ETV Bharat / city

Mamata Banerjee flight turbulence : মুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা - Mamata Banerjee flight turbulence

উত্তরপ্রদেশ থেকে ফেরার সময় বিমান দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল (High Court In Mamata Banerjee flight turbulence Case )।

Mamata Banerjee flight turbulence
মুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Mar 10, 2022, 8:19 PM IST

কলকাতা, 10 মার্চ: উত্তরপ্রদেশ থেকে ফেরার সময় বিমান দুর্ঘটনার কবলে পরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রকৃত তদন্ত চেয়ে বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

মামলাকারী বিপ্লব চৌধুরীর অভিযোগ 2016 সালে একইভাবে দুর্ঘটনার কবলে পরেছিলেন তিনি। তারপর তদন্ত চেয়ে নেতাজি সুভাষ বিমানবন্দর থানায় একটি এফআইআর করা হয়। রাজ্য পুলিশ আজও তার কোন তদন্ত করেনি। তাই সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার প্রকৃত তদন্তের জন্য আদালত হস্তক্ষেপ করুক।

কী ঘটেছিল সে দিন, তারও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, আমার বিমান যখন কলকাতায় ফিরছিল, তখন হঠাৎই যাত্রাপথে আরেকটি বিমান এসে যায় । ওই বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতেই মুখ্যমন্ত্রীর বিমানটিকে পাইলট 8000 ফিট নিচে নিয়ে আসেন । আর সে সময় প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় । তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোমরে, বুকে ও পিঠে আঘাত পান (Mamata Banerjee flight turbulence)।

আরও পড়ুন: মুখোমুখি প্লেন এসে যাওয়াতেই বিপত্তি, বিমান দুর্বিপাক নিয়ে মুখ খুললেন মমতা

যদিও বিমানবন্দরের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে আবহাওয়া খারাপ থাকার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু এই ঘটনার তদন্ত চেয়ে এদিন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল।

কলকাতা, 10 মার্চ: উত্তরপ্রদেশ থেকে ফেরার সময় বিমান দুর্ঘটনার কবলে পরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রকৃত তদন্ত চেয়ে বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

মামলাকারী বিপ্লব চৌধুরীর অভিযোগ 2016 সালে একইভাবে দুর্ঘটনার কবলে পরেছিলেন তিনি। তারপর তদন্ত চেয়ে নেতাজি সুভাষ বিমানবন্দর থানায় একটি এফআইআর করা হয়। রাজ্য পুলিশ আজও তার কোন তদন্ত করেনি। তাই সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার প্রকৃত তদন্তের জন্য আদালত হস্তক্ষেপ করুক।

কী ঘটেছিল সে দিন, তারও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, আমার বিমান যখন কলকাতায় ফিরছিল, তখন হঠাৎই যাত্রাপথে আরেকটি বিমান এসে যায় । ওই বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতেই মুখ্যমন্ত্রীর বিমানটিকে পাইলট 8000 ফিট নিচে নিয়ে আসেন । আর সে সময় প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় । তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোমরে, বুকে ও পিঠে আঘাত পান (Mamata Banerjee flight turbulence)।

আরও পড়ুন: মুখোমুখি প্লেন এসে যাওয়াতেই বিপত্তি, বিমান দুর্বিপাক নিয়ে মুখ খুললেন মমতা

যদিও বিমানবন্দরের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে আবহাওয়া খারাপ থাকার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু এই ঘটনার তদন্ত চেয়ে এদিন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.