ETV Bharat / city

পার্শ্বশিক্ষকরা কোর্টে গেলেও কিছু করার নেই : শিক্ষামন্ত্রী - পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য

"পার্শ্বশিক্ষকরা কোর্টে গেলে যাবেন ৷ আমার তো কিছু করার নেই ৷" আজ পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

Partha Cahtterjee reaction on Para Teacher agitation
পার্থ চ্যাটার্জি
author img

By

Published : Dec 3, 2019, 6:34 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর :"ছাত্রছাত্রীরা ক্লাসে বসে থাকছে আর শিক্ষকরা রাস্তায় থাকছেন । রাস্তায় বসে বলছেন কোর্টে যাব । কোর্টে গেলে যাবেন । আমার কিছু তো করার নেই ৷ " আজ পার্শ্বশিক্ষকদের উদ্দেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্শ্বশিক্ষকদের আন্দোলন অব্যাহত । তাঁদের অনশন আজ 20 দিনে পড়ল । ইতিমধ্যেই অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক । অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । যত দিন যাচ্ছে অনশন মঞ্চে বেড়ে চলেছে অসুস্থতার সংখ্যা । পার্শ্বশিক্ষকদের আন্দোলন গড়িয়েছে সংসদ পর্যন্ত । কিন্তু এখনও রাজ্য সরকারের তরফে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি ৷ স্কুলে অনুপস্থিত থেকে লাগাতার আন্দোলনকে ভালোভাবে নিচ্ছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী ।

ভিডিয়োয় শুনুন শিক্ষামন্ত্রীর বক্তব্য

আজ এ প্রসঙ্গে বিধানসভার প্রবেশদ্বারের বাইরে পার্থবাবু বলেন, "ছাত্ররা ক্লাসে বসে । আর শিক্ষকরা রাস্তায় । সরকারি চাকরি করছেন অথচ ক্লাসে অনুপস্থিত থাকছেন । আমার জানার অধিকার রয়েছে কেন অনুপস্থিত থাকছেন । " তিনি আরও বলেন, "কয়েকহাজার পার্শ্বশিক্ষক রয়েছেন ৷ প্রায় 50 জন ওখানে বসে আছেন ৷ আর সবাই হয়ত এই কারণ দেখিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ৷ সেটাও তো আমাকে জানতে হবে ৷ "

কলকাতা, 3 ডিসেম্বর :"ছাত্রছাত্রীরা ক্লাসে বসে থাকছে আর শিক্ষকরা রাস্তায় থাকছেন । রাস্তায় বসে বলছেন কোর্টে যাব । কোর্টে গেলে যাবেন । আমার কিছু তো করার নেই ৷ " আজ পার্শ্বশিক্ষকদের উদ্দেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্শ্বশিক্ষকদের আন্দোলন অব্যাহত । তাঁদের অনশন আজ 20 দিনে পড়ল । ইতিমধ্যেই অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক । অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । যত দিন যাচ্ছে অনশন মঞ্চে বেড়ে চলেছে অসুস্থতার সংখ্যা । পার্শ্বশিক্ষকদের আন্দোলন গড়িয়েছে সংসদ পর্যন্ত । কিন্তু এখনও রাজ্য সরকারের তরফে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি ৷ স্কুলে অনুপস্থিত থেকে লাগাতার আন্দোলনকে ভালোভাবে নিচ্ছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী ।

ভিডিয়োয় শুনুন শিক্ষামন্ত্রীর বক্তব্য

আজ এ প্রসঙ্গে বিধানসভার প্রবেশদ্বারের বাইরে পার্থবাবু বলেন, "ছাত্ররা ক্লাসে বসে । আর শিক্ষকরা রাস্তায় । সরকারি চাকরি করছেন অথচ ক্লাসে অনুপস্থিত থাকছেন । আমার জানার অধিকার রয়েছে কেন অনুপস্থিত থাকছেন । " তিনি আরও বলেন, "কয়েকহাজার পার্শ্বশিক্ষক রয়েছেন ৷ প্রায় 50 জন ওখানে বসে আছেন ৷ আর সবাই হয়ত এই কারণ দেখিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ৷ সেটাও তো আমাকে জানতে হবে ৷ "

Intro:পার্শ্বশিক্ষকরা কোর্টে গেলেও কিছু করার নেই,
জানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী

কলকাতা, ৩ ডিসেম্বর: 'ছাত্র- ছাত্রীরা ক্লাসে থাকছে আর শিক্ষকরা রাস্তায় থাকছেন। ক্লাস না করে রাস্তায় বসে বলছেন কোর্টে যাব। কোর্টে গেলে যাবেন । কী আর করার আছে ।' আজ পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে এ কথা বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়







Body:পার্শ্বশিক্ষকদের আন্দোলন অব্যাহত। তাঁদের অনশন আজ ২০ দিনে পড়ল। ইতিমধ্যেই অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। যত দিন যাচ্ছে অনশন মঞ্চে বেড়ে চলেছে অসুস্থতার সংখ্যা। পার্শ্বশিক্ষকদের কলকাতার আন্দোলন অবশেষে গড়িয়েছে দিল্লির সংসদ পর্যন্ত। তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে রয়েছে অনড় মনোভাব। স্কুলে অনুপস্থিত থেকে লাগাতার আন্দোলন চালানোকে ভালোভাবে নিচ্ছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ এ প্রসঙ্গে বিধানসভার প্রবেশদ্বারের বাইরে তিনি বলেন, 'ছাত্ররা ক্লাসে বসে। আর শিক্ষকরা রাস্তায়। সরকারি চাকরি করছেন অথচ ক্লাসে অনুপস্থিত থাকছেন। আমার জানার অধিকার রয়েছে কেন অনুপস্থিত থাকছেন। ক্লাস না করে রাস্তায় বসে বলছেন কোর্টে যাব। কোর্টে গেলে যাবেন, কী আর করার আছে ।'





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.