কলকাতা, 30 ডিসেম্বর : ইউটেরাসের টিউমার অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভরতি করানো হয় এক রোগীকে । অপারেশনের পরে চিকিৎসকরা জানিয়েছিলেন, ওই রোগী সুস্থ আছেন ৷ অপারেশন সাকসেসফুল । তবে, এর কিছু সময় পরে পরিজনদের জানানো হয়, রোগীর ব্রেনে কিছু সময়ের জন্য অক্সিজেন যায়নি । রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । সেই থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোমায় রয়েছেন সোমিয়া মজুমদার নামে ওই রোগী । এই ঘটনা দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের । চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলছেন রোগীর পরিজনরা । তাঁরা সোমবার অভিযোগ জানাবেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনে ।
বছর ঊনচল্লিশের সোমিয়া রানিগঞ্জের বাসিন্দা । 23 ডিসেম্বর ঢাকুরিয়ার বেসরকারি ওই হাসপাতালে তাঁকে ভরতি করানো হয় । পরের দিন সেখানে তাঁর অপারেশন হয় । রোগীর মামা সুকুমার রায় বলেন, "আমার ভাগ্নির ইউটেরাসে টিউমার ছিল । এই টিউমার অপারেশনের জন্য এই হাসপাতালে ভরতি করানো হয় । অপারেশন করে ইউটেরাসটি শরীর থেকে বাদ দেওয়া হয়েছে ।" তিনি বলেন, "অপারেশনের পরে বেলা দুটো নাগাদ চিকিৎসক বলেন রোগী সুস্থ আছেন ৷ অস্ত্রোপচার সফল হয়েছে । একদিন ICU-তে রাখা হবে ৷ তারপর জেনেরাল বেডে দেওয়া হবে । এর এক ঘণ্টা 20 মিনিট পরে অ্যানাস্থেসিস্ট বলেন, একটা সমস্যা দেখা দিয়েছে । এই সমস্যার কারণে ভাগ্নির শরীরে অক্সিজেন কমে গেছে । ওর ব্রেনে 5-6 মিনিট অক্সিজেন যায়নি । এর ফলে ওর হার্ট অ্যাটাক হয়েছে । রিকভার করা হয়েছে ৷ তবে ব্রেন কাজ করছে না । ওকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা জানতে চাইলাম, এক ঘণ্টা 20 মিনিট, এত সময় কেন দেরি করা হল । দেরি হওয়ার কারণ হিসাবে চিকিৎসক জানান, তখন ICU-তে শিফট চেঞ্জ হওয়ার সময় ।" তিনি বলেন, "আমাদের ধারণা, এক ঘণ্টার বেশি এই সময় আমার ভাগ্নিকে দেখার কেউ ছিল না । যে কারণে এটা ঘটেছে । সেই থেকে কোমায় রয়েছে ভাগ্নি ।"
সুকুমার রায় বলেন, "হাসিমুখে অপারেশন থিয়েটারে ঢুকেছিল ভাগ্নি । অপারেশনের আগে ওর পালস, ECG রিপোর্ট সব স্বাভাবিক ছিল । ওর জ্ঞান ফিরেছে, সেটা অপারেশনের পরে আমাদের দেখানো হয়নি । EEG-র রিপোর্ট অনুযায়ী আমাদের ধারণা, অ্যানেস্থেশিয়ার কারণে এটা হয়েছে ।" তিনি বলেন, "ভেন্টিলেশনে রাখার পরে প্রথমে বলা হল 24 ঘণ্টা পার হলে বলা যাবে কোন অবস্থায় রয়েছে আমার ভাগ্নি । তারপর বলা হল 72 ঘণ্টা পার হলে বলা যাবে । এখন রোজ বলছে, আর একটা দিন পার হলে বলা যাবে ।"
এই ঘটনায় শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পরিজনরা । তবে, শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নয় । সুকুমার রায় বলেন, "সোমবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনে আমরা অভিযোগ জানাব । এই অভিযোগে, গোটা ঘটনাটি লিখিতভাবে জানানো হবে । তদন্তের দাবি জানানো হবে । দোষীদের শাস্তি চাওয়া হবে । আমাদের রোগীকে সুস্থ করে দেওয়ার কথাও বলা হবে ।" তিনি বলেন, "অপারেশনের দিন থেকেই কোমায় চলে গেছে ভাগ্নি । সব সময় আমরা আতঙ্কে রয়েছি এক মিনিট পরে কী শুনব, জানি না । তবে, আমরা এখনও আশা নিয়ে বসে আছি । আমাদের রোগীকে সুস্থ করে দেওয়া হোক । অন্তত কথা বলুক । তবে, এই ঘটনার জন্য যারা দোষী, তাদের যেন শাস্তি হয় ।"
এই অভিযোগের বিষয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার নিয়ে 23 ডিসেম্বর রোগীকে ভরতি করানো হয় । অপারেশন করা হয় পরদিন । অপারেশন সাকসেসফুল হওয়ার পরে রোগীকে যখন ICU-তে শিফট করা হবে, তখন অপারেশন থিয়েটারের রিকভারি রুমে তাঁর হার্ট অ্যাটাক হয় । ডাক্তারদের চেষ্টা সত্ত্বেও কিছু সময়ের জন্য রোগীর ব্রেনে অক্সিজেন যায়নি । রোগীর ব্রেনে কয়েক মিনিট রক্ত চলাচল বন্ধ ছিল । এই কারণে কোমায় চলে গেছেন রোগী । এই রোগীর ওবিসিটি রয়েছে । ক্যানসারের কারণে তাঁর অন্য কিছু সমস্যাও রয়েছে । এই অসুখের কারণে রোগীর শরীরের ইমিউনিটি কমে গেছে । রোগী এখন ভেন্টিলেশনে রয়েছেন । তাঁর চিকিৎসার জন্য স্পেশালিস্ট ডাক্তারদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ।