ETV Bharat / city

প্রশিক্ষিতরা নয়, SSC কাউন্সেলিংয়ে ডাক পেলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী ! - councelling

14 জন চাকরিপ্রার্থীকে SSC-র কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী এক মাসের মধ্যেই ওই চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিয়েছে আদালত ।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jun 10, 2019, 8:06 PM IST

কলকাতা, 10 জুন: 14 জন চাকরিপ্রার্থীকে SSC-র কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি মৌসুমি ভট্টাচার্য আজ এই নির্দেশ দিয়েছেন । আগামী এক মাসের মধ্যেই ওই চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিয়েছে আদালত ।

আজ আইনজীবী অনিন্দ্য বসু জানান, 2016-র স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় বসেন ষষ্ঠীসুন্দর মুড়া-সহ 14 জন চাকরিপ্রার্থী । তাঁদের সকলেরই বিষয় ছিল ভূগোল । 14 জন চাকরিপ্রার্থী প্রশিক্ষণপ্রাপ্ত ও TET পরীক্ষায় উত্তীর্ণ হন । 2016 সালের SSC নিয়োগ পরীক্ষার কাউন্সেলিং শুরু হয়েছে । অরুণ সরকার নামে এক চাকরিপ্রার্থীকে ভূগোলের কাউন্সেলিংয়ে ডেকেছে SSC । কিন্তু ওই ব্যক্তির কোনও প্রশিক্ষণ নেই । এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা দায়ের করেন ষষ্ঠীসুন্দর মুড়া-সহ 14 জন চাকরিপ্রার্থী । সেই মামলার শুনানিতেই এই 14 জন প্রশিক্ষণপ্রাপ্ত ও TET উত্তীর্ণ প্রার্থীদের আগামী চার সপ্তাহের মধ্যে SSC-র কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

এই সংক্রান্ত আরও খবর : পরবর্তী টেট কবে ? আগামী বৃহস্পতিবার হাইকোর্টে জানাতে পারে রাজ্য

মামলার শুনানি চলাকালীন আইনজীবী অনিন্দ্য বসু বলেন, "NCTE-র নির্দেশিকা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতদের আগে নিয়োগ করতে হবে । তারপর যদি সুযোগ থাকে, তবেই প্রশিক্ষণহীনরা সুযোগ পাবেন । এক্ষেত্রে কমিশন NCTE-র নির্দেশিকা লঙ্ঘন করেছে ।" যদিও এই বিষয়ে SSC-র আইনজীবী কনককিরণ বন্দ্যোপাধ্যায় আদালতে কোনও মন্তব্য করেননি । শুনানি শেষে বিচারপতি কমিশনের আইনজীবীকে আগামী চার সপ্তাহের মধ্যে ষষ্ঠীসুন্দর মুড়া সহ 14 জনকে কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দেন ।

কলকাতা, 10 জুন: 14 জন চাকরিপ্রার্থীকে SSC-র কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি মৌসুমি ভট্টাচার্য আজ এই নির্দেশ দিয়েছেন । আগামী এক মাসের মধ্যেই ওই চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিয়েছে আদালত ।

আজ আইনজীবী অনিন্দ্য বসু জানান, 2016-র স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় বসেন ষষ্ঠীসুন্দর মুড়া-সহ 14 জন চাকরিপ্রার্থী । তাঁদের সকলেরই বিষয় ছিল ভূগোল । 14 জন চাকরিপ্রার্থী প্রশিক্ষণপ্রাপ্ত ও TET পরীক্ষায় উত্তীর্ণ হন । 2016 সালের SSC নিয়োগ পরীক্ষার কাউন্সেলিং শুরু হয়েছে । অরুণ সরকার নামে এক চাকরিপ্রার্থীকে ভূগোলের কাউন্সেলিংয়ে ডেকেছে SSC । কিন্তু ওই ব্যক্তির কোনও প্রশিক্ষণ নেই । এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা দায়ের করেন ষষ্ঠীসুন্দর মুড়া-সহ 14 জন চাকরিপ্রার্থী । সেই মামলার শুনানিতেই এই 14 জন প্রশিক্ষণপ্রাপ্ত ও TET উত্তীর্ণ প্রার্থীদের আগামী চার সপ্তাহের মধ্যে SSC-র কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

এই সংক্রান্ত আরও খবর : পরবর্তী টেট কবে ? আগামী বৃহস্পতিবার হাইকোর্টে জানাতে পারে রাজ্য

মামলার শুনানি চলাকালীন আইনজীবী অনিন্দ্য বসু বলেন, "NCTE-র নির্দেশিকা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতদের আগে নিয়োগ করতে হবে । তারপর যদি সুযোগ থাকে, তবেই প্রশিক্ষণহীনরা সুযোগ পাবেন । এক্ষেত্রে কমিশন NCTE-র নির্দেশিকা লঙ্ঘন করেছে ।" যদিও এই বিষয়ে SSC-র আইনজীবী কনককিরণ বন্দ্যোপাধ্যায় আদালতে কোনও মন্তব্য করেননি । শুনানি শেষে বিচারপতি কমিশনের আইনজীবীকে আগামী চার সপ্তাহের মধ্যে ষষ্ঠীসুন্দর মুড়া সহ 14 জনকে কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দেন ।

Intro:স্কুল সার্ভিস কমিশনকে ভুগোলের কিছু প্রার্থীকে কাউন্সেলিঙে ডাকার নির্দেশ হাইকোর্টের Body:মানস নস্কর---

স্কুল সার্ভিস কমিশনকে ভুগোলের ১৫ জন প্রার্থীকে কাউন্সেলিঙে সুযোগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কলকাতা ১০ জুনঃ
স্কুল সার্ভিস কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্যে ষষ্ঠী সুন্দর মুড়া সহ আরো ১৪ জন ভুগোল বিষয়ের প্রার্থীকে কাউন্সেলিং এ ডাকার নির্দেশ হাইকোর্টের। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য আজ এই নির্দেশ দিয়েছেন।

মামলাকারীদের তরফে আইনজীবী অনিন্দ বসু জানালেন, "ষষ্ঠী সুন্দর মুড়া সহ আরো ১৪ জন ভুগোলের প্রার্থী ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিলেন। যার কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। এরা প্রত্যেকেই টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত। কিন্ত অরুণ সরকার নামে এক জন সার্ভিস কমিশন কাউন্সেলিঙে ডেকেছে যার প্রশিক্ষণ নেই।এর বিরুদ্ধে গত এপ্রিল মাসে হাইকোর্টে কেস করেছিলেন আমার মক্কেলরা।আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর নির্দেশ আগামী চার সপ্তাহের মধ্যে এই প্রার্থীদের বিষয়টি বিবেচনার মধ্যে আনতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। "

আজ মামলার শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী অনিন্দ বসু বলেন, "NCTE র গাইড লাইন অনুয়ায়ী আগে প্রশিক্ষিতদের নিয়ে তারপর যদি সু যোগ থাকে তাহলে অপ্রশিক্ষিত দের ডাকতে পারে স্কুল সার্ভিস কমিশন। এই ক্ষেত্রে সেই নিয়োগ লংঘন করেছে স্কুল সার্ভিস কমিশন। " স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কনক কিরন বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কিছু বলেন নি।"শেষে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কনক কিরন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেন আগামী চার সপ্তাহের মধ্যে ষষ্ঠী সুন্দর মুড়া সহ আরো ১৪ জনকে যাতে কাউন্সেলিঙে সু যোগ দেওয়া হয় তার ব্যাবস্থা করতে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.