ETV Bharat / city

পুলকার দুর্ঘটনায় ধৃত চালকের 5 দিনের পুলিশি হেপাজত - পবিত্র দাস

পোলবা দুর্ঘটনায় অভিযুক্ত পুলকার চালক পবিত্র দাসকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ তাকে চুঁচুড়া আদালতে তোলা হয় ৷ 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

Pull car driver
পবিত্র দাস
author img

By

Published : Feb 26, 2020, 10:47 PM IST

Updated : Feb 26, 2020, 11:07 PM IST

পোলবা, 26 ফেব্রুয়ারি : হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় মূল অভিযুক্ত পুলকার চালককে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ ধৃতকে আজ চুঁচুড়া আদলতে তোলা হয় ৷ ধৃতের 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

ধৃতের নাম পবিত্র দাস ৷ বাড়ি শেওড়াফুলিতে ৷ গতকাল কল্যাণী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ ৷

আরও পড়ুন: পোলবা দুর্ঘটনা, আত্মসমর্পণ পুলকার মালিকের

14 ফেব্রুয়ারি পোলবার কামদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় পুলকারটি ৷ ঘটনায় পবিত্রসহ আহত হয় মোট 7 জন । তিন পড়ুয়া এবং পবিত্রর অবস্থা ছিল আশঙ্কাজনক ৷ তাকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ গতরাতে হাসপাতাল থেকে ছাড়া হয় পবিত্রকে ৷ তারপরেই পুলিশ গ্রেপ্তার করে ৷ আজ চুঁচুড়া আদালতে তোলা হয় ৷

আরও পড়ুন: "দ্বিতীয় ঋষভ যেন না হয়," পুলকার চালকদের কাছে আর্জি বাবার

অন্যদিকে, ইতিমধ্যেই পুলকার মালিক শামিম আখতারকে পুলিশ নিজেদের হেপাজতে রেখেছে । দু'জনকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । দুর্ঘটনার দিন ঋষভ সিংকে প্রথমে গাড়িতে তুলেছিল শামিম । পরে সে পবিত্রর হাতে গাড়িটি দিয়ে দেয় । ঋষভের বাবা সন্তোষ সিংয়ের অভিযোগ, প্রচণ্ড গতিতে পবিত্র গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনায় আহত ঋষভের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ ঘটনার আটদিন পর মাল্টি-অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তার ।

পোলবা, 26 ফেব্রুয়ারি : হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় মূল অভিযুক্ত পুলকার চালককে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ ধৃতকে আজ চুঁচুড়া আদলতে তোলা হয় ৷ ধৃতের 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

ধৃতের নাম পবিত্র দাস ৷ বাড়ি শেওড়াফুলিতে ৷ গতকাল কল্যাণী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ ৷

আরও পড়ুন: পোলবা দুর্ঘটনা, আত্মসমর্পণ পুলকার মালিকের

14 ফেব্রুয়ারি পোলবার কামদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় পুলকারটি ৷ ঘটনায় পবিত্রসহ আহত হয় মোট 7 জন । তিন পড়ুয়া এবং পবিত্রর অবস্থা ছিল আশঙ্কাজনক ৷ তাকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ গতরাতে হাসপাতাল থেকে ছাড়া হয় পবিত্রকে ৷ তারপরেই পুলিশ গ্রেপ্তার করে ৷ আজ চুঁচুড়া আদালতে তোলা হয় ৷

আরও পড়ুন: "দ্বিতীয় ঋষভ যেন না হয়," পুলকার চালকদের কাছে আর্জি বাবার

অন্যদিকে, ইতিমধ্যেই পুলকার মালিক শামিম আখতারকে পুলিশ নিজেদের হেপাজতে রেখেছে । দু'জনকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । দুর্ঘটনার দিন ঋষভ সিংকে প্রথমে গাড়িতে তুলেছিল শামিম । পরে সে পবিত্রর হাতে গাড়িটি দিয়ে দেয় । ঋষভের বাবা সন্তোষ সিংয়ের অভিযোগ, প্রচণ্ড গতিতে পবিত্র গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনায় আহত ঋষভের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ ঘটনার আটদিন পর মাল্টি-অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তার ।

Last Updated : Feb 26, 2020, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.