ETV Bharat / city

শারীরিক অবস্থা স্থিতিশীল, আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন কবি শঙ্খ ঘোষ - বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ-এর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল

কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ গতকাল সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, শরীরের বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল থাকলে আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে ৷

sankha-ghose
শঙ্খ ঘোষ
author img

By

Published : Jan 24, 2020, 1:40 AM IST

কলকাতা, ২4 জানুয়ারি : বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । বুকে সংক্রমণের কারণে গত ২১ জানুয়ারি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শরীরের বিভিন্ন প্যারামিটার যদি স্থিতিশীল থাকে তবে আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে ৷

২১ জানুয়ারি বেলা 12 টা 15 মিনিট নাগাদ মুকুন্দপুরের ওই হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ দীর্ঘদিন ধরে কবির চিকিৎসা করছেন চিকিৎসক চিন্ময়কুমার মাইতি ৷ কবির শারীরিক অবস্থার বিষয়ে বুধবার সংবাদমাধ্যমে ওই চিকিৎসক বলেছিলেন, " ২ থেকে ৩ দিন ধরে শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের জ্বর, কফ-কাশি, শ্বাসকষ্ট ছিল । এই অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ কবির বুকে সংক্রমণ হয়েছে ৷ যাকে চেস্ট ইনফেকশন বলে ৷ এই রকম বয়সে যেহেতু শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে নানা রকম সমস্যা হয়, সমস্যা থাকে, তার ফলে সাধারণ সংক্রমণও মারাত্মক হয়ে যেতে পারে যে কোনও সময় ৷ এই কারণে ওঁকে আমরা এখানে ভরতি করিয়েছি ৷ পুরো চেক আপ হবে ৷"

অ্যাকিউট যে প্রবলেম দেখা দিয়েছিল, তার যথাযথ চিকিৎসার জন্য কবিকে ভরতি করানো হয়েছে ৷ চিকিৎসায় তিনি ভালো রকম সাড়া দিয়েছেন ৷ তিনি এখন অনেকটাই ভালো আছেন ৷ তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার অনেকটা ইমপ্রুভ করেছে ৷ এই কথা জানিয়ে বুধবার চিকিৎসক চিন্ময়কুমার মাইতি আরও বলেছিলেন, "কবির নানা রকম সমস্যা রয়েছে ৷ চেস্ট রিলেটেড সমস্যা আছে ৷ একটু পারকিনসোনিয়ান ব্যাপার আছে ৷ একটু নিউরোলজিক্যাল ইস্যু আছে ৷তবে সব মিলিয়ে এখন যে সমস্যা চেস্টে ইনফেকশন, এটা ইমপ্রুভ করছে ৷ এখন উনি সুস্থ আছেন ৷ স্থিতিশীল আছেন ৷ আশা করছি আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে ১-২ সপ্তাহ সময় লাগবে ৷ এই অবস্থায় ফিরে আসতে ওঁর এখন বিশ্রামের প্রয়োজন ৷ কম বয়সে কারও চেস্টে ইনফেকশন হলে সাত দিন পরে সুস্থ হন তিনি, কিন্তু ওঁর ক্ষেত্রে অবশ্যই ২-৩ সপ্তাহ সময় লাগবে ৷"

বৃহস্পতিবার সন্ধ্যার পরে চিকিৎসক চিন্ময়কুমার মাইতির কাছে কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, " উনি এখন ভালো আছেন ৷ শারীরিক অবস্থা ইমপ্রুভ করছে ৷" হাসপাতালে যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তার কিছুটা যদি বাড়িতে ব্যবস্থা করা না হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে ৷ এই বিষয়টি দেখা হচ্ছে ৷ এ কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, "কত তাড়াতাড়ি কবিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে, সে'টা আমরা দেখছি ৷"

কলকাতা, ২4 জানুয়ারি : বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । বুকে সংক্রমণের কারণে গত ২১ জানুয়ারি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শরীরের বিভিন্ন প্যারামিটার যদি স্থিতিশীল থাকে তবে আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে ৷

২১ জানুয়ারি বেলা 12 টা 15 মিনিট নাগাদ মুকুন্দপুরের ওই হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ দীর্ঘদিন ধরে কবির চিকিৎসা করছেন চিকিৎসক চিন্ময়কুমার মাইতি ৷ কবির শারীরিক অবস্থার বিষয়ে বুধবার সংবাদমাধ্যমে ওই চিকিৎসক বলেছিলেন, " ২ থেকে ৩ দিন ধরে শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের জ্বর, কফ-কাশি, শ্বাসকষ্ট ছিল । এই অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ কবির বুকে সংক্রমণ হয়েছে ৷ যাকে চেস্ট ইনফেকশন বলে ৷ এই রকম বয়সে যেহেতু শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে নানা রকম সমস্যা হয়, সমস্যা থাকে, তার ফলে সাধারণ সংক্রমণও মারাত্মক হয়ে যেতে পারে যে কোনও সময় ৷ এই কারণে ওঁকে আমরা এখানে ভরতি করিয়েছি ৷ পুরো চেক আপ হবে ৷"

অ্যাকিউট যে প্রবলেম দেখা দিয়েছিল, তার যথাযথ চিকিৎসার জন্য কবিকে ভরতি করানো হয়েছে ৷ চিকিৎসায় তিনি ভালো রকম সাড়া দিয়েছেন ৷ তিনি এখন অনেকটাই ভালো আছেন ৷ তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার অনেকটা ইমপ্রুভ করেছে ৷ এই কথা জানিয়ে বুধবার চিকিৎসক চিন্ময়কুমার মাইতি আরও বলেছিলেন, "কবির নানা রকম সমস্যা রয়েছে ৷ চেস্ট রিলেটেড সমস্যা আছে ৷ একটু পারকিনসোনিয়ান ব্যাপার আছে ৷ একটু নিউরোলজিক্যাল ইস্যু আছে ৷তবে সব মিলিয়ে এখন যে সমস্যা চেস্টে ইনফেকশন, এটা ইমপ্রুভ করছে ৷ এখন উনি সুস্থ আছেন ৷ স্থিতিশীল আছেন ৷ আশা করছি আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে ১-২ সপ্তাহ সময় লাগবে ৷ এই অবস্থায় ফিরে আসতে ওঁর এখন বিশ্রামের প্রয়োজন ৷ কম বয়সে কারও চেস্টে ইনফেকশন হলে সাত দিন পরে সুস্থ হন তিনি, কিন্তু ওঁর ক্ষেত্রে অবশ্যই ২-৩ সপ্তাহ সময় লাগবে ৷"

বৃহস্পতিবার সন্ধ্যার পরে চিকিৎসক চিন্ময়কুমার মাইতির কাছে কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, " উনি এখন ভালো আছেন ৷ শারীরিক অবস্থা ইমপ্রুভ করছে ৷" হাসপাতালে যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তার কিছুটা যদি বাড়িতে ব্যবস্থা করা না হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে ৷ এই বিষয়টি দেখা হচ্ছে ৷ এ কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, "কত তাড়াতাড়ি কবিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে, সে'টা আমরা দেখছি ৷"

Intro:কলকাতা, ২৩ জানুয়ারি: বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ (৮৭)-এর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বুকে সংক্রমণের কারণে গত ২১ জানুয়ারি থেকে মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বেসরকারি ওই হাসপাতাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যার পরে জানানো হয়েছে, শরীরের বিভিন্ন প্যারামিটার যদি স্থিতিশীল থাকে তবে আগামীকাল, শুক্রবার এই কবিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।


Body:গত মঙ্গলবার, ২১ জানুয়ারি বেলা সওয়া ১২টা নাগাদ মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে বিশিষ্ট কবি শঙ্খ ঘোষকে ভরতি করানো হয়েছে। দীর্ঘদিন ধরে কবির চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন চিকিৎসক চিন্ময়কুমার মাইতি। কবির শারীরিক অবস্থার বিষয়ে গতকাল, বুধবার সংবাদমাধ্যমে এই চিকিৎসক বলেছেন, "২-৩ দিন ধরে শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের জ্বর, কফ-কাশি, শ্বাসকষ্ট ছিল। এই অবস্থায় এই হাসপাতালে কবিকে ভরতি করানো হয়েছে। কবির বুকে সংক্রমণ ঘটেছে। যাকে চেস্ট ইনফেকশন বলে। এই রকম বয়সে যেহেতু শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে নানা রকম সমস্যা হয়, সমস্যা থাকে, তার ফলে সাধারণ সংক্রমণ মারাত্মক হয়ে যেতে পারে যে কোনও সময়। এই কারণে ওনাকে আমরা এখানে ভরতি করিয়েছি। পুরো চেক আপ হবে।"

অ্যাকিউট যে প্রবলেম দেখা দিয়েছিল, তার যথাযথ চিকিৎসার জন্য কবিকে ভরতি করানো হয়েছে। চিকিৎসায় তিনি ভালো রকম সাড়া দিয়েছেন। তিনি এখন অনেকটাই ভালো আছেন। তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার অনেকটা ইমপ্রুভ করেছে। এই কথা জানিয়ে গতকাল, বুধবার চিকিৎসক চিন্ময়কুমার মাইতি বলেছেন, "কবির নানা রকম সমস্যা রয়েছে। চেস্ট রিলেটেড সমস্যা আছে, একটু পারকিনসোনিয়ান ব্যাপার আছে, একটু নিউরোলজিক্যাল ইস্যু আছে। ওভার অল এখন যে সমস্যা চেস্টে ইনফেকশন, এটা ইমপ্রুভ করছে। এখন উনি সুস্থ আছেন। স্থিতিশীল আছেন।" বুধবার এই চিকিৎসক বলেছেন, "বুকে সংক্রমণ নিয়ে কবিকে ভর্তি করানো হয়েছে। ক্রনিক ব্রংকাইটিসের সমস্যা আছে। এই জন্য বিষয়টি অনেক সময় সিরিয়াস হয়ে যায়। এছাড়া ওনার কিছু নিউরোলজিক্যাল সমস্যা আছে। এটা নিয়ে পুরো অ্যাসেসমেন্ট করা হচ্ছে নিউরোলজি এবং ফিজিও থেরাপিস্টদের দিক থেকে, যাতে চলাফেরায় কোনও সমস্যা না হয়। এর ফলে খেতেও অসুবিধা হচ্ছিল। এটা আমরা অ্যাসেস করে দেখছি।" বুধবার তিনি বলেছেন, "আশা করছি আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে ১-২ সপ্তাহ সময় লাগবে। এই অবস্থায় ফিরে আসতে ওনার এখন বিশ্রামের প্রয়োজন। কম বয়সে কারও চেস্টে ইনফেকশন হলে সাত দিন পরে সুস্থ হন তিনি, ওনার (কবি) ক্ষেত্রে অবশ্যই ২-৩ সপ্তাহ সময় লাগবে।"



Conclusion:বৃহস্পতিবার সন্ধ্যার পরে চিকিৎসক চিন্ময়কুমার মাইতির কাছে কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "উনি এখন ভালো আছেন। শারীরিক অবস্থা ইমপ্রুভ করছে।" হাসপাতালে যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তার কিছুটা যদি বাড়িতে ব্যবস্থা করা না হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়টি দেখা হচ্ছে। এ কথা জানিয়ে এই চিকিৎসক বলেন, "কত তাড়াতাড়ি কবিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে, সেটা আমরা দেখছি।" যদিও, বৃহস্পতিবার সন্ধ্যার পরে বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাঁর শারীরিক অবস্থা ইমপ্রুভ করছে। শরীরের বিভিন্ন প্যারামিটার যদি স্থিতিশীল থাকে, তবে, আগামীকাল, শুক্রবার কবি শঙ্খ ঘোষকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।
_______
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.