ETV Bharat / city

পাবলিক সার্ভিস কমিশনের নামে ভুয়ো ওয়েবসাইট, সাবধান

স্কুল সার্ভিস কমিশন, পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার নামে একাধিক ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র ৷ গ্রেপ্তার করা হল চক্রের পান্ডাকে ৷

ধৃত
author img

By

Published : Oct 18, 2019, 9:27 AM IST

কলকাতা, 18 অক্টোবর : প্রাথমিকভাবে ভাবা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে । তার ভিত্তিতেই কমিশনের জয়েন্ট সেক্রেটারি এস সেন মামলা দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় । ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের পান্ডা অন্য কেউ । তখন থেকেই বিষয়টি নিয়ে চলছিল খোঁজখবর । অবশেষে গ্রেপ্তার করা হল এই চক্রের মূল পান্ডা প্রশান্ত নাগকে ।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এবছরের 23 এপ্রিল দায়ের হয় অভিযোগ । তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে সব্যসাচী বিশ্বাস ওরফে রাজুকে । তার কাছে বহু নকল নথি উদ্ধার হয় । পুলিশ বুঝতে পারে প্রতারণার উদ্দেশ্যে এই চক্রটি তৈরি করে ফেলছে চাকরিপ্রার্থীদের জন্য বেশ কিছু ওয়েবসাইট । তার একটি স্কুল সার্ভিস কমিশনের আদলে । স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি হল pscwbapplication.in । আর চক্রটি বানিয়েছিল www.pscwbbapplication.in । অর্থাৎ তফাত বলতে শুধুই একটি অতিরিক্ত “b”। ওয়েবসাইটটিকে সরকারি ওয়েবসাইট হিসেবে দেখানোর জন্য বেশ কিছু নকল কাগজপত্র আপলোড করা হয়েছিল । পরে জানা যায়, শুধু স্কুল সার্ভিস কমিশন নয় ৷ পুলিশসহ একগুচ্ছ নকল ওয়েবসাইট তৈরি করেছে তারা । সেগুলি হল www.irrbnetgov.in, www.wbbperesult.org, www.wbhrresult.in, www.bagriculturegov.in, www.policewbresultgov.in , www.pscwbbapplication.in , www.wbresultssc.com, www.wbbforestgov.in ।

এগুলির উদ্দেশ্য হল চাকরিপ্রার্থীরা যদি কোনওভাবে ভুল শব্দ টাইপ করার ফলে এই ওয়েবসাইটগুলোতে ঢুকে পড়ে তবে, নানাভাবে তাদের থেকে টাকা আদায় । প্রাথমিকভাবে সব্যসাচী বলতে চাইছিল না কিছুই । ওয়েবসাইটের ডোমেইনের সঙ্গে যুক্ত ফোন নম্বরটিও ছিল ভুল । ফলে তদন্তে নেমে অনেকখানি ফাঁপড়ে পড়তে হয়েছিল গোয়েন্দাদের । দীর্ঘ জিজ্ঞাসাবাদে অবশেষে ভেঙে পড়ে সব্যসাচী । জানায়, কিংপিনের কথা । সে নদিয়ার বাসিন্দা । নাম প্রশান্ত নাগ । বয়স 29 । অবশেষে গতকাল নাকাশিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ৷

কলকাতা, 18 অক্টোবর : প্রাথমিকভাবে ভাবা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে । তার ভিত্তিতেই কমিশনের জয়েন্ট সেক্রেটারি এস সেন মামলা দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় । ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের পান্ডা অন্য কেউ । তখন থেকেই বিষয়টি নিয়ে চলছিল খোঁজখবর । অবশেষে গ্রেপ্তার করা হল এই চক্রের মূল পান্ডা প্রশান্ত নাগকে ।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এবছরের 23 এপ্রিল দায়ের হয় অভিযোগ । তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে সব্যসাচী বিশ্বাস ওরফে রাজুকে । তার কাছে বহু নকল নথি উদ্ধার হয় । পুলিশ বুঝতে পারে প্রতারণার উদ্দেশ্যে এই চক্রটি তৈরি করে ফেলছে চাকরিপ্রার্থীদের জন্য বেশ কিছু ওয়েবসাইট । তার একটি স্কুল সার্ভিস কমিশনের আদলে । স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি হল pscwbapplication.in । আর চক্রটি বানিয়েছিল www.pscwbbapplication.in । অর্থাৎ তফাত বলতে শুধুই একটি অতিরিক্ত “b”। ওয়েবসাইটটিকে সরকারি ওয়েবসাইট হিসেবে দেখানোর জন্য বেশ কিছু নকল কাগজপত্র আপলোড করা হয়েছিল । পরে জানা যায়, শুধু স্কুল সার্ভিস কমিশন নয় ৷ পুলিশসহ একগুচ্ছ নকল ওয়েবসাইট তৈরি করেছে তারা । সেগুলি হল www.irrbnetgov.in, www.wbbperesult.org, www.wbhrresult.in, www.bagriculturegov.in, www.policewbresultgov.in , www.pscwbbapplication.in , www.wbresultssc.com, www.wbbforestgov.in ।

এগুলির উদ্দেশ্য হল চাকরিপ্রার্থীরা যদি কোনওভাবে ভুল শব্দ টাইপ করার ফলে এই ওয়েবসাইটগুলোতে ঢুকে পড়ে তবে, নানাভাবে তাদের থেকে টাকা আদায় । প্রাথমিকভাবে সব্যসাচী বলতে চাইছিল না কিছুই । ওয়েবসাইটের ডোমেইনের সঙ্গে যুক্ত ফোন নম্বরটিও ছিল ভুল । ফলে তদন্তে নেমে অনেকখানি ফাঁপড়ে পড়তে হয়েছিল গোয়েন্দাদের । দীর্ঘ জিজ্ঞাসাবাদে অবশেষে ভেঙে পড়ে সব্যসাচী । জানায়, কিংপিনের কথা । সে নদিয়ার বাসিন্দা । নাম প্রশান্ত নাগ । বয়স 29 । অবশেষে গতকাল নাকাশিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ৷

Intro:কলকাতা, 18অক্টোবর: প্রাথমিকভাবে ভাবা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে। তার ভিত্তিতেই কমিশনের জয়েন্ট সেক্রেটারি S সেন মামলা দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায়। ঘটনার তদন্তে নেমে আগেই একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের পান্ডা অন্যকেও। তখন থেকেই বিষয়টি নিয়ে চলছিল খোঁজখবর। তার ভিত্তিতে গ্রেপ্তার করা হল এই চক্রের মূল পান্ডা প্রশান্ত নাগকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।
Body:কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এবছর 23 এপ্রিল দায়ের হয় অভিযোগ। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে সব্যসাচী বিশ্বাস ওরফে রাজুকে। তার কাছে বহু নকল ডকুমেন্ট উদ্ধার হয়। পুলিশ বুঝতে পারে প্রতারণার উদ্দেশ্যে এই চক্রটি তৈরি করে ফেলছে চাকরিপ্রার্থীদের জন্য বেশ কিছু ওয়েবসাইট। তার একটি তার একটি স্কুল সার্ভিস কমিশনের আদলে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি হল pscwbapplication.in। আর এই চক্রটি বানিয়েছিল www.pscwbbapplication.in। অর্থাৎ তফাৎ বলতে শুধুই একটি অতিরিক্ত “b”। ওয়েবসাইটটিকে সরকারি ওয়েবসাইট হিসেবে দেখানোর জন্য চক্রটি বেশকিছু নকল কাগজপত্র আপলোড করা হয়েছিল। পরে জানা যায় শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, পুলিশ সহ একগুচ্ছ নকল ওয়েবসাইট তৈরি করেছে তারা। সেগুলি হল www.irrbnetgov.in, www.wbbperesult.org, www.wbhrresult.in, www.bagriculturegov.in, www.policewbresultgov.in , www.pscwbbapplication.in , www.wbresultssc.com, www.wbbforestgov.in। এগুলির উদ্দেশ্য হল চাকরিপ্রার্থীরা যদি কোনভাবে ভুল শব্দ টাইপ করার ফলে এই ওয়েবসাইট গুলোতে ঢুকে পরে তবে, নানাভাবে তাদের থেকে টাকা আদায়। Conclusion:প্রাথমিকভাবে সব্যসাচী বলতে চাইছিল না কিছুই। ওয়েবসাইটের ডোমেইন এর সঙ্গে যুক্ত ফোন নাম্বারটিও ছিল ভুল। ফলে তদন্তে নেমে অনেকখানি ফাঁপড়ে পড়তে হয়েছিল গোয়েন্দাদের। দীর্ঘ জিজ্ঞাসাবাদে অবশেষে ভেঙে পড়ে সব্যসাচী। জানায় কিংপিনের কথা। সে নদীয়ার বাসিন্দা। নাম প্রশান্ত নাগ। বয়স 29। অবশেষে গতকাল নাকাশিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.