ETV Bharat / city

Clash Near Medical College: মেডিক্যাল কলেজের সামনে ধুন্ধুমার, গ্রেফতার অভিযুক্ত ভিকি-সহ 5 - Crime

ঘটনায় পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে, তা সামাল দিতে ব়্যাফ নামানো হয় ৷ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগও ওঠে ৷ পরিস্থিতি বেগতিক দেখে 5 নম্বর গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এই ঘটনায় ভিকি ছাড়াও সঞ্জু কাবাড়ি, আলি আব্বাস, রবি মল্লিক এবং সামা সাজিদ নামের আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

police arrest 5 including local rowdy vicky in bowbazar clash of antisocial groups
গ্রেফতার মোট 5
author img

By

Published : Oct 25, 2021, 3:51 PM IST

কলকাতা, 25 অক্টোবর: বউবাজারে দুষ্কৃতীদলের সংঘর্ষের ঘটনায় অন্যতম অভিযুক্ত ভিকি আলিকে গ্রেফতার করল বউবাজার থানার পুলিশ । উত্তর কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে । ভিকি বউবাজার এলাকার ত্রাস হিসেবেই পরিচিত । তাঁর বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে । দীর্ঘ দিন ধরে তাঁর নাগাল পাওয়ার চেষ্টা করছিল পুলিশ ।

রবিবার সন্ধ্যায় বউবাজার এলাকায় দুই দুষ্কৃতীদলের সংঘর্ষ বাধে । তাতে প্রথমে কথা কাটাকাটির মধ্যে ঝামেলা সীমাবদ্ধ থাকলেও, ক্রমশ বিয়ারের বোতল ছুড়ে হামলা এবং শেষমেশ মারধরে পরিণত হয়। এর ফলে কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন হাসপাতাল রোডের 5 নম্বর গেটের সামনে ধুন্ধুমার বেধে যায় ৷ তাতে 10-12 জন গুরুতর জখম হন ৷

আরও পড়ুন: Asansol Art Exhibition : পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা

এই ঘটনায় পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে, তা সামাল দিতে র‌্যাফ নামানো হয় ৷ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগও ওঠে ৷ পরিস্থিতি বেগতিক দেখে 5 নম্বর গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এই ঘটনায় ভিকি ছাড়াও সঞ্জু কাবাড়ি, আলি আব্বাস, রবি মল্লিক এবং সামা সাজিদ নামের আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদের খোঁজ চলছে ৷ কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার বলেন, ‘‘ঘটনার দিন এরা প্রত্যেকেই ঝামেলায় শামিল ছিল ৷’’ আরও বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

রবিবারের ঝামেলার পর থেকেই হাসপাতালের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ সোমবার সকালেও 5 নম্বর গেটের সামনে তুমুল হট্টগোল বাধে ৷ সোডার বোতল ছোড়া হয় বলে অভিযোগ ৷ ভিকির মদতেই এ দিন নতুন করে ঝামেলা বাধে বলে অভিযোগ ৷ ভিকি-সহ পাঁচ অভিযুক্তকেই বউবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: BJP Innner Clash: আসানসোলে বিজেপির প্রতিবাদ মিছিলে দুই শিবিরের মধ্যে বচসা-হাতাহাতি

কলকাতা, 25 অক্টোবর: বউবাজারে দুষ্কৃতীদলের সংঘর্ষের ঘটনায় অন্যতম অভিযুক্ত ভিকি আলিকে গ্রেফতার করল বউবাজার থানার পুলিশ । উত্তর কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে । ভিকি বউবাজার এলাকার ত্রাস হিসেবেই পরিচিত । তাঁর বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে । দীর্ঘ দিন ধরে তাঁর নাগাল পাওয়ার চেষ্টা করছিল পুলিশ ।

রবিবার সন্ধ্যায় বউবাজার এলাকায় দুই দুষ্কৃতীদলের সংঘর্ষ বাধে । তাতে প্রথমে কথা কাটাকাটির মধ্যে ঝামেলা সীমাবদ্ধ থাকলেও, ক্রমশ বিয়ারের বোতল ছুড়ে হামলা এবং শেষমেশ মারধরে পরিণত হয়। এর ফলে কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন হাসপাতাল রোডের 5 নম্বর গেটের সামনে ধুন্ধুমার বেধে যায় ৷ তাতে 10-12 জন গুরুতর জখম হন ৷

আরও পড়ুন: Asansol Art Exhibition : পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা

এই ঘটনায় পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে, তা সামাল দিতে র‌্যাফ নামানো হয় ৷ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগও ওঠে ৷ পরিস্থিতি বেগতিক দেখে 5 নম্বর গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এই ঘটনায় ভিকি ছাড়াও সঞ্জু কাবাড়ি, আলি আব্বাস, রবি মল্লিক এবং সামা সাজিদ নামের আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদের খোঁজ চলছে ৷ কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার বলেন, ‘‘ঘটনার দিন এরা প্রত্যেকেই ঝামেলায় শামিল ছিল ৷’’ আরও বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

রবিবারের ঝামেলার পর থেকেই হাসপাতালের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ সোমবার সকালেও 5 নম্বর গেটের সামনে তুমুল হট্টগোল বাধে ৷ সোডার বোতল ছোড়া হয় বলে অভিযোগ ৷ ভিকির মদতেই এ দিন নতুন করে ঝামেলা বাধে বলে অভিযোগ ৷ ভিকি-সহ পাঁচ অভিযুক্তকেই বউবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: BJP Innner Clash: আসানসোলে বিজেপির প্রতিবাদ মিছিলে দুই শিবিরের মধ্যে বচসা-হাতাহাতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.