কলকাতা, 15 ডিসেম্বর : উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীত পড়ে গেছে । গতকাল রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত হয় । আজ থেকে দার্জিলিং শহরে হালকা বৃষ্টিও শুরু হয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিন ধরে । আর এসবের জন্যই উত্তরের ঠান্ডা হওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে । আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে । ফলে বাড়বে শীতের আমেজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেছে । বিনা বাধায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে রাজ্যে । তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 53 শতাংশ রয়েছে । আগামী দু'দিন 16 থেকে 17 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কলকাতায় ।
আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা বেশ খানিকটা কমবে । 2 থেকে 3 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কমবে । সকালের দিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় । এমন কী বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি । কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি ।