কলকাতা, 14 ফেব্রুয়ারি : হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । জখম দুই শিশুর নাম ঋষভ সিং এবং দীপাংশু ভগত । দু'জনকেই SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভেন্টিলেশনে রাখা হয়েছে । শেষ পাওয়া খবর অনুযায়ী দু'জনের কারও জ্ঞান ফেরেনি । তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা ।
আজ সকালে হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম হয় এই দুই শিশু ৷ তাদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ইমামবারা হাসপাতাল । পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে গ্রিন করিডোর তৈরি করে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনায় দুই শিশু কতটা জখম হয়েছে, বাইরে থেকে তা বোঝা সম্ভব হচ্ছে না । কারণ, শরীরের বাইরের দিকে সেভাবে কোনও ক্ষত নেই । তবে তাদের ফুসফুস মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত।
এই সংক্রান্ত খবর : স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পুলকার, চুঁচুড়ায় আহত 7
SSKM হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, দুই শিশুর ফুসফুস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তার জেরে ভিতর থেকে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে । X-Ray, CT scan করানো হয়েছে । তবে কীভাবে তাদের ফুসফুস এতটা ক্ষতিগ্রস্ত হল, তা এখনই বোঝা যাচ্ছে না । হাসপাতাল সূত্রে খবর, দু'জনের মধ্যে ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ । ভেন্টিলেশনের সাপোর্ট দীপাংশু যতটা নিতে পারছে, সেভাবে ভেন্টিলেশন নিতে পারছে না অন্য শিশুটি ৷
এই সংক্রান্ত খবর :পোলবার দুর্ঘটনায় গাফিলতি থাকলে আইনি ব্যবস্থা নেবে শিশু সুরক্ষা কমিশন