ETV Bharat / city

আন্দোলনরত বৃক্তিমূলক শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ - আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ মোট চার দফা দাবিতে আজ সকাল থেকেই কারিগরি ভবনের বাইরে অবস্থানে বসেন বৃত্তিমূলক শিক্ষকরা ৷ আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ ৷

পুলিশের লাঠিচার্জের অভিযোগ
author img

By

Published : Aug 21, 2019, 7:04 PM IST

Updated : Aug 21, 2019, 8:21 PM IST

কলকাতা, 21 অগাস্ট : আন্দোলনরত শিক্ষকদের উপর ফের পুলিশের লাঠিচার্জের অভিযোগ ৷ দিন কয়েক আগেই নদিয়ার কল্যাণীতে অবস্থানরত পার্শ্ব শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ সল্টলেকে পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে৷ আজ ফের কলকাতার এস এন ব্যানার্জি রোডে বৃত্তিমূলক শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ ৷

আরও পড়ুন : পুলিশ-পার্শ্ব শিক্ষক ধস্তাধস্তি, অবরুদ্ধ সল্টলেক

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ মোট চার দফা দাবিতে আজ সকাল থেকেই কারিগরি ভবনের বাইরে অবস্থানে বসেন বৃত্তিমূলক শিক্ষকরা ৷ বিকেল 4 টে নাগাদ সেখান থেকে বিক্ষোভাকারীদের চলে যেতে বলে পুলিশ ৷ এরপরই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ৷ আন্দোলনকারীরা এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন ৷ সেখান থেকেও তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ ৷ কিন্তু তাঁরা উঠতে না চাইলে পুলিশের সঙ্গে বচসা বাধে ৷ অভিযোগ, সে সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে ৷ আন্দোলনকারীদের বক্তব্য, 10 জনকে গ্রেপ্তার করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে ৷

Police allegedly lathi charge on vocational  teachers in Kolkata
অবস্থানে বৃত্তিমূলক শিক্ষকরা

শঙ্কর চট্টোপাধ্যায় (বিক্ষোভকারী) বলেন, " আমরা সবাই বসেছিলাম । একজনের মাথা ফাটিয়ে দিয়েছে । এমনভাবে একজনকে মারল, তিনি আছাড় খেয়ে পড়ে যান । মহিলাদের সামনে বসিয়ে রাখা হয়েছিল । এক মহিলার হাতে আঘাত লেগেছে । আমাদের প্রায় 65 জন আহত হয়েছেন । প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিল ৷ কিন্তু ফিরে এসে জানান, কোনও সুরাহা হয়নি । বললেন, আপনারা সুবোধ মল্লিক স্কয়্যারের সামনে চলে যান । আমরা সুষ্ঠুভাবে বসেই থাকতে চেয়েছিলাম । পুলিশ আমাদের লাঠি মেরে সবাইকে বাইরে বের করে দিল । "

আরও পড়ুন : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

এর আগে আজ দুপুর 1 টা নাগাদ 8 সদস্যের একটি প্রতিনিধি দল কারিগরি মন্ত্রী পুর্নেন্দু বসুর কাছে স্মারকলিপি জমা দিতে যান । ফিরে এসে প্রতিনিধি দলের একজন বসিকান্ত রায় বলেন, "মন্ত্রী আমাদের দাবিদাওয়া নিয়ে কিছু বলেননি । উনি বলছেন আপনাদের যে গণতান্ত্রিক আন্দোলন সেটা ন্যায্য । আপনাদের দাবি সবই ন্যায্য । কিন্তু, এই বিষয়ে আমার একারপক্ষে সবকিছু করা সম্ভব নয় । আপনারা বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানান । দেখবেন নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে । আপনারা যে গণতান্ত্রিক আন্দোলন করছেন সেটার আমি বিরোধিতা করছি না । পুলিশ যাতে আপনাদের গায়ে হাত না দেয় সেটা আমি দেখব ।" এরপরেও কীভাবে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে সে নিয়ে উঠছে প্রশ্ন ৷

ভিডিয়োয় দেখুন...

কলকাতা, 21 অগাস্ট : আন্দোলনরত শিক্ষকদের উপর ফের পুলিশের লাঠিচার্জের অভিযোগ ৷ দিন কয়েক আগেই নদিয়ার কল্যাণীতে অবস্থানরত পার্শ্ব শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ সল্টলেকে পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে৷ আজ ফের কলকাতার এস এন ব্যানার্জি রোডে বৃত্তিমূলক শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ ৷

আরও পড়ুন : পুলিশ-পার্শ্ব শিক্ষক ধস্তাধস্তি, অবরুদ্ধ সল্টলেক

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ মোট চার দফা দাবিতে আজ সকাল থেকেই কারিগরি ভবনের বাইরে অবস্থানে বসেন বৃত্তিমূলক শিক্ষকরা ৷ বিকেল 4 টে নাগাদ সেখান থেকে বিক্ষোভাকারীদের চলে যেতে বলে পুলিশ ৷ এরপরই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ৷ আন্দোলনকারীরা এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন ৷ সেখান থেকেও তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ ৷ কিন্তু তাঁরা উঠতে না চাইলে পুলিশের সঙ্গে বচসা বাধে ৷ অভিযোগ, সে সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে ৷ আন্দোলনকারীদের বক্তব্য, 10 জনকে গ্রেপ্তার করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে ৷

Police allegedly lathi charge on vocational  teachers in Kolkata
অবস্থানে বৃত্তিমূলক শিক্ষকরা

শঙ্কর চট্টোপাধ্যায় (বিক্ষোভকারী) বলেন, " আমরা সবাই বসেছিলাম । একজনের মাথা ফাটিয়ে দিয়েছে । এমনভাবে একজনকে মারল, তিনি আছাড় খেয়ে পড়ে যান । মহিলাদের সামনে বসিয়ে রাখা হয়েছিল । এক মহিলার হাতে আঘাত লেগেছে । আমাদের প্রায় 65 জন আহত হয়েছেন । প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিল ৷ কিন্তু ফিরে এসে জানান, কোনও সুরাহা হয়নি । বললেন, আপনারা সুবোধ মল্লিক স্কয়্যারের সামনে চলে যান । আমরা সুষ্ঠুভাবে বসেই থাকতে চেয়েছিলাম । পুলিশ আমাদের লাঠি মেরে সবাইকে বাইরে বের করে দিল । "

আরও পড়ুন : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

এর আগে আজ দুপুর 1 টা নাগাদ 8 সদস্যের একটি প্রতিনিধি দল কারিগরি মন্ত্রী পুর্নেন্দু বসুর কাছে স্মারকলিপি জমা দিতে যান । ফিরে এসে প্রতিনিধি দলের একজন বসিকান্ত রায় বলেন, "মন্ত্রী আমাদের দাবিদাওয়া নিয়ে কিছু বলেননি । উনি বলছেন আপনাদের যে গণতান্ত্রিক আন্দোলন সেটা ন্যায্য । আপনাদের দাবি সবই ন্যায্য । কিন্তু, এই বিষয়ে আমার একারপক্ষে সবকিছু করা সম্ভব নয় । আপনারা বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানান । দেখবেন নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে । আপনারা যে গণতান্ত্রিক আন্দোলন করছেন সেটার আমি বিরোধিতা করছি না । পুলিশ যাতে আপনাদের গায়ে হাত না দেয় সেটা আমি দেখব ।" এরপরেও কীভাবে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে সে নিয়ে উঠছে প্রশ্ন ৷

ভিডিয়োয় দেখুন...
Intro:কলকাতা, ২১ অগাস্ট: স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ মোট চার দফা দাবি নিয়ে আজ সকাল থেকেই নিউমার্কেটের কাছে কলকাতা কারিগরি ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারীরা। তাঁদের দাবি, ১৪ বছর ধরে স্কুল স্তরে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চলে আসলেও এখনও পর্যন্ত তাঁদের বেতন নামমাত্র। এই শিক্ষার সঙ্গে যুক্ত প্রত্যেকেই আংশিক সময়ের বা চুক্তিভিত্তিক। নেই কোনও সরকারি সুযোগ-সুবিধা। তাই বেতন বৃদ্ধি ও তাঁদের স্থায়ীকরণের দাবিতে বৃত্তিমূলক শিক্ষা মঞ্চ নামে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্তদের মোট আটটি সংগঠনের একটি যৌথমঞ্চের ডাকে আজ এই অবস্থানে অংশগ্রহণ করেন প্রায় হাজার পাঁচেক মানুষ। দুপুর ১টা নাগাদ তাঁদের পক্ষ থেকে ৮ জন সদস্যের একটি প্রতিনিধি দল কারিগরি মন্ত্রীর কাছে যান স্মারকলিপি জমা দিতে।

Body:স্কুল স্তরে বৃত্তিমূলক শিক্ষার দুটি ভাগ রয়েছে। প্রথমটি, ক্লাস এইটের পরে একটি ছয় মাসের কোর্স ও দ্বিতীয়টি ক্লাস ১০-এর পরে ইলেভেন-টুয়েলভে অর্থাৎ উচ্চমাধ্যমিক স্তরে ভোকেশনাল শিক্ষা। নিজেদের পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা নেওয়া ছাত্র-ছাত্রীদের জন্যও একটি দাবি তোলা হয় এই আন্দোলন থেকে। শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "এখান থেকে ইলেভেন-টুয়েলভ পাশ করার পর VOCLET বলে একটা পরীক্ষা হয়। তাতে এই সমস্ত পড়ুয়াদের জন্য ১৫ শতাংশ সংরক্ষণ আছে। এই পরীক্ষা দিয়ে তাঁরা পলিটেকনিকে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারে। কিন্তু, ইলেভেন-টুয়েলভে ভোকেশনাল শিক্ষা নিয়ে স্টুডেন্টরা মিনিমাম পাস কোর্সে ভর্তি হতে পারে না। যেহেতু, সার্টিফিকেটে ট্রেনিং লেখা থাকে তাই তাঁদের ডিগ্রি উচ্চমাধ্যমিকের সমতুল্য বলে ধরা হয় না উচ্চশিক্ষার ক্ষেত্রে। আমাদের দাবি, VOCLET দিয়ে যে ১৫ শতাংশ সংরক্ষণ আরও বাড়াতে হবে ও উচ্চশিক্ষার জন্য ছেলেরা যেন জেনারেল লাইনে যেতে পারে, অনার্সে সুযোগ পায়।"

মূলত, এই দাবি-দাওয়া নিয়ে বৃত্তিমূলক শিক্ষা মঞ্চের পক্ষ থেকে ৮ জন সদস্যের প্রতিনিধি দল যান কারিগরি মন্ত্রী পুর্নেন্দু বসুর সঙ্গে দেখা করে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে। প্রতিনিধি দলের একজন বসিকান্ত রায় বলেন, "মন্ত্রী আমাদের দাবিদাওয়া নিয়ে কিছু বলেননি। উনি বলছেন আপনাদের যে গণতান্ত্রিক আন্দোলন সেটা ন্যায্য। আপনাদের দাবি সবই ন্যায্য। কিন্তু, এই বিষয়ে আমার একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এটা করতে হলে মুখ্যমন্ত্রীকে প্রয়োজন হবে। আপনারা সেই বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানান। দেখবেন নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে। আপনারা যে গণতান্ত্রিক আন্দোলন করছেন সেটার আমি বিরোধিতা করছি না। পুলিশ যাতে আপনাদের গায়ে হাত না দেয় সেটা আমি দেখব।" এই পরিস্থিতিতে তাঁরা আবস্থান চালিয়ে যাবেন নাকি আজকের মতো আন্দোলন প্রত্যাহার করবেন তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানাচ্ছেন তিনি।



Conclusion:
Last Updated : Aug 21, 2019, 8:21 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.