ETV Bharat / city

বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে দায়ের হল জনস্বার্থ মামলা ।

visva bharati university
জনস্বার্থ মামলা
author img

By

Published : Aug 18, 2020, 9:38 PM IST

কলকাতা 18 আগস্ট: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল । বহিরাগতরা কীভাবে ভিতরে ঢুকে ভাঙচুর চালাল ? হাইকোর্টের নজরদারিতে তার তদন্ত চেয়ে আবেদন জানানো হয়েছে ।

মামলা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার । তাঁর দাবি, কীভাবে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল ও পাঁচিল ভেঙে দেওয়া হল, সেই বিষয়ে তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে একটা বিশেষ কমিটি গঠন করা হোক । কমিটি খতিয়ে দেখুক সেই দিন ঠিক কী হয়েছিল । মামলাকারীর বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের অশান্তির ঘটনা ঘটেছিল তখন হাইকোর্টের তরফে পুলিশ পিকেটিং সহ অন্যান্য নির্দেশ দেওয়া হয়েছিল । বিশ্বভারতীর মতো নামী বিশ্ববিদ্যালয়ে কীভাবে বহিরাগতরা ঢুকে ভাঙচুর চালাল, সেই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী ।

পরিবেশ আদালতের নির্দেশে পৌষ মেলার মাঠে পাঁচিল তোলা হচ্ছিল বলে বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি। কিন্তু স্থানীয়রা গিয়ে জোর করে সেই পাঁচিল ভেঙে দেয় বলে অভিযোগ । উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর ।

কলকাতা 18 আগস্ট: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল । বহিরাগতরা কীভাবে ভিতরে ঢুকে ভাঙচুর চালাল ? হাইকোর্টের নজরদারিতে তার তদন্ত চেয়ে আবেদন জানানো হয়েছে ।

মামলা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার । তাঁর দাবি, কীভাবে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল ও পাঁচিল ভেঙে দেওয়া হল, সেই বিষয়ে তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে একটা বিশেষ কমিটি গঠন করা হোক । কমিটি খতিয়ে দেখুক সেই দিন ঠিক কী হয়েছিল । মামলাকারীর বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের অশান্তির ঘটনা ঘটেছিল তখন হাইকোর্টের তরফে পুলিশ পিকেটিং সহ অন্যান্য নির্দেশ দেওয়া হয়েছিল । বিশ্বভারতীর মতো নামী বিশ্ববিদ্যালয়ে কীভাবে বহিরাগতরা ঢুকে ভাঙচুর চালাল, সেই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী ।

পরিবেশ আদালতের নির্দেশে পৌষ মেলার মাঠে পাঁচিল তোলা হচ্ছিল বলে বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি। কিন্তু স্থানীয়রা গিয়ে জোর করে সেই পাঁচিল ভেঙে দেয় বলে অভিযোগ । উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী চত্বর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.