ETV Bharat / city

জেলা কংগ্রেস সভাপতিদের সঙ্গে কোরোনা নিয়ে আলোচনা প্রদেশ কংগ্রেসের

author img

By

Published : Apr 15, 2020, 9:43 PM IST

পশ্চিমবঙ্গে ICC-র পর্যবেক্ষক গৌরব গগৈকে সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস সভাপতিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মূলত রেশন বণ্টন, পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যের বিভিন্ন জেলায় ফিরিয়ে আনা, কোরোনা ভাইরাসের সংক্রমণ জানার জন্য শারীরিক পরীক্ষা নিরীক্ষার বিষয় নিয়েই দীর্ঘক্ষণ সবকটি জেলার কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

video conference
সোমেন মিত্র

কলকাতা, 15 এপ্রিল : রাজ্যের সবকটি জেলায় কোরোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা ঠিক কত, তা জানার জন্য জেলা কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দিল প্রদেশ কংগ্রেস। রাজ্যের সমস্ত জেলার কংগ্রেস সভাপতিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। পশ্চিমবঙ্গে ICC-র পর্যবেক্ষক গৌরব গগৈকে সঙ্গে নিয়ে এই ভিডিয়ো কনফারেন্স করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মূলত রেশন বণ্টন, পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যের বিভিন্ন জেলায় ফিরিয়ে আনা, কোরোনা ভাইরাসের সংক্রমণ জানার জন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষার বিষয় নিয়েই দীর্ঘক্ষণ সবকটি জেলার কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।


দুর্গত মানুষের পাশে রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তর কতটা সক্রিয় রয়েছে তা নিয়েও সরেজমিনে খতিয়ে দেখবে জেলা কংগ্রেস নেতৃত্ব। বহরমপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন ।তাঁদেরকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে। সংশ্লিষ্ট জেলার শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হতে হবে জেলা কংগ্রেসের সভাপতিদের। এক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সাহায্য করবে জেলা কংগ্রেস প্রতিনিধিদের। কেবলমাত্র মুর্শিদাবাদ এবং বহরমপুর এলাকার প্রায় 77 হাজার শ্রমিক এখনও ঘরে ফিরতে পারেননি। তাঁদের দ্রুত উদ্ধারের জন্য জেলা কংগ্রেস সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ রাজ্যের কোনও শ্রমিক ভিন রাজ্যে অভুক্ত না থাকেন তার জন্য সংশ্লিষ্ট রাজ্যের সরকারের সঙ্গেও কথা বলবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।


রাজ্য সরকারের গণবণ্টন ব্যবস্থার থেকে জেলার বহু মানুষ বঞ্চিত, আজ এই অভিযোগ করেছেন গৌরব গগৈ। রেশনের চাল এবং গমের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন , তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষকে রেশনের চাল গম দিচ্ছে না। অধিকাংশ জায়গায় রেশনের পর্যাপ্ত সামগ্রী মিলছে না। যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের কুপনের মাধ্যমে এখনও পর্যন্ত খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে না, বলে অভিযোগ করেন সোমেন মিত্র। রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার এই বঞ্চনার বিষয়টি নিয়ে কথা বলেছে প্রদেশ কংগ্রেস । সোমেন মিত্রের দাবি, সমস্যার কথা জানিয়েও এখনও পর্যন্ত কোনও সমাধান মেলেনি।


কলকাতা, 15 এপ্রিল : রাজ্যের সবকটি জেলায় কোরোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা ঠিক কত, তা জানার জন্য জেলা কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দিল প্রদেশ কংগ্রেস। রাজ্যের সমস্ত জেলার কংগ্রেস সভাপতিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। পশ্চিমবঙ্গে ICC-র পর্যবেক্ষক গৌরব গগৈকে সঙ্গে নিয়ে এই ভিডিয়ো কনফারেন্স করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মূলত রেশন বণ্টন, পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যের বিভিন্ন জেলায় ফিরিয়ে আনা, কোরোনা ভাইরাসের সংক্রমণ জানার জন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষার বিষয় নিয়েই দীর্ঘক্ষণ সবকটি জেলার কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।


দুর্গত মানুষের পাশে রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তর কতটা সক্রিয় রয়েছে তা নিয়েও সরেজমিনে খতিয়ে দেখবে জেলা কংগ্রেস নেতৃত্ব। বহরমপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন ।তাঁদেরকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে। সংশ্লিষ্ট জেলার শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হতে হবে জেলা কংগ্রেসের সভাপতিদের। এক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সাহায্য করবে জেলা কংগ্রেস প্রতিনিধিদের। কেবলমাত্র মুর্শিদাবাদ এবং বহরমপুর এলাকার প্রায় 77 হাজার শ্রমিক এখনও ঘরে ফিরতে পারেননি। তাঁদের দ্রুত উদ্ধারের জন্য জেলা কংগ্রেস সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ রাজ্যের কোনও শ্রমিক ভিন রাজ্যে অভুক্ত না থাকেন তার জন্য সংশ্লিষ্ট রাজ্যের সরকারের সঙ্গেও কথা বলবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।


রাজ্য সরকারের গণবণ্টন ব্যবস্থার থেকে জেলার বহু মানুষ বঞ্চিত, আজ এই অভিযোগ করেছেন গৌরব গগৈ। রেশনের চাল এবং গমের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন , তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষকে রেশনের চাল গম দিচ্ছে না। অধিকাংশ জায়গায় রেশনের পর্যাপ্ত সামগ্রী মিলছে না। যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের কুপনের মাধ্যমে এখনও পর্যন্ত খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে না, বলে অভিযোগ করেন সোমেন মিত্র। রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার এই বঞ্চনার বিষয়টি নিয়ে কথা বলেছে প্রদেশ কংগ্রেস । সোমেন মিত্রের দাবি, সমস্যার কথা জানিয়েও এখনও পর্যন্ত কোনও সমাধান মেলেনি।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.