কলকাতা, 1 জুলাই : বেসরকারি বাস মালিকরা যাতেরাস্তায় বাস নামায় সেই ব্যাপারে নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট । এই আর্জি জানিয়েকলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন এক আইনজীবী । প্রধান বিচারপতি টি বি এনরাধাকৃষ্ণণ ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে আজ ।মামলার আবেদনে বলা হয়েছে, ভাড়াবাড়ানোর ব্যাপারে একদিকে অনড় মালিকরা ।
অন্য দিকে মালিকরা যাতে রাস্তায় বাসনামায় সেই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন সরকার তথা মুখ্যমন্ত্রী । দুই পক্ষের এইরেষারেষিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । তাই অবিলম্বে যাতে সমস্যার সমাধান করাযায় তার জন্য হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট ।মামলাকারীআইনজীবী রমাপ্রসাদ সরকার তার আবেদন জানিয়েছেন, হাইকোর্ট একটি কমিটি গঠন করে দিক । ওইকমিটি সরকারি ও বেসরকারি বাস মালিকদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেসমস্যার সমাধান করবে ।
মুখ্যমন্ত্রী বাস মালিকদের মাসে 15 হাজার টাকা করে আগামী তিন মাস দেওয়ারকথা ঘোষণা করেছেন । তা সত্ত্বেও সাধারণ মানুষের সঙ্গে সহযোগিতা করছেন না বেসরকারিবাস মালিকরা । এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তার জন্য হস্তক্ষেপ করুক হাইকোর্ট। বিভিন্ন বাস মালিক সংগঠনগুলোর সঙ্গে পরিবহন দপ্তরের একাধিকবার বৈঠক হয়েছে ।কিন্তু বেসরকারি বাসের ভাড়া সংক্রান্ত ব্যাপারে সমস্যার সমাধান হয়নি ।