ETV Bharat / city

নিউটাউনে পুজো মণ্ডপের আশেপাশে সরকারি গাইডলাইন প্রচার পুলিশের - newtown pujo 2020

নিউটাউনে পুজোর দিনগুলিতে পুলিশের কোরোনা সচেতনতা অভিযান ৷ মাস্ক পরা থেকে শুরু করে শারীরিক দূরত্ব বিধি মেনে প্রতিমা দেখার নির্দেশ দিতে দেখা গেল পুলিশের ৷

police-corona-awareness-campaign-at-newtown
নিউটাউনে পূজা মণ্ডপের আশেপাশে সরকারি গাইডলাইন প্রচার পুলিশের
author img

By

Published : Oct 21, 2020, 8:14 AM IST

নিউটাউন, 21 অক্টোবর : ঢাক বাজছে, মণ্ডপের সামনে দর্শনার্থীদের ভিড় ৷ তার পাশে পুলিশের কোরোনা সচেতনতা অভিযান ৷ মণ্ডপের পাশে কোরোনা মোকাবিলা করতে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দিতে দেখা গেল নিউটাউনে ৷

নিউটাউনের একাধিক স্থানে পুজো মণ্ডপের সামনে মাইক বাজিয়ে পুলিশের কোরোনা সচেতনতা অভিযান চলে ৷ শারীরিক দূরত্ব বিধি বজায় রেখে পুজো দেখুন ৷ কোরোনা পরিস্থিতিতে সরকারি গাইডলাইন মেনে চলুন ৷ এমন বার্তা দিতে দেখা গেল নিউটাউন থানার পক্ষ থেকে ৷

এদিন দেখা যায়, যারা মাস্ক ছাড়া রাস্তায় বের হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েক জনকে মাঝরাস্তায় আটকে দেওয়া হয়, বাড়ি ফেরৎ পাঠানো হয় তাদের ৷ আবার অনেকে পুলিশ দেখে মাস্ক পরে নিচ্ছেন, তাদের গন্তব্যে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ছাড় মিলছে ৷ কেউ কেউ মাস্ক ছাড়া ।

সারা রাজ্যে কোরোনা সংক্রমণের হার বাড়ছে ৷ তারই মধ্যে দুর্গোৎসব ৷ অনাবিল আনন্দে বাধ সেধেছে কোরোনা ৷ তারপরেও বিভিন্ন স্থানে পুজোর আয়োজন হয়েছে ৷ মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে ৷ তার পাশাপাশি পুলিশের সচেতনতা অভিযান বেশ লক্ষ্যণীয় ৷ পুজোর পরে কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা ৷

নিউটাউন, 21 অক্টোবর : ঢাক বাজছে, মণ্ডপের সামনে দর্শনার্থীদের ভিড় ৷ তার পাশে পুলিশের কোরোনা সচেতনতা অভিযান ৷ মণ্ডপের পাশে কোরোনা মোকাবিলা করতে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দিতে দেখা গেল নিউটাউনে ৷

নিউটাউনের একাধিক স্থানে পুজো মণ্ডপের সামনে মাইক বাজিয়ে পুলিশের কোরোনা সচেতনতা অভিযান চলে ৷ শারীরিক দূরত্ব বিধি বজায় রেখে পুজো দেখুন ৷ কোরোনা পরিস্থিতিতে সরকারি গাইডলাইন মেনে চলুন ৷ এমন বার্তা দিতে দেখা গেল নিউটাউন থানার পক্ষ থেকে ৷

এদিন দেখা যায়, যারা মাস্ক ছাড়া রাস্তায় বের হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েক জনকে মাঝরাস্তায় আটকে দেওয়া হয়, বাড়ি ফেরৎ পাঠানো হয় তাদের ৷ আবার অনেকে পুলিশ দেখে মাস্ক পরে নিচ্ছেন, তাদের গন্তব্যে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ছাড় মিলছে ৷ কেউ কেউ মাস্ক ছাড়া ।

সারা রাজ্যে কোরোনা সংক্রমণের হার বাড়ছে ৷ তারই মধ্যে দুর্গোৎসব ৷ অনাবিল আনন্দে বাধ সেধেছে কোরোনা ৷ তারপরেও বিভিন্ন স্থানে পুজোর আয়োজন হয়েছে ৷ মণ্ডপে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে ৷ তার পাশাপাশি পুলিশের সচেতনতা অভিযান বেশ লক্ষ্যণীয় ৷ পুজোর পরে কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.