ETV Bharat / city

নাগরিকত্ব আইনের সমর্থনে BJP-র মিছিলে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে - নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে রাজ্য BJP আজ মিছিল করে

মিছিলে উপস্থিত BJP কর্মীদের অভিযোগ, তাদের মিছিল আটকানোর পরই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় । এরপরই পুলিশ লাঠিচার্জ করে । পুলিশের লাঠির আঘাতে একজন BJP কর্মীর মাথা ফেটে গিয়েছে ।

bjp
bjp
author img

By

Published : Dec 16, 2019, 5:37 PM IST

Updated : Dec 16, 2019, 7:47 PM IST

কলকাতা, ১৬ ডিসেম্বর : BJP কর্মীর উপর লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর সমর্থনে রাজ্য BJP আজ মিছিল করে । মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়ায় । পুলিশের সঙ্গে মিছিলের লোকজনের ধ্বস্তাধ্বস্তি হয় ।

সারা রাজ্য তথা দেশজুড়ে চলছে নাগরিকত্ব ( সংশোধনী ) আইনের প্রতিবাদে আন্দোলন । গতকাল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এই আইনের প্রতিবাদে যখন আন্দোলন চলছিল, তখন বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে পড়ুয়াদের পেটানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । এর জেরে প্রতিবাদে সরব হয় দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় । আজ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে রেড রোড থেকে জোড়াসাঁকো অবধি মিছিল করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "এই রাজ্যে CAA ও NRC কোনওটাই হবে না ।" এরই মধ্যে আজ দুপুর ২টো নাগাদ CAA-র সমর্থনে মিছিল করে রাজ্য BJP । মিছিলের নেতৃত্বে ছিলেন অনুপম হাজরা ।

ভিডিয়োয় দেখুন...

গড়িয়া থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড অবধি মিছিল করার পরিকল্পনা ছিল BJP-র । কিন্তু সুলেখা মোড়েই মিছিলটি আটকায় পুলিশ । মিছিলে উপস্থিত BJP কর্মীদের অভিযোগ, তাদের মিছিল আটকানোর পরই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় । এরপরই পুলিশ লাঠিচার্জ করে । পুলিশের লাঠির আঘাতে একজন BJP কর্মীর মাথা ফেটে গিয়েছে । অনুপম হাজরা বলেন, " আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠি চালিয়েছে । একজন BJP কার্যকর্তাকে মারধর করেছে । "

কলকাতা, ১৬ ডিসেম্বর : BJP কর্মীর উপর লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর সমর্থনে রাজ্য BJP আজ মিছিল করে । মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়ায় । পুলিশের সঙ্গে মিছিলের লোকজনের ধ্বস্তাধ্বস্তি হয় ।

সারা রাজ্য তথা দেশজুড়ে চলছে নাগরিকত্ব ( সংশোধনী ) আইনের প্রতিবাদে আন্দোলন । গতকাল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এই আইনের প্রতিবাদে যখন আন্দোলন চলছিল, তখন বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে পড়ুয়াদের পেটানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । এর জেরে প্রতিবাদে সরব হয় দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় । আজ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে রেড রোড থেকে জোড়াসাঁকো অবধি মিছিল করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "এই রাজ্যে CAA ও NRC কোনওটাই হবে না ।" এরই মধ্যে আজ দুপুর ২টো নাগাদ CAA-র সমর্থনে মিছিল করে রাজ্য BJP । মিছিলের নেতৃত্বে ছিলেন অনুপম হাজরা ।

ভিডিয়োয় দেখুন...

গড়িয়া থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড অবধি মিছিল করার পরিকল্পনা ছিল BJP-র । কিন্তু সুলেখা মোড়েই মিছিলটি আটকায় পুলিশ । মিছিলে উপস্থিত BJP কর্মীদের অভিযোগ, তাদের মিছিল আটকানোর পরই পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় । এরপরই পুলিশ লাঠিচার্জ করে । পুলিশের লাঠির আঘাতে একজন BJP কর্মীর মাথা ফেটে গিয়েছে । অনুপম হাজরা বলেন, " আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠি চালিয়েছে । একজন BJP কার্যকর্তাকে মারধর করেছে । "

Intro:
16-12-19





কলকাতাঃ দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিলে গন্ডোগোল। বিজেপি ও পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি।

আজ দুপুর ২ টা নাগাত বিজেপির মিছিল বের হয়। CAA - এর সমর্থনে মিছিল বের করে বিজেপি। মিছিলের নেতৃত্ব দেয় অনুপম হাজরা। যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার নেতৃত্বেই এই মিছিল হয়। গড়িয়া থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও পুলিশ মিছিল আটকায় সুলেখা মোড়ে।
বিজেপির অভিযোগ, পুলিশের লাঠিতে বিজেপির একজন কর্মীর মাথা ফেটে গিয়েছে।


বিজেপির নেতা ও যাদবপুরের প্রার্থী অনুপ হাজরা বলেন, " আমাদের শান্তিপূন মিছিলে পুলিশ লাঠি চালিয়েছে। একজন বিজেপি কার্যকর্তাকে মারধোর করেছে"Body:স্টোরিConclusion:
Last Updated : Dec 16, 2019, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.