ETV Bharat / city

মমতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হোক, আবেদন সুপ্রিম কোর্টে - supreme court

ভারাকি তাঁর আবেদনে অভিযোগ করেছেন, সংবিধানের তৃতীয় শিডিউল অনুসারে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে কোনও ব্যক্তিকে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার শপথ নিতে হয় । কিন্তু CAA ইশুতে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের যে দাবি মমতা করেছেন, তা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী ।

petition filed in Supreme Court
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 7, 2020, 5:49 AM IST

দিল্লি, 7 জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য সোমবার সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেন এক ব্যক্তি । ভারাকি নাম ওই ব্যক্তি তাঁর আবেদনে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে 'দেশবিরোধী' মন্তব্য করার জন্য মমতাকে তাঁর পদ থেকে অপসারণ করা হোক । এজন্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত ।

সম্প্রতি কলকাতায় এক সভায় মমতা দাবি তুলেছিলেন, CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) - এর পেছনে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণের আদৌ সমর্থন রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার জন্য রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক । তাঁর সেই দাবিকে অবশ্য বিরোধী কোনও রাজনৈতিক দল সমর্থন করেনি ।

ভারাকি তাঁর আবেদনে অভিযোগ করেছেন, সংবিধানের তৃতীয় শিডিউল অনুসারে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে কোনও ব্যক্তিকে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার শপথ নিতে হয় । কিন্তু CAA ইশুতে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের যে দাবি মমতা করেছেন, তা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী । তাঁর ওই মন্তব্য সংবিধান বিরোধী । তাই তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে নির্দেশ দিক শীর্ষ আদালত ।

দিল্লি, 7 জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য সোমবার সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেন এক ব্যক্তি । ভারাকি নাম ওই ব্যক্তি তাঁর আবেদনে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে 'দেশবিরোধী' মন্তব্য করার জন্য মমতাকে তাঁর পদ থেকে অপসারণ করা হোক । এজন্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত ।

সম্প্রতি কলকাতায় এক সভায় মমতা দাবি তুলেছিলেন, CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) - এর পেছনে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণের আদৌ সমর্থন রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার জন্য রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক । তাঁর সেই দাবিকে অবশ্য বিরোধী কোনও রাজনৈতিক দল সমর্থন করেনি ।

ভারাকি তাঁর আবেদনে অভিযোগ করেছেন, সংবিধানের তৃতীয় শিডিউল অনুসারে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে কোনও ব্যক্তিকে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার শপথ নিতে হয় । কিন্তু CAA ইশুতে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের যে দাবি মমতা করেছেন, তা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী । তাঁর ওই মন্তব্য সংবিধান বিরোধী । তাই তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে নির্দেশ দিক শীর্ষ আদালত ।

New Delhi, Jan 06 (ANI): While addressing a press conference in the national capital on January 06, Public Relations Office (PRO) of Delhi Police, Mandeep Singh Randhawa spoke on JNU violence. He said, "Normally, police deployment is only in the administration block, and the scuffle took place away from that area. Around 07:45 pm, we were requested by JNU administration and then we entered the University and carried out a flag march." "FIR has been lodged in the matter. Investigation is underway. Footage is being collected. Total 34 persons were injured and all 34 have been discharged from AIIMS Trauma Centre," PRO added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.