ETV Bharat / city

বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার নামে প্রতারণা, গ্রেপ্তার 3 - প্রতারণার অভিযোগ কলকাতায়

উইজ়ার্ড ই মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা অ্যামেরিকার ওই সংস্থার টেকনিকাল সাপোর্টের নামে বিদেশের বেশ কিছু সংস্থা এবং সাধারণ মানুষকে ঠকাচ্ছে । অভিযোগ পাওয়ার পর আজ সাতসকালে তল্লাশি চালানো হয় তপসিয়ার উইজ়ার্ড হাউজ়ে ।

ধৃত
author img

By

Published : Oct 18, 2019, 1:20 PM IST


কলকাতা, 18 অক্টোবর : বিদেশের নানা কম্পানিতে যেত ফোন । অ্যামেরিকার একটি বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার নাম করে বলা হত, ওই সংস্থার তরফে দেওয়া হবে টেকনিকাল সাপোর্ট । সেভাবেই প্রতারণার জাল বিস্তার করেছিল তপসিয়ার একটি সংস্থা । অবশেষে নির্দিষ্ট অভিযোগের সূত্র ধরে গ্রেপ্তার করা হল চক্রের তিনজনকে ।

লালবাজার সূত্রে খবর, দিল্লিবাসী ভূপিন্দর সিং বিন্দ্রা সম্প্রতি অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় । তিনি অ্যামেরিকার ওই সংস্থার ভারতীয় এক কর্তা । দিল্লির বারাখাম্বা রোডে তাঁর অফিস রয়েছে । তিনি অভিযোগে বলেন, উইজ়ার্ড ই মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা অ্যামেরিকার ওই সংস্থার টেকনিকাল সাপোর্টের নামে বিদেশের বেশ কিছু সংস্থা এবং সাধারণ মানুষকে ঠকাচ্ছে । অভিযোগ পাওয়ার পর আজ সাতসকালে তল্লাশি চালানো হয় তপসিয়ার উইজ়ার্ড হাউজ়ে । সেখানে চলছিল একটি বেআইনি কল সেন্টার । কর্মীরা নিজেদের অ্যামেরিকার ওই সংস্থার টেকনিকাল এক্সপার্ট পরিচয় দিয়ে মূলত USA-র নাগরিকদের ঠকাচ্ছিল । ঘটনায় উইজ়ার্ড ই মার্কেটিংয়ের মালিক সিদ্ধার্থ বানথিয়াকে গ্রেপ্তার করেছে লালবাজার । ইশফাক আহমেদ এবং রিজওয়ান আলি নামে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।


পুলিশ সূত্রে খবর, উদ্ধার করা হয়েছে 6টি হার্ডডিস্ক এবং কিছু পেন ড্রাইভ । উদ্ধার করা হয়েছে বেশ কিছু ফোন নম্বর এবং ডাটাবেস । এই চক্রে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।


কলকাতা, 18 অক্টোবর : বিদেশের নানা কম্পানিতে যেত ফোন । অ্যামেরিকার একটি বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার নাম করে বলা হত, ওই সংস্থার তরফে দেওয়া হবে টেকনিকাল সাপোর্ট । সেভাবেই প্রতারণার জাল বিস্তার করেছিল তপসিয়ার একটি সংস্থা । অবশেষে নির্দিষ্ট অভিযোগের সূত্র ধরে গ্রেপ্তার করা হল চক্রের তিনজনকে ।

লালবাজার সূত্রে খবর, দিল্লিবাসী ভূপিন্দর সিং বিন্দ্রা সম্প্রতি অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় । তিনি অ্যামেরিকার ওই সংস্থার ভারতীয় এক কর্তা । দিল্লির বারাখাম্বা রোডে তাঁর অফিস রয়েছে । তিনি অভিযোগে বলেন, উইজ়ার্ড ই মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা অ্যামেরিকার ওই সংস্থার টেকনিকাল সাপোর্টের নামে বিদেশের বেশ কিছু সংস্থা এবং সাধারণ মানুষকে ঠকাচ্ছে । অভিযোগ পাওয়ার পর আজ সাতসকালে তল্লাশি চালানো হয় তপসিয়ার উইজ়ার্ড হাউজ়ে । সেখানে চলছিল একটি বেআইনি কল সেন্টার । কর্মীরা নিজেদের অ্যামেরিকার ওই সংস্থার টেকনিকাল এক্সপার্ট পরিচয় দিয়ে মূলত USA-র নাগরিকদের ঠকাচ্ছিল । ঘটনায় উইজ়ার্ড ই মার্কেটিংয়ের মালিক সিদ্ধার্থ বানথিয়াকে গ্রেপ্তার করেছে লালবাজার । ইশফাক আহমেদ এবং রিজওয়ান আলি নামে আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।


পুলিশ সূত্রে খবর, উদ্ধার করা হয়েছে 6টি হার্ডডিস্ক এবং কিছু পেন ড্রাইভ । উদ্ধার করা হয়েছে বেশ কিছু ফোন নম্বর এবং ডাটাবেস । এই চক্রে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:কলকাতা, ১৮ অক্টোবর: বিদেশের নানা কোম্পানিতে যেত ফোন। বলা হতো মাইক্রোসফটের তরফে দেওয়া হবে টেকনিক্যাল সাপোর্ট। সেভাবেই প্রতারণার জাল বিস্তার করেছিল তপশিয়ার একটি সংস্থা। অবশেষে নির্দিষ্ট অভিযোগের সূত্র ধরে গ্রেপ্তার করা হল চক্রের তিন পান্ডাকে।Body:লালবাজার সূত্রে খবর, দিল্লিবাসী ভূপিন্দর সিং বিন্দ্রা সম্প্রতি অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায়। তিনি মাইক্রোসফট কর্পোরেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এটর্নি। দিল্লির বারাখাম্বা রোডে তার অফিস রয়েছে। তিনি অভিযোগে বলেন, উইজার্ড ই মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্টের নামে বিদেশের বেশ কিছু সংস্থা এবং সাধারণ মানুষকে ঠকাচ্ছে। অভিযোগ, পাওয়ার পর আজ সাতসকালে তল্লাশি চালানো হয় তপসিয়ার উইজার্ড হাউসে। সেখানে চলছিল একটি বেআইনি কল সেন্টার। কর্মীরা নিজেদের মাইক্রোসফট টেকনিক্যাল এক্সপার্ট পরিচয় দিয়ে মূলত USAর নাগরিকদের ঠকাচ্ছিল। ঘটনায় উইজার্ট ই মার্কেটিংয়ের মালিক সিদ্ধার্থ বানথিয়াকে গ্রেপ্তার করেছে লালবাজার। ঘটনা ইশফাক আহমেদ এবং রিজওয়ান আলি নামে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।
Conclusion:পুলিশ সূত্রের খবর এই ঘটনায় কোথায় করা হচ্ছে সঠিক হার্ডডিস্ক এবং কিছু পেনড্রাইভ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু ফোন নম্বর এবং ডাটাবেস। এই চক্রে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.