কলকাতা, 18 ডিসেম্বর : রেলকর্মীদের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা । গতকাল সকাল 10টা নাগাদ ঢাকুরিয়া স্টেশনের কাছে রেললাইনে কয়েকটি পেন্ডাল ক্লিপ খোলা ছিল ৷ রেল লাইন যেগুলি দিয়ে জোড়া থাকে সেগুলি হল পেন্টাল ক্লিপ ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ । পুলিশের অনুমান, চেষ্টা হয়েছিল বড় ধরনের নাশকতার । রেল পুলিশকে তদন্তে সাহায্য করতে প্রস্তুত লালবাজার । কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনার সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভরত আন্দোলনকারীদের কোনও হাত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।
রেল পুলিশ সূত্রে খবর, আজ ঢাকুরিয়া স্টেশনের কাছে আপ ও ডাউন দু'টি লাইনেই পেন্ডাল ক্লিপ খোলা ছিল । রেলকর্মীরাই প্রথম দেখতে পান ৷ তৎপরতার সঙ্গে লাইনে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয় । সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল । খবর দেওয়া হয় ঢাকুরিয়া স্টেশন মাস্টারকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রেলের ইঞ্জিনিয়ার এবং গ্যাংম্যানরা । লাইন মেরামতির কাজ শুরু হয় । পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।
রেল পুলিশ মনে করছে, এই ঘটনার পিছনে লুকিয়ে আছে বড়োসড়ো নাশকতার ছক । সূত্রের খবর, বালিগঞ্জ GRP থানার পুলিশকে তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে লালবাজার ।