ETV Bharat / city

PIL against Lal Singh Chaddha আমিরের লাল সিং চড্ডার বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে - জনস্বার্থ মামলা

বলিউড অভিনেতা আমির খান ও করিনা কাপুরের লাল সিংহ চড্ডা (PIL against Lal Singh Chaddha) ছবিটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে (Lal Singh Chaddha)৷ এই অভিযোগে ছবিটির স্ক্রিনিং বন্ধ করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)৷

PIL in Calcutta High Court in demand of banning Lal Singh Chaddha
আমিরের লাল সিং চড্ডার বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
author img

By

Published : Aug 22, 2022, 5:08 PM IST

কলকাতা, 22 অগস্ট: ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan) ও করিনা কাপুর অভিনীত 'লাল সিং চড্ডা' (PIL against Lal Singh Chaddha)। সেই কারণে এই ছবির স্ক্রিনিং বন্ধ বা নিষিদ্ধ করা হোক (Lal Singh Chaddha)৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা । মামলাটি করেছেন ভারতীয় জনতা পার্টির সদস্য আইনজীবী নাজিয়া ইলাহি খান (Calcutta High Court)।

আমির খান অভিনিত এই ছবি ইতিমধ্যেই দেশের অন্য বেশ কয়েকটি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে । পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শন করা হলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে গত সপ্তাহে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন নাজিয়া ইলাহি খান । আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে । 11 অগস্ট মুক্তি পেয়েছে ছবিটি ।

আরও পড়ুন: 'লাল সিং চড্ডা'-র মুক্তির আগে অন্য কাজ শুরু করবেন না আমির ?

এই ছবির মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে দাবি উঠেছে বিভিন্ন মহলে । তারপরই লাল সিং চাড্ডা ছবিটি বয়কটের ডাক দেওয়া হয় বিভিন্ন রাজ্যে । একইসঙ্গে এ রাজ্যেও ছবিটি দেখানো বন্ধ করার দাবি জানিয়েছেন মামলাকারী । এই ছবি বক্স অফিসেও বিশেষ সাড়া ফেলতে পারেনি ৷

কলকাতা, 22 অগস্ট: ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan) ও করিনা কাপুর অভিনীত 'লাল সিং চড্ডা' (PIL against Lal Singh Chaddha)। সেই কারণে এই ছবির স্ক্রিনিং বন্ধ বা নিষিদ্ধ করা হোক (Lal Singh Chaddha)৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা । মামলাটি করেছেন ভারতীয় জনতা পার্টির সদস্য আইনজীবী নাজিয়া ইলাহি খান (Calcutta High Court)।

আমির খান অভিনিত এই ছবি ইতিমধ্যেই দেশের অন্য বেশ কয়েকটি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে । পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শন করা হলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে গত সপ্তাহে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন নাজিয়া ইলাহি খান । আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে । 11 অগস্ট মুক্তি পেয়েছে ছবিটি ।

আরও পড়ুন: 'লাল সিং চড্ডা'-র মুক্তির আগে অন্য কাজ শুরু করবেন না আমির ?

এই ছবির মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে দাবি উঠেছে বিভিন্ন মহলে । তারপরই লাল সিং চাড্ডা ছবিটি বয়কটের ডাক দেওয়া হয় বিভিন্ন রাজ্যে । একইসঙ্গে এ রাজ্যেও ছবিটি দেখানো বন্ধ করার দাবি জানিয়েছেন মামলাকারী । এই ছবি বক্স অফিসেও বিশেষ সাড়া ফেলতে পারেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.