কলকাতা, 13 ডিসেম্বর : আচার্যের ক্ষমতা খর্বের নতুন বিধি চালু হওয়ার পর আজ ডাকা হয় উচ্চ শিক্ষা সংসদের বৈঠক । বৈঠকের আলোচনার বিষয় নিয়ে জল্পনা চলছিল শিক্ষা মহলে । অনেকেই মনে করছিলেন, নতুন বিধি নিয়েই উপাচার্যের সঙ্গে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী । প্রত্যাশিতভাবে আজ উচ্চ শিক্ষা সংসদের বৈঠকে নতুন বিধি নিয়ে উপাচার্যদের অবগত করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এ ছাড়া আগামী বছর রাজ্যের প্রথম এডুকেশন ফেয়ার নিয়ে আলোচনা হয় আজ ৷ আলোচনা হয়েছে CBCS, শূন্যপদ পূরণ, আধিকারিকদের বেতন বৃদ্ধির বিষয়েও ।
আজ বিকাশ ভবনে উচ্চ শিক্ষা সংসদের 10তম বৈঠক হল । বৈঠকে পার্থবাবু বলেন, "2017-র আইনের নতুন যে বিধি, সেই বিধিগুলি সম্পর্কে উপাচার্যদের অবহিত করা হয়েছে । নতুন বিধির প্রতিলিপি তাঁদের দিয়ে দেওয়া হয়েছে ।" রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন স্থগিত বা বাতিল করে দেওয়া হতে পারে আজ এই আশঙ্কা প্রকাশ করে উপাচার্য ও শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈনকে চিঠি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন JUTA । সে বিষয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যে সকল বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই সমাবর্তন নির্ঘণ্ট ঘোষণা করেছে, নতুন বিধির জন্য সেই অনুষ্ঠান আটকাবে না । যারা বলছে নতুন বিধির ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার হরণ হবে, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী ।
আজকের বৈঠকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় । আলোচ্য বিষয়গুলো নিয়ে পার্থবাবু বলেন, "আজ এটা উচ্চশিক্ষা সংসদের 10তম বৈঠক । তাতে বিষয়বস্তু ছিল প্রথমত, CBCS সিস্টেম । তা কীভাবে চলছে, কোথাও অসুবিধা হচ্ছে কি না, কলেজগুলোর সঙ্গে সেটা নিয়ে আলোচনা করা ইত্যাদি । CBCS-এর টিউনিং করার দরকার আছে । আগামীদিনে অধ্যক্ষদের সঙ্গে উপাচার্যদের উপস্থিতিতে এবং যাঁরা CBCS সম্পর্কে মন্তব্য করেছেন, তাঁদের প্রতিনিধিদের নিয়ে আমরা একটি সভা করে বিষয়টির ফের মূল্যায়ন করার চেষ্টা করব । দ্বিতীয়ত, আমরা যে সমস্ত পদের অনুমোদন দিয়েছি সেই অনুমোদিত পদগুলির মধ্যে শিক্ষক-অশিক্ষক মিলিয়ে কত শূন্যপদ আছে তা সবকটি বিশ্ববিদ্যালয়ের থেকে জানতে চেয়েছি । সেই শূন্যপদগুলি পূরণ করার জন্য বহুবার বলেছি ৷ আজকেও বলা হল । তাঁরা বলেছেন, শূন্যপদ অনেকটাই পূরণ হয়ে গেছে । আমি বলেছি, যেগুলো বাকি আছে সেগুলো করুন । না হলে নতুন করে পদ সৃষ্টি করার সম্ভাবনা কমে যাবে । কিন্তু মূল সমস্যাটা হলো সংরক্ষণ নীতি নিয়ে । এ জন্য প্রফেসর অর্থাৎ অধ্যাপক পদে লোক পাওয়া যাচ্ছে না । সে ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপাচার্যদের অনুরোধ করেছি । "
আগামী বছর রাজ্যের প্রথম উচ্চশিক্ষা মেলা অনুষ্ঠিত হওয়ার কথা । সে বিষয়েও আজ আলোচনা হয়েছে বৈঠকে । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, " বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আগামী বছর 3 ও 4 এপ্রিল অনুষ্ঠিত হবে এডুকেশন ফেয়ার । দেশের বাইরে থেকেও বিষয়ভিত্তিক বিশিষ্ট ব্যক্তিদের আনার চেষ্টা করা হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হবে । তিনি এই উচ্চশিক্ষা মেলার উদ্বোধন করবেন ।" আচার্যকে কি আমন্ত্রণ জানানো হবে? উত্তরে পার্থবাবু বলেন, "সেটা এই মুহূর্তে বলা যায় না ।"