ETV Bharat / city

ভরতি না নিয়ে একাধিক হাসপাতালে রেফার, কলকাতায় মৃত্যু যুবকের

author img

By

Published : Jul 13, 2020, 4:57 PM IST

SSKM ভরতি নিতে চায়নি । রেফার করে দেয় শম্ভুনাথ পণ্ডিতে । সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিকেলে । ভরতি প্রক্রিয়া চলাকালীন স্ট্রেচারেই মৃত্যু হয় যুবকের ।

Medical College
Medical College

কলকাতা, 13 জুলাই : বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে বছর 26-এর এক যুবকের মৃত্যু হল কলকাতায় । কলকাতা মেডিকেলে ভরতি হওয়ার আগেই স্ট্রেচারেই মৃত্যু হয় ওই যুবকের । অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ । এদিকে, এই যুবক কোরোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল । মৃত্যুর পর হাসপাতাল থেকে দ্রুত দেহ নিয়ে চলে যান পরিজনরা ।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা 26 বছরের ওই যুবকের নাম অশোক রুইদাস । জানা গিয়েছে, টাইফয়েডে আক্রান্ত ছিলেন তিনি । দক্ষিণ বারাসতের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল বেশ কিছুদিন ধরে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে এই তাঁকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে । সেখানে তাঁকে ভরতি নেওয়া হয়নি বলে অভিযোগ । SSKM থেকে রেফার করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে । সেখান থেকে রোগীকে রেফার করে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

কলকাতা মেডিকেলে ভরতির প্রক্রিয়া চলাকালীন স্ট্রেচারেই রোগীর মৃত্যু হয় । এই রোগীকে COVID-19-এ আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল । যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বলে জানিয়েছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল কর্তৃপক্ষ ।

মৃতের পরিবারের দাবি, COVID-19 না, টাইফয়েড হয়েছিল যুবকের । অক্সিজেনের অভাবে তাঁর মৃত্যু হয়েছে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রেচারে মৃত্যুর পরেই হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যান মৃতের পরিবারের সদস্যরা । এবিষয়ে কলকাতা মেডিকেলের MSVP ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।

কলকাতা, 13 জুলাই : বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে বছর 26-এর এক যুবকের মৃত্যু হল কলকাতায় । কলকাতা মেডিকেলে ভরতি হওয়ার আগেই স্ট্রেচারেই মৃত্যু হয় ওই যুবকের । অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ । এদিকে, এই যুবক কোরোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল । মৃত্যুর পর হাসপাতাল থেকে দ্রুত দেহ নিয়ে চলে যান পরিজনরা ।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা 26 বছরের ওই যুবকের নাম অশোক রুইদাস । জানা গিয়েছে, টাইফয়েডে আক্রান্ত ছিলেন তিনি । দক্ষিণ বারাসতের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল বেশ কিছুদিন ধরে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে এই তাঁকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে । সেখানে তাঁকে ভরতি নেওয়া হয়নি বলে অভিযোগ । SSKM থেকে রেফার করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে । সেখান থেকে রোগীকে রেফার করে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

কলকাতা মেডিকেলে ভরতির প্রক্রিয়া চলাকালীন স্ট্রেচারেই রোগীর মৃত্যু হয় । এই রোগীকে COVID-19-এ আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল । যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বলে জানিয়েছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল কর্তৃপক্ষ ।

মৃতের পরিবারের দাবি, COVID-19 না, টাইফয়েড হয়েছিল যুবকের । অক্সিজেনের অভাবে তাঁর মৃত্যু হয়েছে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রেচারে মৃত্যুর পরেই হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যান মৃতের পরিবারের সদস্যরা । এবিষয়ে কলকাতা মেডিকেলের MSVP ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.