ETV Bharat / city

দু-এক জন খারাপ মানে, দলের সকলেই খারাপ নন : পার্থ

সমস্ত দলেই কিছু লোক থাকেন যাঁদের জন্য গোটা দলের বদনাম হয় । তার মানে দলের সকলেই খারাপ নন । কাটমানি প্রসঙ্গে বিধানসভায় বামেদের প্রশ্নের উত্তরে এ কথাই বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়- ফাইল ছবি
author img

By

Published : Jul 11, 2019, 2:07 PM IST

কলকাতা, 11 জুলাই : সমস্ত দলেই কিছু লোক থাকেন যাঁদের জন্য গোটা দলের বদনাম হয় । তার মানে দলের সকলেই খারাপ নন । কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণ দিন, ব্যবস্থা নেওয়া হবে । কাটমানি প্রসঙ্গে বিধানসভায় বামেদের প্রশ্নের উত্তরে এ কথাই বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পান্ডুয়ার CPI(M) বিধায়ক আমজাদ হোসেন কাটমানি প্রসঙ্গ তোলেন । তার প্রেক্ষিতেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, "প্রতিটা দলেই কিছু লোক থাকেন যাঁদের জন্য গোটা দল কলঙ্কিত হয় । তার মানে সেই দলের সবাই খারাপ, তা নয় ।" এ প্রসঙ্গেই আজ তৃণমূল মহাসচিব বলেন, "বাম আমলে আপনাদেরই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, চোরেদের মন্ত্রিসভা । তাহলে আপনারা সকলে চোর ।" পার্থবাবু বলেন, "মুখ্যমন্ত্রী কাটমানির সংক্রান্ত অভিযোগ জানার পরই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন । কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণ দিন । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । যিনি টাকা নিচ্ছেন আর যাঁরা টাকা দিচ্ছেন দু'জনেই সমান দোষী ।"

আরও পড়ুন : রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ

বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল মহসচিব জানান, মুখ্যমন্ত্রী সর্বদা সজাগ রয়েছেন । সময় মতো ব্যবস্থা নেবেন । যাঁরা দলকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ।

কলকাতা, 11 জুলাই : সমস্ত দলেই কিছু লোক থাকেন যাঁদের জন্য গোটা দলের বদনাম হয় । তার মানে দলের সকলেই খারাপ নন । কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণ দিন, ব্যবস্থা নেওয়া হবে । কাটমানি প্রসঙ্গে বিধানসভায় বামেদের প্রশ্নের উত্তরে এ কথাই বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পান্ডুয়ার CPI(M) বিধায়ক আমজাদ হোসেন কাটমানি প্রসঙ্গ তোলেন । তার প্রেক্ষিতেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, "প্রতিটা দলেই কিছু লোক থাকেন যাঁদের জন্য গোটা দল কলঙ্কিত হয় । তার মানে সেই দলের সবাই খারাপ, তা নয় ।" এ প্রসঙ্গেই আজ তৃণমূল মহাসচিব বলেন, "বাম আমলে আপনাদেরই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, চোরেদের মন্ত্রিসভা । তাহলে আপনারা সকলে চোর ।" পার্থবাবু বলেন, "মুখ্যমন্ত্রী কাটমানির সংক্রান্ত অভিযোগ জানার পরই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন । কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণ দিন । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । যিনি টাকা নিচ্ছেন আর যাঁরা টাকা দিচ্ছেন দু'জনেই সমান দোষী ।"

আরও পড়ুন : রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ

বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল মহসচিব জানান, মুখ্যমন্ত্রী সর্বদা সজাগ রয়েছেন । সময় মতো ব্যবস্থা নেবেন । যাঁরা দলকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ।

Intro:কলকাতা, ৯ জুলাই : আবার হালিশহর পুরসভার দখল নিল তৃণমূল



অর্জুন সিং কে বড় রকমের ধাক্কা দিয়ে আবারও হালিশহর পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান অংশুমান রায় সহ ৯ জন কাউন্সিলর মঙ্গলবার আবার তৃণমূলে ফিরে এলেন। এই নয়জন কাউন্সিলর কে নিয়ে এদিন বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই সাংবাদিক বৈঠক থেকে অর্জুন সিং কে তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন," এই কাউন্সিলরদের জোর করে ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন অর্জুন সিং। মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের বিজেপি তে নিয়ে যাওয়া হয়েছিল। অমিত শাহের কাছে নিজেদের পয়েন্ট বাড়াতেই এই কাজ করেছেন মুকুল রায় এবং অর্জুন সিং। কিন্তু ওরা আবার ফিরে এসেছেন।"

ফিরহাদ হাকিম ক্ষোভের সঙ্গে বলেন," গেরুয়া ফ্ল্যাগ আর পান পরাগ এর গন্ধে ওরা নিঃশ্বাস নিতে পারছিলেন না। তাই ওরা মুক্ত বাতাসের নিঃশ্বাস নিতে আবার তৃণমূলে ফিরে এসেছেন।" ওদের জোর করে নিয়ে যাওয়া হলেও ওদের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসা মুছে দেওয়া যায় নি বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। দিদি কে প্রণাম করে ওরা আবার ফিরে এসেছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত ২৩ সদস্যের হালিশহর পুরসভার মধ্যে ২১ জন ছিলেন তৃণমূলের কাউন্সিলর। এই ২১ জনের মধ্যে ১৬ জনই বিজেপিতে চলে গেছে গিয়েছিলেন। তাদের দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। এই ১৬ জনের মধ্যে ৯ জন এদিন তৃণমূলে আবার ফিরে এলেন। ফলে হালিশহর পুরসভা আবার তাদের দখলে চলে এলো বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।Body:কলকাতা, ৯ জুলাই : আবার হালিশহর পুরসভার দখল নিল তৃণমূল



অর্জুন সিং কে বড় রকমের ধাক্কা দিয়ে আবারও হালিশহর পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান অংশুমান রায় সহ ৯ জন কাউন্সিলর মঙ্গলবার আবার তৃণমূলে ফিরে এলেন। এই নয়জন কাউন্সিলর কে নিয়ে এদিন বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই সাংবাদিক বৈঠক থেকে অর্জুন সিং কে তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন," এই কাউন্সিলরদের জোর করে ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন অর্জুন সিং। মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের বিজেপি তে নিয়ে যাওয়া হয়েছিল। অমিত শাহের কাছে নিজেদের পয়েন্ট বাড়াতেই এই কাজ করেছেন মুকুল রায় এবং অর্জুন সিং। কিন্তু ওরা আবার ফিরে এসেছেন।"

ফিরহাদ হাকিম ক্ষোভের সঙ্গে বলেন," গেরুয়া ফ্ল্যাগ আর পান পরাগ এর গন্ধে ওরা নিঃশ্বাস নিতে পারছিলেন না। তাই ওরা মুক্ত বাতাসের নিঃশ্বাস নিতে আবার তৃণমূলে ফিরে এসেছেন।" ওদের জোর করে নিয়ে যাওয়া হলেও ওদের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসা মুছে দেওয়া যায় নি বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। দিদি কে প্রণাম করে ওরা আবার ফিরে এসেছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত ২৩ সদস্যের হালিশহর পুরসভার মধ্যে ২১ জন ছিলেন তৃণমূলের কাউন্সিলর। এই ২১ জনের মধ্যে ১৬ জনই বিজেপিতে চলে গেছে গিয়েছিলেন। তাদের দিল্লিতে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। এই ১৬ জনের মধ্যে ৯ জন এদিন তৃণমূলে আবার ফিরে এলেন। ফলে হালিশহর পুরসভা আবার তাদের দখলে চলে এলো বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.