ETV Bharat / city

Roddur Roy : পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল রোদ্দুর রায়ের - ইউটিউবার রোদ্দুর রায়

জামিন পেলেন না ইউটিউবার রোদ্দুর রায় ৷ আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট (7 days police custody of Roddur Roy)৷

police custody extend of Youtuber Roddur Roy
Roddur Roy
author img

By

Published : Jun 14, 2022, 7:43 PM IST

কলকাতা, 14 জুন : আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় ইউটিউবার রোদ্দুর রায়কে । বটতলা থানায় তাঁর বিরুদ্ধে দু'বছর আগে অভিযোগ দায়ের হয়েছিল । সেই মামলাটিও এদিন শুনানির জন্য উঠেছিল । সেই মামলায় আজ 7দিনের পুলিশি হেফাজত দেওয়া হয় রোদ্দুর রায়কে (police custody extend of Youtuber Roddur Roy) ৷

গত 9 জুন রোদ্দুর রায়কে আদালতে তোলা হলে 14 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল । আজ ফের তাঁকে আদালতে তোলা হয় । অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে বটতলা থানার মামলাটি ওঠে । এছাড়া চিফ মেট্রোপলিটান মেজিস্ট্রেট ময়ুখ মুখোপাধ্যায়ের এজলাসে অন্য মামলাটির শুনানি হচ্ছে ।

এর আগেই তাঁর অশ্লীল মন্তব্যের ভিডিও আদালতে জমা করেছিলেন আইনজীবীরা । আরও বেশ কিছু ভিডিও জমা করা হয়েছে বলে আদালত সূত্রে খবর । আজ আদালতে রোদ্দুর রায়কে হাজির করা হলেও এজলাসে তিনি চুপচাপ ছিলেন ।

গত সপ্তাহে গোয়া থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয় ইউটিউবারকে (Youtuber Roddur Roy)। রোদ্দুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত । রোদ্দুরের নামে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি ৷ অভিযোগে ঋজু জানিয়েছিলেন, শুধু মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মদন মিত্র-পার্থ চট্টোপাধ্যায়-ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন রোদ্দুর ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই ভাষা রোদ্দুর রায়ের মুখে প্রায়ই শোনা যায় ৷

আরও পড়ুন : Roddur Roy : রোদ্দুর রায়ের 6 দিনের পুলিশি হোফাজত

এছাড়াও 2020 সালে বটতলা থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল । যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ও দেশের সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায় ৷ সেই মামলায় আজ 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয় ৷

কলকাতা, 14 জুন : আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় ইউটিউবার রোদ্দুর রায়কে । বটতলা থানায় তাঁর বিরুদ্ধে দু'বছর আগে অভিযোগ দায়ের হয়েছিল । সেই মামলাটিও এদিন শুনানির জন্য উঠেছিল । সেই মামলায় আজ 7দিনের পুলিশি হেফাজত দেওয়া হয় রোদ্দুর রায়কে (police custody extend of Youtuber Roddur Roy) ৷

গত 9 জুন রোদ্দুর রায়কে আদালতে তোলা হলে 14 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল । আজ ফের তাঁকে আদালতে তোলা হয় । অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে বটতলা থানার মামলাটি ওঠে । এছাড়া চিফ মেট্রোপলিটান মেজিস্ট্রেট ময়ুখ মুখোপাধ্যায়ের এজলাসে অন্য মামলাটির শুনানি হচ্ছে ।

এর আগেই তাঁর অশ্লীল মন্তব্যের ভিডিও আদালতে জমা করেছিলেন আইনজীবীরা । আরও বেশ কিছু ভিডিও জমা করা হয়েছে বলে আদালত সূত্রে খবর । আজ আদালতে রোদ্দুর রায়কে হাজির করা হলেও এজলাসে তিনি চুপচাপ ছিলেন ।

গত সপ্তাহে গোয়া থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয় ইউটিউবারকে (Youtuber Roddur Roy)। রোদ্দুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত । রোদ্দুরের নামে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি ৷ অভিযোগে ঋজু জানিয়েছিলেন, শুধু মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মদন মিত্র-পার্থ চট্টোপাধ্যায়-ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন রোদ্দুর ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই ভাষা রোদ্দুর রায়ের মুখে প্রায়ই শোনা যায় ৷

আরও পড়ুন : Roddur Roy : রোদ্দুর রায়ের 6 দিনের পুলিশি হোফাজত

এছাড়াও 2020 সালে বটতলা থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল । যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ও দেশের সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায় ৷ সেই মামলায় আজ 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.