কলকাতা, 18 অক্টোবর : প্রাথমিকভাবে ভাবা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে । তার ভিত্তিতেই কমিশনের জয়েন্ট সেক্রেটারি এস সেন মামলা দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় । ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চক্রের পান্ডা অন্য কেউ । তখন থেকেই বিষয়টি নিয়ে চলছিল খোঁজখবর । অবশেষে গ্রেপ্তার করা হল এই চক্রের মূল পান্ডা প্রশান্ত নাগকে ।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এবছরের 23 এপ্রিল দায়ের হয় অভিযোগ । তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে সব্যসাচী বিশ্বাস ওরফে রাজুকে । তার কাছে বহু নকল নথি উদ্ধার হয় । পুলিশ বুঝতে পারে প্রতারণার উদ্দেশ্যে এই চক্রটি তৈরি করে ফেলছে চাকরিপ্রার্থীদের জন্য বেশ কিছু ওয়েবসাইট । তার একটি স্কুল সার্ভিস কমিশনের আদলে । স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি হল pscwbapplication.in । আর চক্রটি বানিয়েছিল www.pscwbbapplication.in । অর্থাৎ তফাত বলতে শুধুই একটি অতিরিক্ত “b”। ওয়েবসাইটটিকে সরকারি ওয়েবসাইট হিসেবে দেখানোর জন্য বেশ কিছু নকল কাগজপত্র আপলোড করা হয়েছিল । পরে জানা যায়, শুধু স্কুল সার্ভিস কমিশন নয় ৷ পুলিশসহ একগুচ্ছ নকল ওয়েবসাইট তৈরি করেছে তারা । সেগুলি হল www.irrbnetgov.in, www.wbbperesult.org, www.wbhrresult.in, www.bagriculturegov.in, www.policewbresultgov.in , www.pscwbbapplication.in , www.wbresultssc.com, www.wbbforestgov.in ।
এগুলির উদ্দেশ্য হল চাকরিপ্রার্থীরা যদি কোনওভাবে ভুল শব্দ টাইপ করার ফলে এই ওয়েবসাইটগুলোতে ঢুকে পড়ে তবে, নানাভাবে তাদের থেকে টাকা আদায় । প্রাথমিকভাবে সব্যসাচী বলতে চাইছিল না কিছুই । ওয়েবসাইটের ডোমেইনের সঙ্গে যুক্ত ফোন নম্বরটিও ছিল ভুল । ফলে তদন্তে নেমে অনেকখানি ফাঁপড়ে পড়তে হয়েছিল গোয়েন্দাদের । দীর্ঘ জিজ্ঞাসাবাদে অবশেষে ভেঙে পড়ে সব্যসাচী । জানায়, কিংপিনের কথা । সে নদিয়ার বাসিন্দা । নাম প্রশান্ত নাগ । বয়স 29 । অবশেষে গতকাল নাকাশিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ৷