কলকাতা, 11 জুলাই : সমস্ত দলেই কিছু লোক থাকেন যাঁদের জন্য গোটা দলের বদনাম হয় । তার মানে দলের সকলেই খারাপ নন । কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণ দিন, ব্যবস্থা নেওয়া হবে । কাটমানি প্রসঙ্গে বিধানসভায় বামেদের প্রশ্নের উত্তরে এ কথাই বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।
আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পান্ডুয়ার CPI(M) বিধায়ক আমজাদ হোসেন কাটমানি প্রসঙ্গ তোলেন । তার প্রেক্ষিতেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, "প্রতিটা দলেই কিছু লোক থাকেন যাঁদের জন্য গোটা দল কলঙ্কিত হয় । তার মানে সেই দলের সবাই খারাপ, তা নয় ।" এ প্রসঙ্গেই আজ তৃণমূল মহাসচিব বলেন, "বাম আমলে আপনাদেরই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, চোরেদের মন্ত্রিসভা । তাহলে আপনারা সকলে চোর ।" পার্থবাবু বলেন, "মুখ্যমন্ত্রী কাটমানির সংক্রান্ত অভিযোগ জানার পরই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন । কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণ দিন । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । যিনি টাকা নিচ্ছেন আর যাঁরা টাকা দিচ্ছেন দু'জনেই সমান দোষী ।"
আরও পড়ুন : রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ
বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল মহসচিব জানান, মুখ্যমন্ত্রী সর্বদা সজাগ রয়েছেন । সময় মতো ব্যবস্থা নেবেন । যাঁরা দলকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ।