কলকাতা, 18 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি কলকাতার মণ্ডপ উদ্বোধনে ব্যস্ত, তখন দুর্গাপুজো আয়োজন নিয়ে কোমর বেঁধে নেমেছে রাজ্য BJP-ও৷ আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোরোনা আবহে জনসংযোগের হাতিয়ার হিসেবে দুর্গাপুজোকেই আপাতত বেছে নেওয়া হয়েছে৷ বিধাননগরে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) দুর্গাপুজোর আয়োজন করছে রাজ্য BJP-র মহিলা মোর্চা৷ BJP-র রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মহাষষ্ঠীর দিন নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে EZCC-তে৷ রাজ্যের আরও অন্তত 10টি পুজোমণ্ডপেও তা সরাসরি দেখানো হবে৷ সেই মণ্ডপ কোনওগুলি, এখন তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে৷ এর পাশাপাশি পুজোয় মোদির বার্তা দেখাতে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানোর পরিকল্পনাও রয়েছে গেরুয়া শিবিরের৷
তবে EZCC-তে মহিলা মোর্চার দুর্গাপুজো ঘিরে শুরু হয়েছে আরেক জল্পনা৷ মাঝেমধ্যেই গেরুয়া শিবিরের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ছড়িয়ে পড়ে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম৷ রাজনীতিতে যোগদান নিয়ে অবশ্য নিজে কিছুই বলেননি মহারাজ৷ তিনি সম্প্রতি বলেছিলেন, বিষয়টা অনেকটা পুজো আসা ও চলে যাওয়ার মতো৷ তা সত্ত্বেও জল্পনা থামেনি৷ এবার BJP-র পুজোর সঙ্গেও সৌরভকে ঘিরে জল্পনা শুরু হয়েছে৷ কেন না, নরেন্দ্র মোদি যেদিন ভাষণ দেবেন, পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে সেদিন EZCC-তে নৃত্য়ানুষ্ঠান রয়েছে সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষামঞ্জরীর৷ জল্পনায় ইন্ধন দিচ্ছে এই বিষয়টিই৷ যদিও সৌরভ-ঘনিষ্ঠদের মতে, এর সঙ্গে রাজনীতির কোনও বিষয় নেই৷ খ্যাতনামা ওড়িশি নৃত্যশিল্পী হিসেবেই ওখানে অনুষ্ঠান করবেন ডোনা৷
দুর্গাপুজো আয়োজন ঘিরে BJP-তেও বিভাজনের ইঙ্গিত মিলেছে৷ বর্তমানে কোরোনা আক্রান্ত BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ হাসপাতালে ভরতি হওয়ার আগে তিনি বলেছিলেন, এই পুজোয় সরাসরি BJP-র যোগ নেই৷ যদিও সূত্রের খবর, এই পুজো আয়োজনে তৎপর কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সব্যসাচী দত্তরা৷