ETV Bharat / city

Howrah Cash Recovery: পান্ডে ব্রাদার্সের 134 কোটি টাকার লেনদেন

পান্ডে ব্রাদার্সের 134 কোটি টাকার লেনদেনের (Rs 134 crore transaction) খোঁজ পেল কলকাতা পুলিশ ৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, শৈলেশ পান্ডের 6টি অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা লেনদেন হত (Howrah Cash Recovery)।

police-finds-rs-134-crore-transaction-of-pandey-brothers
পান্ডে ব্রাদার্সের 134 কোটি টাকার লেনদেন
author img

By

Published : Oct 18, 2022, 8:03 PM IST

কলকাতা, 18 অক্টোবর: পান্ডে ব্রাদার্সের নামে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে জারি হয়েছে ওয়ারেন্ট । আর এ বার এই তদন্তে নেমে কলকাতার স্ট্র্যান্ড রোডের একটি বহুতলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তল্লাশি অভিযান চালানো হল । সেখানেই গোয়েন্দারা জানতে পারেন এখনও পর্যন্ত 134 কোটি টাকার (Rs 134 crore transaction) লেনদেন হয়েছে (Howrah Cash Recovery)।

লালবাজার সূত্রে খবর, শৈলেশ পান্ডের অতিরিক্ত 17টি ব্যাংক অ্যাকাউন্ট হাতে আসে গোয়েন্দাদের এবং সেখান থেকেই গোয়েন্দারা জানতে পেরেছেন ওই 17টি অ্যাকাউন্টের মধ্যে 6টি অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা লেনদেন হত । ওই 6টি অ্যাকাউন্ট থেকে মোট 57 কোটি টাকার লেনদেন ইতিমধ্যেই হয়েছে । সব মিলিয়ে লেনদেনের হিসেব এই মুহূর্তে 134 কোটি টাকা বলে লালবাজার সুত্রে জানা গিয়েছে ৷

কয়েক বছর আগে আয়কর দফতর হানা দিয়েছিল শৈলেশের ফ্ল্যাটে ৷ সেবার 6 কোটি টাকা উদ্ধার করেছিল তারা । কিন্তু তারপরেও এই কোটি কোটি টাকা কীভাবে ওই ফ্ল্যাটে এসে পৌঁছল, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার প্রায় 9 কোটি, পরিবার নিয়ে বেপাত্তা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ

রবিবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরে প্রকাশ মুখার্জি লেনের একটি আবাসনে আচমকাই হানা দেয় কলকাতা পুলিশ । সেখানে প্রায় রাত বারোটা পর্যন্ত চালানো হয় তল্লাশি অভিযান ৷ সেই বাড়ি থেকেই উদ্ধার হয় 5 কোটি 95 লক্ষ টাকা এবং বিপুল পরিমাণে সোনা ও হিরের গয়না ।

কলকাতা, 18 অক্টোবর: পান্ডে ব্রাদার্সের নামে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে জারি হয়েছে ওয়ারেন্ট । আর এ বার এই তদন্তে নেমে কলকাতার স্ট্র্যান্ড রোডের একটি বহুতলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তল্লাশি অভিযান চালানো হল । সেখানেই গোয়েন্দারা জানতে পারেন এখনও পর্যন্ত 134 কোটি টাকার (Rs 134 crore transaction) লেনদেন হয়েছে (Howrah Cash Recovery)।

লালবাজার সূত্রে খবর, শৈলেশ পান্ডের অতিরিক্ত 17টি ব্যাংক অ্যাকাউন্ট হাতে আসে গোয়েন্দাদের এবং সেখান থেকেই গোয়েন্দারা জানতে পেরেছেন ওই 17টি অ্যাকাউন্টের মধ্যে 6টি অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা লেনদেন হত । ওই 6টি অ্যাকাউন্ট থেকে মোট 57 কোটি টাকার লেনদেন ইতিমধ্যেই হয়েছে । সব মিলিয়ে লেনদেনের হিসেব এই মুহূর্তে 134 কোটি টাকা বলে লালবাজার সুত্রে জানা গিয়েছে ৷

কয়েক বছর আগে আয়কর দফতর হানা দিয়েছিল শৈলেশের ফ্ল্যাটে ৷ সেবার 6 কোটি টাকা উদ্ধার করেছিল তারা । কিন্তু তারপরেও এই কোটি কোটি টাকা কীভাবে ওই ফ্ল্যাটে এসে পৌঁছল, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার প্রায় 9 কোটি, পরিবার নিয়ে বেপাত্তা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ

রবিবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরে প্রকাশ মুখার্জি লেনের একটি আবাসনে আচমকাই হানা দেয় কলকাতা পুলিশ । সেখানে প্রায় রাত বারোটা পর্যন্ত চালানো হয় তল্লাশি অভিযান ৷ সেই বাড়ি থেকেই উদ্ধার হয় 5 কোটি 95 লক্ষ টাকা এবং বিপুল পরিমাণে সোনা ও হিরের গয়না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.