কলকাতা, 18 অক্টোবর : বিদেশের নানা কম্পানিতে যেত ফোন । অ্যামেরিকার একটি বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার নাম করে বলা হত, ওই সংস্থার তরফে দেওয়া হবে টেকনিকাল সাপোর্ট । সেভাবেই প্রতারণার জাল বিস্তার করেছিল তপসিয়ার একটি সংস্থা । অবশেষে নির্দিষ্ট অভিযোগের সূত্র ধরে গ্রেপ্তার করা হল চক্রের তিনজনকে ।
লালবাজার সূত্রে খবর, দিল্লিবাসী ভূপিন্দর সিং বিন্দ্রা সম্প্রতি অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় । তিনি অ্যামেরিকার ওই সংস্থার ভারতীয় এক কর্তা । দিল্লির বারাখাম্বা রোডে তাঁর অফিস রয়েছে । তিনি অভিযোগে বলেন, উইজ়ার্ড ই মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা অ্যামেরিকার ওই সংস্থার টেকনিকাল সাপোর্টের নামে বিদেশের বেশ কিছু সংস্থা এবং সাধারণ মানুষকে ঠকাচ্ছে । অভিযোগ পাওয়ার পর আজ সাতসকালে তল্লাশি চালানো হয় তপসিয়ার উইজ়ার্ড হাউজ়ে । সেখানে চলছিল একটি বেআইনি কল সেন্টার । কর্মীরা নিজেদের অ্যামেরিকার ওই সংস্থার টেকনিকাল এক্সপার্ট পরিচয় দিয়ে মূলত USA-র নাগরিকদের ঠকাচ্ছিল । ঘটনায় উইজ়ার্ড ই মার্কেটিংয়ের মালিক সিদ্ধার্থ বানথিয়াকে গ্রেপ্তার করেছে লালবাজার । ইশফাক আহমেদ এবং রিজওয়ান আলি নামে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার করা হয়েছে 6টি হার্ডডিস্ক এবং কিছু পেন ড্রাইভ । উদ্ধার করা হয়েছে বেশ কিছু ফোন নম্বর এবং ডাটাবেস । এই চক্রে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।