ETV Bharat / city

Golf Green Molestation Case: গল্ফগ্রিনে যুবতীকে নিগ্রহের অভিযোগ গ্রেফতার 1 দুষ্কৃতী - গল্ফগ্রিনে যুবতীকে নিগ্রহের অভিযোগ গ্রেফতার 1 দুষ্কৃতী

গল্ফগ্রিনে যুবতীকে নিগ্রহ এবং ভয় দেখাতে তাঁর বোনের উপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হল (Police Arrests A Man for Molestation Charge in Golf Green) ৷ অভিযোগ কয়েকমাস আগে পরিচয় হওয়া ওই যুবক তাঁকে সিগারেটের সঙ্গে মাদক মিশিয়ে শারীরিক নিগ্রহ করে বলে পুলিশ সূত্রে খবর ৷

police-arrests-a-man-for-molestation-charge-in-golf-green
police-arrests-a-man-for-molestation-charge-in-golf-green
author img

By

Published : Jul 9, 2022, 8:21 PM IST

কলকাতা, 9 জুলাই: গল্ফগ্রিনে যুবতীকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে (Police Arrests A Man for Molestation Charge in Golf Green) ৷ জানা গিয়েছে, অভিযুক্ত শেখ বিনোদ ওরফে শেখ আকতার শহরের কুখ্যাত দুষ্কৃতী ৷ অভিযোগ যুবতীকে সিগারেটের সঙ্গে মাদক সেবন করিয়ে তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় ৷ এ নিয়ে পুলিশে অভিযোগ যাতে না করা হয়, তার জন্য নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷

ওই নির্যাতিতা এ দিন গল্ফগ্রিন থানায় অভিযোগে জানিয়েছেন, ভয় দেখাতে কয়েকদিন আগে শেখ বিনোদ তাঁর বোনের উপর চড়াও হন ৷ তার পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, দীর্ঘ কয়েকমাস আগে ওই যুবতীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্তের ৷ গত 27 জুন ওই যুবতীকে বিনোদ গল্ফগ্রিনে নিজের গোপন ডেরায় নিয়ে যান ৷ অভিযোগ সেখানে তাঁকে সিগারেটের সঙ্গে মাদক মিশিয়ে নেশা করানো হয় ৷ এর পর তাঁকে ধর্ষণের চেষ্টা হয় বলেও অভিযোগ করা হয় বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন: Malda Medical Molestation : পুলিশ পরিচয়ে মালদা মেডিক্যালে মহিলার শ্লীলতাহানি ! আটক এক

পুলিশ গোটা ঘটনায় ওই গোপন ডেরা অভিযান চালিয়ে এবং যুবতীর বয়ান শুনে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছে ৷ আজ সকালে অভিযুক্ত শেখ বিনোদকে গ্রেফতার করা হয়েছে ৷ সেই সঙ্গে এই ঘটনায় আর কারা জড়িত ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি, সিগারেটের সঙ্গে কী মাদক ব্যবহার করা হয়েছিল ? তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

কলকাতা, 9 জুলাই: গল্ফগ্রিনে যুবতীকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে (Police Arrests A Man for Molestation Charge in Golf Green) ৷ জানা গিয়েছে, অভিযুক্ত শেখ বিনোদ ওরফে শেখ আকতার শহরের কুখ্যাত দুষ্কৃতী ৷ অভিযোগ যুবতীকে সিগারেটের সঙ্গে মাদক সেবন করিয়ে তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় ৷ এ নিয়ে পুলিশে অভিযোগ যাতে না করা হয়, তার জন্য নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷

ওই নির্যাতিতা এ দিন গল্ফগ্রিন থানায় অভিযোগে জানিয়েছেন, ভয় দেখাতে কয়েকদিন আগে শেখ বিনোদ তাঁর বোনের উপর চড়াও হন ৷ তার পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, দীর্ঘ কয়েকমাস আগে ওই যুবতীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্তের ৷ গত 27 জুন ওই যুবতীকে বিনোদ গল্ফগ্রিনে নিজের গোপন ডেরায় নিয়ে যান ৷ অভিযোগ সেখানে তাঁকে সিগারেটের সঙ্গে মাদক মিশিয়ে নেশা করানো হয় ৷ এর পর তাঁকে ধর্ষণের চেষ্টা হয় বলেও অভিযোগ করা হয় বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন: Malda Medical Molestation : পুলিশ পরিচয়ে মালদা মেডিক্যালে মহিলার শ্লীলতাহানি ! আটক এক

পুলিশ গোটা ঘটনায় ওই গোপন ডেরা অভিযান চালিয়ে এবং যুবতীর বয়ান শুনে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছে ৷ আজ সকালে অভিযুক্ত শেখ বিনোদকে গ্রেফতার করা হয়েছে ৷ সেই সঙ্গে এই ঘটনায় আর কারা জড়িত ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি, সিগারেটের সঙ্গে কী মাদক ব্যবহার করা হয়েছিল ? তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.