ETV Bharat / city

Pegasus Spyware : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

পেগাসাস ইস্যুতে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করার সময় এই নিয়ে সরাসরি আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে৷ তাঁর দাবি, পেগাসাস ইস্যুটি ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর৷

pegasus snooping issue is wrose than watergate scandal said mamata banerjee
পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার
author img

By

Published : Jul 22, 2021, 4:47 PM IST

Updated : Jul 22, 2021, 6:22 PM IST

কলকাতা, 22 জুলাই : পেগাসাস ইস্যুতে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করার সময় এই নিয়ে সরাসরি আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে ৷ তাঁর দাবি, পেগাসাস ইস্যুটি ওয়াটারগেট কেলেঙ্কারির (Watergate Scandal) থেকেও ভয়ঙ্কর ৷

গত রবিবার এই পেগাসাস (Pegasus) কেলেঙ্কারি সামনে এসেছে ৷ পেগাসাসের মাধ্যমে ফোনের তথ্য চুরি করা হচ্ছে, ফোনে আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ ৷ এই অভিযোগ সামনে আসার পর বিরোধী রাজনৈতিক দলগুলি ক্রমশ চেপে ধরছে বিজেপিকে ৷ লাগাতার সংসদ অচল করে রেখেছে বিরোধীরা ৷

আরও পড়ুন : Pegasus Spyware : রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতি পাঠের সময় কাগজ ছিঁড়ে হাওয়ায় ওড়ালেন তৃণমূল সাংসদরা

গতকাল তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকেই এই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর আজ আবার এই নিয়ে সরব হলেন ৷ টেনে নিয়ে এলেন গত শতাব্দীর সাতের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া ওয়াটারগেট কেলেঙ্কারির প্রসঙ্গ ৷ মমতার মতে, পেগাসাস কেলেঙ্কারি এর থেকেও বড় ৷

আর এই পেগাসাস কেলেঙ্কারিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলেছেন ৷ বিজেপি প্রতিটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেন ৷

আরও পড়ুন : সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে সাংসদদের সঙ্গে বৈঠক অভিষেকের

তিনি প্রশ্ন তুলেছেন, গণতন্ত্র কোথায় ? গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে ৷ কেন্দ্র কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না ? সরকার ছাড়া এই ধরনের জিনিস কেন কিনতে পারে না ? পুরো ভারতবাসীর সুরক্ষার দাবি তিনি তুলেছেন ৷

বিজেপির উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, কাউকে বিশ্বাস করে না ৷ মন্ত্রী, আমলা, আরএসএসের নেতাদেরও ফোন ট্যাপ করা হয়েছে ৷ হোয়াটস অ্যাপ সুরক্ষিত নয় ৷ একই সঙ্গে তাঁর দাবি, তাঁর যে ফোন ট্যাপ করা হয়, সেই বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সরব ৷

আরও পড়ুন : NHRC Report : জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, হাইকোর্টে সওয়াল অভিষেক মনু সিংভির

মমতার দাবি, কালীঘাটে তিনি ভোটের আগে সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিয়ে একটি বৈঠক করেন ৷ সেই বৈঠকে তাঁদের সঙ্গে ফোন ছিল ৷ কিন্তু ফোন ব্যবহার করা হয়নি ৷ অথচ সেই বৈঠকের সমস্ত তথ্য ইজরায়েলে তৈরি এই পেগাসাসের কাছে চলে যায় ৷ পরে পিকের ফোন অডিট করতে গিয়ে সেটা ধরে পড়ে ৷

অন্যদিকে এদিন সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর-এর একাধিক কার্যালয়ে আয়কর দফতর হানা দিয়েছে ৷ এই নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘দৈনিক ভাস্করকে আয়কর হানার নামে হেনস্তা করা হচ্ছে ৷ এটার প্রতিবাদ করছি ৷’’

আরও পড়ুন : দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা, মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা

তাই বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে সকলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘সবাই জোট বাঁধুন ৷ আমি একা কেউ নই ৷ আসুন সবাই মিলে 100 প্লাস হই ৷’’

কলকাতা, 22 জুলাই : পেগাসাস ইস্যুতে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করার সময় এই নিয়ে সরাসরি আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে ৷ তাঁর দাবি, পেগাসাস ইস্যুটি ওয়াটারগেট কেলেঙ্কারির (Watergate Scandal) থেকেও ভয়ঙ্কর ৷

গত রবিবার এই পেগাসাস (Pegasus) কেলেঙ্কারি সামনে এসেছে ৷ পেগাসাসের মাধ্যমে ফোনের তথ্য চুরি করা হচ্ছে, ফোনে আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ ৷ এই অভিযোগ সামনে আসার পর বিরোধী রাজনৈতিক দলগুলি ক্রমশ চেপে ধরছে বিজেপিকে ৷ লাগাতার সংসদ অচল করে রেখেছে বিরোধীরা ৷

আরও পড়ুন : Pegasus Spyware : রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতি পাঠের সময় কাগজ ছিঁড়ে হাওয়ায় ওড়ালেন তৃণমূল সাংসদরা

গতকাল তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকেই এই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর আজ আবার এই নিয়ে সরব হলেন ৷ টেনে নিয়ে এলেন গত শতাব্দীর সাতের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া ওয়াটারগেট কেলেঙ্কারির প্রসঙ্গ ৷ মমতার মতে, পেগাসাস কেলেঙ্কারি এর থেকেও বড় ৷

আর এই পেগাসাস কেলেঙ্কারিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলেছেন ৷ বিজেপি প্রতিটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেন ৷

আরও পড়ুন : সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে সাংসদদের সঙ্গে বৈঠক অভিষেকের

তিনি প্রশ্ন তুলেছেন, গণতন্ত্র কোথায় ? গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে ৷ কেন্দ্র কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না ? সরকার ছাড়া এই ধরনের জিনিস কেন কিনতে পারে না ? পুরো ভারতবাসীর সুরক্ষার দাবি তিনি তুলেছেন ৷

বিজেপির উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, কাউকে বিশ্বাস করে না ৷ মন্ত্রী, আমলা, আরএসএসের নেতাদেরও ফোন ট্যাপ করা হয়েছে ৷ হোয়াটস অ্যাপ সুরক্ষিত নয় ৷ একই সঙ্গে তাঁর দাবি, তাঁর যে ফোন ট্যাপ করা হয়, সেই বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সরব ৷

আরও পড়ুন : NHRC Report : জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, হাইকোর্টে সওয়াল অভিষেক মনু সিংভির

মমতার দাবি, কালীঘাটে তিনি ভোটের আগে সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিয়ে একটি বৈঠক করেন ৷ সেই বৈঠকে তাঁদের সঙ্গে ফোন ছিল ৷ কিন্তু ফোন ব্যবহার করা হয়নি ৷ অথচ সেই বৈঠকের সমস্ত তথ্য ইজরায়েলে তৈরি এই পেগাসাসের কাছে চলে যায় ৷ পরে পিকের ফোন অডিট করতে গিয়ে সেটা ধরে পড়ে ৷

অন্যদিকে এদিন সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর-এর একাধিক কার্যালয়ে আয়কর দফতর হানা দিয়েছে ৷ এই নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘দৈনিক ভাস্করকে আয়কর হানার নামে হেনস্তা করা হচ্ছে ৷ এটার প্রতিবাদ করছি ৷’’

আরও পড়ুন : দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা, মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা

তাই বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে সকলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘সবাই জোট বাঁধুন ৷ আমি একা কেউ নই ৷ আসুন সবাই মিলে 100 প্লাস হই ৷’’

Last Updated : Jul 22, 2021, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.