতালে নিয়ে যায় ৷ তাতেও শেষ রক্ষা হয়নি ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যাযন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ ওই ব্যবসায়ীর মাথার পিছনে ভারী এবং ভোতা কোনও বস্তু দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে বলে গোয়ান্দাদের প্রাথমিক অনুমান ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান ইমারতি ব্যবসাকে কেন্দ্র করে চলা সিন্ডিকেটের কোনও সমস্যার জেরেই এই খুন ৷ সবদিক খতিয়ে দেখে তদন্তের কাজ শুরু করেছেন গোয়েন্দারা । তাঁর পরিচত কয়েকজনের সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্যে কী কারণ ছিল তা জানার চেষ্টা হচ্ছে ।

পুলিশ সূত্রের খবর, মৃত অমিত রাম মুরারিপুকুর এলাকার বাসিন্দা হলেও, উত্তর ও মধ্য কলকাতার একাধিক জায়গায় তাঁর ইমারতির ব্যবসা ছিল ৷ হোমিসাইড শাখার গোয়েন্দাদের অনুমান ইমারতি ব্যবসার সিন্ডিকেটের কোনও চক্র তাঁকে মারধর করেছে এবং তার জেরেই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ৷ যদিও, ময়নাতদন্তের রিপোর্ট না এলে মৃত্যুর নির্দিষ্ট কারণ বলা যাবে না ৷ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা ৷ লালবাজারে গোয়েন্দারা এ দিন সকালে মানিকতলার মুরারিপুকুরে বন্ধ বরফ কলের পাশের একটি বহুতলে যান ৷ সেখান থেকে তাঁরা বেশকিছু নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: বজবজে ভাইয়ের হাতে খুন দাদা, গ্রেফতার অভিযুক্ত

গোটা ঘটনায় বেশকিছু প্রশ্ন সামনে এসেছে গোয়েন্দাদের ৷ কারণ, যেখানে অমিত রামের দেহ পাওয়া গিয়েছে সেটি একটি বন্ধ বরফ কল ছিল ৷ সেই বরফ কলের একাধিক দরজা রয়েছে ৷ কিন্তু, প্রত্যেকটি দরজা তালা বন্ধ অবস্থায় ছিল ৷ এখানেই গোয়েন্দাদের প্রশ্ন, বরফ কল যদি তালা বন্ধ অবস্থায় থাকে, তাহলে অমিত রামের দেহ ভিতরে কীভাবে গেল ? গোয়েন্দাদের অনুমান পূর্বপরিকল্পিতভাবে অমিত রামকে হত্যা করা হয়েছে ৷ তার পর দেহ বরফ কলের ভিতরে লুকিয়ে রাখা হয় ৷

এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, রাত দু’টো নাগাদ রক্তাক্ত অমিত রাম কোনওভাবে বরফ কলের নিচে পড়ে যায় ৷ সেখানে পাশের একটি বাড়িতে এক ব্যক্তিকে তিনি অনুরোধ করেন উদ্ধার করার জন্য ৷ সেই ব্যক্তি প্রথমে লালবাজারের কন্ট্রোলরুমে পুলিশকে খবর দেন বলে জানা গিয়েছে ৷

Last Updated : Oct 7, 2022, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.