ETV Bharat / city

Pedestrian Island পথ দুর্ঘটনা এড়াতে কলকাতার 24টি গুরুত্বপূর্ণ মোড়ে তৈরি হচ্ছে প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড - পথ দুর্ঘটনা

পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এ বার কলকাতার গুরুত্বপূর্ণ মোড়ে প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড (Pedestrian Island) তৈরি করছে কলকাতা পুলিশ ৷ নবান্নের সঙ্গে এ নিয়ে লালবাজারের (Lalbazar) আধকারিকরা বৈঠক করেন ৷

pedestrian-island-is-being-built-at-24-junctions-in-kolkata-by-lalbazar
pedestrian-island-is-being-built-at-24-junctions-in-kolkata-by-lalbazar
author img

By

Published : Aug 24, 2022, 8:51 PM IST

কলকাতা, 24 অগস্ট: লালবাজারের (Lalbazar) সঙ্গে বৈঠক করে পুজোর আগেই কলকাতায় 24টি প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ পথ নিরাপত্তায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি রয়েছে রাজ্য সরকারের ৷ সেই কর্মসূচির ফলে পথ দুর্ঘটনার (Road Accident) সংখ্যা তুলনামূলকভাবে কমলেও, এখনও কলকাতা শহরকে নিরাপদ বলা যাবে না ৷ তাই সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাটো করতে কোনও আপোস করতে চাইছে না রাজ্য সরকার ৷ তাই কলকাতা পুলিশ সরকারি এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে কাজ করবে ৷

কী এই প্যাডস্ট্রিয়ান আইল্যান্ড (Pedestrian Island)? জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে দু’টি রাস্তার মাঝখানে প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড হল পথচারীদের জন্য দাঁড়াবার জায়গা ৷ বহু ক্ষেত্রে দেখা যায় ব্যস্ততম এলাকায় রাস্তা পারাপারের সময় মাঝ পথেই ট্রাফিক চালু হয়ে যায় ৷ আর এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় ৷ সেই কথা ভেবেই এই প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরির বিষয়ে ভাবছে রাজ্য সরকার ৷ গত বছর কলকাতা শহরে শুধু পথ দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছে 77 জনের ৷ মৃত্যুর এই পরিসংখ্যান নিয়ে বেশ চিন্তিত নবান্ন ৷ তাই প্রশাসন চাইছে যেভাবেই হোক পথ দুর্ঘটনার সংখ্যাটা শূন্যে নামিয়ে আনতে ৷ সেই লক্ষ্যেই প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরির ভাবনা পুলিশ এবং প্রশাসনের ৷

Pedestrian Island is Being Built at 24 Junctions in Kolkata
গ্রাফিক্সে প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড

জানা গিয়েছে, শহরের ব্যস্ততম মোড়গুলির বেশ কয়েকটিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এই আইল্যান্ড তৈরির জন্য ৷ যাতে সিগন্যাল মেনে পথচারীরা ধীরে সুস্থের রাস্তা পারাপার করতে পারে ৷ বিশেষ করে যেখানে রাস্তার মাঝে ডিভাইডার নেই, সেই সব জায়গায় বাচ্চা এবং অসুস্থ লোকজনের পক্ষে বড় সমস্যা হয় ৷ সেই ভাবনা থেকেই এই প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরি করা হবে ৷

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে বিদেশের আদলে কলকাতার রাস্তায় এবার রিফিউজি আইল্যান্ড

কলকাতা পুলিশ সূত্রে খবর, এক্সাইড মোড়, মিন্টো পার্ক, ডিএল খান রোড, এজেসি বোস রোড, হেস্টিংস মোড়ে এই ব্যবস্থা করা হচ্ছে ৷ ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ডোরিনা ক্রসিংয়ে এ ধরনের প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরি করা হয়েছে ৷ দেখা গিয়েছে এর ফলে যান এবং পথচারীদের রাস্তা পারাপারও নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়েছে ৷ আর সেই রিপোর্ট নবান্নে জমাও করেছে লালবাজার ট্রাফিক বিভাগ ৷ সেই মতো এ বছর পুজোর আগেই 24টি প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরি করবে কলকাতা পুলিশ ৷

কলকাতা, 24 অগস্ট: লালবাজারের (Lalbazar) সঙ্গে বৈঠক করে পুজোর আগেই কলকাতায় 24টি প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ পথ নিরাপত্তায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি রয়েছে রাজ্য সরকারের ৷ সেই কর্মসূচির ফলে পথ দুর্ঘটনার (Road Accident) সংখ্যা তুলনামূলকভাবে কমলেও, এখনও কলকাতা শহরকে নিরাপদ বলা যাবে না ৷ তাই সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাটো করতে কোনও আপোস করতে চাইছে না রাজ্য সরকার ৷ তাই কলকাতা পুলিশ সরকারি এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে কাজ করবে ৷

কী এই প্যাডস্ট্রিয়ান আইল্যান্ড (Pedestrian Island)? জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে দু’টি রাস্তার মাঝখানে প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড হল পথচারীদের জন্য দাঁড়াবার জায়গা ৷ বহু ক্ষেত্রে দেখা যায় ব্যস্ততম এলাকায় রাস্তা পারাপারের সময় মাঝ পথেই ট্রাফিক চালু হয়ে যায় ৷ আর এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় ৷ সেই কথা ভেবেই এই প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরির বিষয়ে ভাবছে রাজ্য সরকার ৷ গত বছর কলকাতা শহরে শুধু পথ দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছে 77 জনের ৷ মৃত্যুর এই পরিসংখ্যান নিয়ে বেশ চিন্তিত নবান্ন ৷ তাই প্রশাসন চাইছে যেভাবেই হোক পথ দুর্ঘটনার সংখ্যাটা শূন্যে নামিয়ে আনতে ৷ সেই লক্ষ্যেই প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরির ভাবনা পুলিশ এবং প্রশাসনের ৷

Pedestrian Island is Being Built at 24 Junctions in Kolkata
গ্রাফিক্সে প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড

জানা গিয়েছে, শহরের ব্যস্ততম মোড়গুলির বেশ কয়েকটিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এই আইল্যান্ড তৈরির জন্য ৷ যাতে সিগন্যাল মেনে পথচারীরা ধীরে সুস্থের রাস্তা পারাপার করতে পারে ৷ বিশেষ করে যেখানে রাস্তার মাঝে ডিভাইডার নেই, সেই সব জায়গায় বাচ্চা এবং অসুস্থ লোকজনের পক্ষে বড় সমস্যা হয় ৷ সেই ভাবনা থেকেই এই প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরি করা হবে ৷

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে বিদেশের আদলে কলকাতার রাস্তায় এবার রিফিউজি আইল্যান্ড

কলকাতা পুলিশ সূত্রে খবর, এক্সাইড মোড়, মিন্টো পার্ক, ডিএল খান রোড, এজেসি বোস রোড, হেস্টিংস মোড়ে এই ব্যবস্থা করা হচ্ছে ৷ ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ডোরিনা ক্রসিংয়ে এ ধরনের প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরি করা হয়েছে ৷ দেখা গিয়েছে এর ফলে যান এবং পথচারীদের রাস্তা পারাপারও নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়েছে ৷ আর সেই রিপোর্ট নবান্নে জমাও করেছে লালবাজার ট্রাফিক বিভাগ ৷ সেই মতো এ বছর পুজোর আগেই 24টি প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড তৈরি করবে কলকাতা পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.