কলকাতা, 17 জানুয়ারি : শহরের রাস্তায় জঞ্জাল পড়ে থাকার অভিযোগ পেয়ে খানিকটা বিপাকেই পড়লেন পুরমন্ত্রী । কলকাতা পৌরনিগমের টক টু কেএমসি-তে 98 নম্বর ওয়ার্ড থেকে এক নাগরিক ফোন করে অভিযোগ করেন, নেতাজি নগর কলোনি এলাকায় পুলিশ কোয়ার্টারের পাশে ও বৃদ্ধাবাসের মধ্যে কলকাতা পৌরনিগমের একটি রাস্তা আছে । সেই রাস্তায় আগে একটি ময়লার ভ্যাট ছিল । পরে পাশেই একটি কম্পেক্টর স্টেশন তৈরি করা হয় ও ভ্যাটটি তুলে দেওয়া হয় । তারপরও ওই রাস্তার উপরে 24 ঘণ্টা রাস্তায় আবর্জনা পড়ে থাকে । ওই ব্যক্তি অভিযোগ করে জানিয়েছেন দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়েছে । এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না । খাস কলকাতাতেই রাস্তার উপরে আবর্জনা স্তূপের অভিযোগ পেয়ে অস্বস্তিতে পড়েন পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
আরও পড়ুন : আসন সমঝোতা নিয়ে শুরু বাম-কংগ্রেস বৈঠক
অভিযোগকারী জানিয়েছেন, এলাকাতে একটি ব্লাইন্ড রয়েছে। সেইখানেই কলকাতা পৌরনিগম কম্পেক্টর তৈরি করেছে । ওই কম্পেক্টর স্টেশনের পাশে একটি স্থানীয় ক্লাব রয়েছে । কিন্তু পুলিশ বসে কম্পেক্টর স্টেশন বন্ধ করে দেওয়া হয় । ফলে সমস্ত আবর্জনা এসে জমতে থাকে এই রাস্তার উপরে । এমন অভিযোগ পাওয়ার পরই আধিকারিকদের প্রশ্ন করে পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । কী কারণে কম্পেক্টর স্টেশন বন্ধ রয়েছে তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের জিজ্ঞাসাবাদ করেন তিনি । খোদ কলকাতা শহরের একটি রাস্তায় কম্পেক্টর স্টেশন থাকা সত্ত্বেও কেন রাস্তা বন্ধ করে সেখানে জঞ্জালের স্তূপ বানানো হচ্ছে সেই বিষয়ে খোঁজখবর করে রিপোর্ট জমা দিতে বলেছেন ফিরহাদ ।
ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, "কলকাতা পৌরনিগমের প্রায় 30 হাজার কর্মী কাজ করেন । তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও কাজে ব্যস্ত ৷ কোরোনার সময় তাঁরা যথেষ্ট দায়িত্বের সঙ্গে কাজ করেছেন । সেই সময় 12 জন কর্মী মারাও গিয়েছিলেন ।" তবে গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়ে তিনি বলেন, "কিছু কিছু কর্মীরা ঠিক মতো তাঁদের দায়িত্ব পালন করেন না । দ্রুত সেই সমস্যা সমাধান হবে ৷"