ETV Bharat / city

লাইনের পেন্ডাল ক্লিপ খোলা, ঢাকুরিয়ায় নাশকতার ছক, অনুমান রেল পুলিশের - ঢকুয়ারিয়া স্টেশনের কাছে লাইনে পেন্ডাল ক্লিপ খোলা

গতকাল সকাল 10 টা নাগাদ ঢাকুরিয়া স্টেশনের কাছে রেললাইনে কয়েকটি পেন্ডাল ক্লিপ খোলা ছিল ৷  ঘটনার তদন্তে রেল পুলিশ । পুলিশের অনুমান চেষ্টা হয়েছিল বড় ধরনের নাশকতার । রেলপুলিশকে তদন্তে সাহায্য করতে প্রস্তুত লালবাজার ।

pendal clip of Up and and down line near Dhakuria station opend, investigation going on
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 18, 2019, 9:32 AM IST

Updated : Dec 18, 2019, 10:37 AM IST

কলকাতা, 18 ডিসেম্বর : রেলকর্মীদের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা । গতকাল সকাল 10টা নাগাদ ঢাকুরিয়া স্টেশনের কাছে রেললাইনে কয়েকটি পেন্ডাল ক্লিপ খোলা ছিল ৷ রেল লাইন যেগুলি দিয়ে জোড়া থাকে সেগুলি হল পেন্টাল ক্লিপ ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ । পুলিশের অনুমান, চেষ্টা হয়েছিল বড় ধরনের নাশকতার । রেল পুলিশকে তদন্তে সাহায্য করতে প্রস্তুত লালবাজার । কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনার সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভরত আন্দোলনকারীদের কোনও হাত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

রেল পুলিশ সূত্রে খবর, আজ ঢাকুরিয়া স্টেশনের কাছে আপ ও ডাউন দু'টি লাইনেই পেন্ডাল ক্লিপ খোলা ছিল । রেলকর্মীরাই প্রথম দেখতে পান ৷ তৎপরতার সঙ্গে লাইনে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয় । সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল । খবর দেওয়া হয় ঢাকুরিয়া স্টেশন মাস্টারকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রেলের ইঞ্জিনিয়ার এবং গ্যাংম্যানরা । লাইন মেরামতির কাজ শুরু হয় । পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

রেল পুলিশ মনে করছে, এই ঘটনার পিছনে লুকিয়ে আছে বড়োসড়ো নাশকতার ছক । সূত্রের খবর, বালিগঞ্জ GRP থানার পুলিশকে তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে লালবাজার ।

কলকাতা, 18 ডিসেম্বর : রেলকর্মীদের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা । গতকাল সকাল 10টা নাগাদ ঢাকুরিয়া স্টেশনের কাছে রেললাইনে কয়েকটি পেন্ডাল ক্লিপ খোলা ছিল ৷ রেল লাইন যেগুলি দিয়ে জোড়া থাকে সেগুলি হল পেন্টাল ক্লিপ ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ । পুলিশের অনুমান, চেষ্টা হয়েছিল বড় ধরনের নাশকতার । রেল পুলিশকে তদন্তে সাহায্য করতে প্রস্তুত লালবাজার । কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনার সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভরত আন্দোলনকারীদের কোনও হাত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

রেল পুলিশ সূত্রে খবর, আজ ঢাকুরিয়া স্টেশনের কাছে আপ ও ডাউন দু'টি লাইনেই পেন্ডাল ক্লিপ খোলা ছিল । রেলকর্মীরাই প্রথম দেখতে পান ৷ তৎপরতার সঙ্গে লাইনে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয় । সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল । খবর দেওয়া হয় ঢাকুরিয়া স্টেশন মাস্টারকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রেলের ইঞ্জিনিয়ার এবং গ্যাংম্যানরা । লাইন মেরামতির কাজ শুরু হয় । পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

রেল পুলিশ মনে করছে, এই ঘটনার পিছনে লুকিয়ে আছে বড়োসড়ো নাশকতার ছক । সূত্রের খবর, বালিগঞ্জ GRP থানার পুলিশকে তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে লালবাজার ।

Intro:কলকাতা, 18 ডিসেম্বর: ঘটতে পারোতো বড় দুর্ঘটনা। প্রাণহানি হতে পারতো অনেক মানুষের। চেষ্টা হয়েছিল বড় ধরনের নাশকতার। কিন্তু তা রুখে দিল রেল কর্মীরা। ঘটনায় তদন্তে নেমেছে রেল পুলিশ। তাদের সাহায্য করতে প্রস্তুত লালবাজার। কে বা কারা এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিক্ষোভকারীদের হাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।



Body:রেল পুলিশ সূত্রে খবর, আজ ঢাকুরিয়া স্টেশনের কাছে রেললাইনে বেশ কিছু পেন্ডাল ক্লিপ খোলা ছিল। আপ এবং ডাউন দুই লাইনেই খোলা ছিল ওই ক্লিপ। বড়োসড়ো এই নাশকতার চেষ্টা দেখতে পান রেলকর্মীরা। তারপরেই লাইনে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। রেলকর্মীরা খবর দেন ঢাকুরিয়া স্টেশন মাস্টারকে। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার এবং গ‍্যাংম‍্যানরা। তারা দ্রুত রেল লাইনের মেরামতির কাজ শুরু করেন। পরে ফের শুরু হয় ট্রেন চলাচল।



Conclusion:রেল পুলিশ মনে করছে, এই ঘটনার পিছনে লুকিয়ে আছে বড়োসড়ো নাশকতার ছক। ঘটনাস্থলে দ্রুত আসে বালিগঞ্জ জিআরপি থানার পুলিশ কর্মীরা। এই ঘটনার সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের বিক্ষোভকারীরা জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে লালবাজার। সূত্রের খবর তেমনটাই।
Last Updated : Dec 18, 2019, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.