ETV Bharat / city

টালিগঞ্জ থানায় পুলিশ নিগ্রহে রেয়াত নয়, দ্রুত গ্রেপ্তারের নির্দেশ পুলিশ কমিশনারের

টালিগঞ্জ থানায় পুলিশকর্মীকে নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা । থানার CCTV ফুটেজ দেখে আকাশ এবং গুল্লু নামে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ ।

author img

By

Published : Aug 13, 2019, 2:22 AM IST

অনুজ শর্মা

কলকাতা, 13 অগাস্ট : কর্তব্য ঠিকমতো না পালন করার জন্য একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । কিন্তু সহকর্মীদের থানায় ঢুকে গায়ে হাত কোনওভাবেই মেনে নেবেন না তিনি । গতকাল তা বুঝিয়ে দিয়েছেন । টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশকর্মীকে নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : টালিগঞ্জ থানা থেকে যুবককে ছাড়ানোর চেষ্টা, উর্দি ধরে টান

11 তারিখ রাতে মত্ত অবস্থায় বাইক চালানোর অভিযোগে রণজয় হালদার নামে এক যুবককে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ । শহরজুড়ে একের পর এক ঘটনার জেরে রাতের কলকাতায় তৎপর রয়েছে পুলিশ । রণজয়কে আটক করা হয়েছে খবর পেয়ে তার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা থানায় আসে । পুলিশের বিরুদ্ধে আটক ওই যুবককে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশের সঙ্গে বচসা বাধে । দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় । এক পুলিশকর্মীর উর্দি ধরে টানা হয় । রাত প্রায় দেড়টা পর্যন্ত থানার সামনে চলে গন্ডগোল । পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় । যুবকের পরিবারের অভিযোগ ছিল, কর্তব্যরত পুলিশকর্মীরা নেশাগ্রস্থ ছিলেন । সেই কারণেই রণজয়কে মারধর করা হয় । প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ । এনিয়ে তারা টালিগঞ্জ থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । অন্যদিকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল DC সাউথের রিপোর্ট চান পুলিশ কমিশনার অনুজ শর্মা । পাশাপাশি যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মাকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি । মুরলীধর শর্মা নিজে টালিগঞ্জ থানায় যান । উপস্থিত সমস্ত পুলিশকর্মীদের থেকে ঘটনার বিবরণ শোনেন । খতিয়ে দেখেন CCTV ফুটেজ । সেই ফুটেজ থেকেই আকাশ এবং গুল্লু নামে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ । গতকাল সন্ধ্যায় চেতলা রোডে ওই দু'জনের বাড়ির সামনে হানা দেয় পুলিশ । সেখানেও বাধার মুখে পড়তে হয় । গতকালও বিক্ষোভের সামনে ছিল মহিলারাই । তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উর্দিধারী পুলিশকর্মী নিগ্রহ কোনওভাবেই মেনে নেওয়া হবে না ।

কলকাতা, 13 অগাস্ট : কর্তব্য ঠিকমতো না পালন করার জন্য একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । কিন্তু সহকর্মীদের থানায় ঢুকে গায়ে হাত কোনওভাবেই মেনে নেবেন না তিনি । গতকাল তা বুঝিয়ে দিয়েছেন । টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশকর্মীকে নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : টালিগঞ্জ থানা থেকে যুবককে ছাড়ানোর চেষ্টা, উর্দি ধরে টান

11 তারিখ রাতে মত্ত অবস্থায় বাইক চালানোর অভিযোগে রণজয় হালদার নামে এক যুবককে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ । শহরজুড়ে একের পর এক ঘটনার জেরে রাতের কলকাতায় তৎপর রয়েছে পুলিশ । রণজয়কে আটক করা হয়েছে খবর পেয়ে তার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা থানায় আসে । পুলিশের বিরুদ্ধে আটক ওই যুবককে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশের সঙ্গে বচসা বাধে । দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় । এক পুলিশকর্মীর উর্দি ধরে টানা হয় । রাত প্রায় দেড়টা পর্যন্ত থানার সামনে চলে গন্ডগোল । পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় । যুবকের পরিবারের অভিযোগ ছিল, কর্তব্যরত পুলিশকর্মীরা নেশাগ্রস্থ ছিলেন । সেই কারণেই রণজয়কে মারধর করা হয় । প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ । এনিয়ে তারা টালিগঞ্জ থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । অন্যদিকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল DC সাউথের রিপোর্ট চান পুলিশ কমিশনার অনুজ শর্মা । পাশাপাশি যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মাকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি । মুরলীধর শর্মা নিজে টালিগঞ্জ থানায় যান । উপস্থিত সমস্ত পুলিশকর্মীদের থেকে ঘটনার বিবরণ শোনেন । খতিয়ে দেখেন CCTV ফুটেজ । সেই ফুটেজ থেকেই আকাশ এবং গুল্লু নামে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ । গতকাল সন্ধ্যায় চেতলা রোডে ওই দু'জনের বাড়ির সামনে হানা দেয় পুলিশ । সেখানেও বাধার মুখে পড়তে হয় । গতকালও বিক্ষোভের সামনে ছিল মহিলারাই । তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উর্দিধারী পুলিশকর্মী নিগ্রহ কোনওভাবেই মেনে নেওয়া হবে না ।

Intro:কলকাতা, ১৩ কলকাতা: কর্তব্য ঠিকমত না পালন করার জন্য একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। কিন্তু সহকর্মীদের থানায় ঢুকে গায়ে হাত কোনোভাবেই মেনে নেবেন না তিনি। আজ ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন সে কথা। আর তাই টালীগঞ্জ থানায় ঢুকে পুলিশ নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন অনুজ।


Body:ঘটনা গত রাতের। মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে রনজয় হালদার নামে এক যুবককে আটক করে টালীগঞ্জ থানা। শহর জুড়ে একের পর এক ঘটনার জেরে এমনিতেই রাতের কলকাতায় তৎপর রয়েছে পুলিশ। সেই সূত্রেই রনজয়কে আটক করা হয়। খবর পেয়ে ওই যুবকের বাড়ির লোকজন এবং প্রতিবেশিরা চলে আসেন টালীগঞ্জ থানায়। আটক রনজয়কে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। চলে ধস্তাধস্তি। এক পুলিশকর্মীকে রীতিমতো উর্দি ধরে টেনে মারধর করা হয়। অশান্ত পরিস্থিতিতে টালীগঞ্জ থানা বাধ্য হয় ওই যুবককে ছেড়ে দিতে। আটক যুবকের পরিবারের অভিযোগ ছিল, কর্তব্যরত পুলিশ কর্মীরা নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। সেই কারণেই রনজয়কে মারধর করা হয়। তার প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। এ নিয়ে তারা কালিগঞ্জ থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।


Conclusion:ঘটনার পরিপ্রেক্ষিতে আজ DC সাউথের রিপোর্ট চান পুলিশ কমিশনার। পাশাপাশি যুগ্ম-কমিশনার অপরাধ মুরলীধর শর্মাকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। মুরলীধর নিজে টালীগঞ্জ থানায় যান। উপস্থিত সমস্ত পুলিশকর্মীদের থেকে ঘটনার বিবরণ শোনেন। খতিয়ে দেখেন থানায় থাকা সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ থেকেই আকাশ এবং গুল্লু নামে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ। আজ সন্ধ্যায় চেতলা রোডে ওই দুজনের বাড়ির সামনে হানা দেয় পুলিশ। সেখানেও বাধার মুখে পড়তে হয় পুলিশকে। গত রাতের মত আজও বিক্ষোভের সামনে ছিল মহিলারাই। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উর্দিধারী পুলিশ নিগ্রহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.