ETV Bharat / city

পরীক্ষা নিয়ে রাজ্যেের অবস্থানকে সমর্থন করুন, আচার্যকে আবেদন শিক্ষামন্ত্রীর - শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রাজভবেন গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্য়ায় ৷ সঙ্গে ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈন ৷ পড়ুয়াদের মূল্যায়নের প্রশ্নে রাজ্যের পাশে থাকার বার্তাই দিলেন আচার্য ৷

partha chatterjee request Jagdeep dhankhar
আচার্যকে আবেদন শিক্ষামন্ত্রীর
author img

By

Published : Jul 14, 2020, 3:04 AM IST

Updated : Jul 14, 2020, 5:58 AM IST

কলকাতা, 13 জুলাই : পড়ুয়াদের সমস্যা নিয়ে একাধিকবার উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় । এতদিনে তাঁর সঙ্গে আলোচনায় রাজভবনে পৌঁছান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আচার্যের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে শিক্ষামন্ত্রীর । বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনও । বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানানোর জন্য আচার্যকে আবেদন জানানো হয়েছে ।

গত 6 জুলাই সংশোধিত গাইডলাইন জারি করে চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন আবশ্যিক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । অন্যদিকে, কোরোনা ভাইরাস নিয়ে চলা বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় সায় নেই রাজ্যের । সংশোধিত গাইডলাইন জারির আগেই রাজ্যের তরফে অ্যাডভাইজারি জারি করা হয়েছিল । সেই অ্যাডভাইজারি অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের মূল্যায়ন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বা চালু করার সিদ্ধান্ত নিয়েছে । এই পরিস্থিতিতে কেন্দ্রের পরীক্ষা আবশ্যিকের সিদ্ধান্ত ফের বিবেচনার আবেদন জানিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সচিব । সিদ্ধান্ত বিবেচনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপাচার্য পরিষদের তরফেও জানানো হয়েছে, তাঁরা রাজ্যের অ্যাডভাইজারি মেনেই পড়ুয়াদের মূল্যায়ন করবেন । এসবের মধ্যেই গত 7 জুলাই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় । আগামী 15 জুলাই সকাল 11 টায় এই বৈঠকের ডাক দেওয়ার পর থেকে একের পর এক টুইট করে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পড়ুয়াদের সমস্যার সমাধানে রাজ্য সরকারের সহযোগিতা চান আচার্য তথা রাজ্যপাল । এমনকী এর মধ্যে একদিন তিনি টুইটে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘরোয়া আলোচনা হয়েছে । ছাত্রদের সমস্যা নিয়ে আলোচনা করতে রাজভবনে আসছেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈন । যদিও সেদিন মণীশ জৈন রাজভবনে যাননি বলেই উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছিল । তবে, আজ রাজভবনে পৌঁছান শিক্ষামন্ত্রী । সঙ্গে ছিলেন শিক্ষা সচিবও ।

রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ৷

বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আচার্যকে বলেছি এই সংকটময় মুহূর্তে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ৷ কেন্দ্রকে যে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, উচ্চশিক্ষা দপ্তর করেছে, রাজ্য সরকার করেছে, তার পাশে দাঁড়াতে বলেছি । আমরা কোনও অবস্থাতেই স্বাস্থ্যবিধি না মেনে ছাত্রদের সংকটে ফেলতে চাই না । বলেছি, UGC-র আগের অ্যাডভাইজারি মেনেই আমাদের পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠিয়েছিলাম । তারাও সবার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন । আশা করি আজকের এই প্রেক্ষাপটে UGC, MHRD নিশ্চয়ই বিচার করবেন বিষয়টিকে । আমরা ছাত্রদের অহেতুক বিপদের মুখে ঠেলে দিতে চাই না ।"

আচার্যও পড়ুয়াদের মূল্যায়ন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে একপ্রকার সমর্থন জানিয়েছেন । বৈঠক শেষে রাজভবন থেকে জারি করা এক বিবৃতি ও টুইটারে ভিডিয়ো বার্তায় তা স্পষ্ট করেন জগদীপ ধনকড় ।

ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "সরকার ছাত্রদের সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নিয়েছে তা প্রায় দুই ঘণ্টা ধরে শিক্ষামন্ত্রী আমায় জানিয়েছেন । বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈনও উপস্থিত ছিলেন । রাজ্য সরকারের সিদ্ধান্ত আমি শুনেছি । রাজ্যপাল এবং সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আমি রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়টি UGC ও MHRD-র নজরে আনব ।"

শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের পরে রাজভবন থেকে জারি করা বিবৃতিতেও বলা হয়, বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো কমিউনিকেশনের সবদিক নিয়ে আলোচনা হয়েছে । চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিয়ে রাজ্যের অবস্থানও আচার্যের কাছে স্পষ্ট । বিষয়টি নিয়ে UGC ও MHRD-র সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন আচার্য । তবে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরও এই ইশু এবং পড়ুয়াদের অন্য সমস্যা নিয়ে আগামী 15 জুলাই বৈঠক করবেন আচার্য ৷ ওইদিন উপাচার্য ও সহ-উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করবেন তিনি ।

কলকাতা, 13 জুলাই : পড়ুয়াদের সমস্যা নিয়ে একাধিকবার উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় । এতদিনে তাঁর সঙ্গে আলোচনায় রাজভবনে পৌঁছান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আচার্যের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে শিক্ষামন্ত্রীর । বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনও । বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানানোর জন্য আচার্যকে আবেদন জানানো হয়েছে ।

গত 6 জুলাই সংশোধিত গাইডলাইন জারি করে চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন আবশ্যিক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । অন্যদিকে, কোরোনা ভাইরাস নিয়ে চলা বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় সায় নেই রাজ্যের । সংশোধিত গাইডলাইন জারির আগেই রাজ্যের তরফে অ্যাডভাইজারি জারি করা হয়েছিল । সেই অ্যাডভাইজারি অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের মূল্যায়ন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বা চালু করার সিদ্ধান্ত নিয়েছে । এই পরিস্থিতিতে কেন্দ্রের পরীক্ষা আবশ্যিকের সিদ্ধান্ত ফের বিবেচনার আবেদন জানিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সচিব । সিদ্ধান্ত বিবেচনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপাচার্য পরিষদের তরফেও জানানো হয়েছে, তাঁরা রাজ্যের অ্যাডভাইজারি মেনেই পড়ুয়াদের মূল্যায়ন করবেন । এসবের মধ্যেই গত 7 জুলাই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় । আগামী 15 জুলাই সকাল 11 টায় এই বৈঠকের ডাক দেওয়ার পর থেকে একের পর এক টুইট করে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পড়ুয়াদের সমস্যার সমাধানে রাজ্য সরকারের সহযোগিতা চান আচার্য তথা রাজ্যপাল । এমনকী এর মধ্যে একদিন তিনি টুইটে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘরোয়া আলোচনা হয়েছে । ছাত্রদের সমস্যা নিয়ে আলোচনা করতে রাজভবনে আসছেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈন । যদিও সেদিন মণীশ জৈন রাজভবনে যাননি বলেই উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছিল । তবে, আজ রাজভবনে পৌঁছান শিক্ষামন্ত্রী । সঙ্গে ছিলেন শিক্ষা সচিবও ।

রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ৷

বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আচার্যকে বলেছি এই সংকটময় মুহূর্তে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ৷ কেন্দ্রকে যে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, উচ্চশিক্ষা দপ্তর করেছে, রাজ্য সরকার করেছে, তার পাশে দাঁড়াতে বলেছি । আমরা কোনও অবস্থাতেই স্বাস্থ্যবিধি না মেনে ছাত্রদের সংকটে ফেলতে চাই না । বলেছি, UGC-র আগের অ্যাডভাইজারি মেনেই আমাদের পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠিয়েছিলাম । তারাও সবার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন । আশা করি আজকের এই প্রেক্ষাপটে UGC, MHRD নিশ্চয়ই বিচার করবেন বিষয়টিকে । আমরা ছাত্রদের অহেতুক বিপদের মুখে ঠেলে দিতে চাই না ।"

আচার্যও পড়ুয়াদের মূল্যায়ন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে একপ্রকার সমর্থন জানিয়েছেন । বৈঠক শেষে রাজভবন থেকে জারি করা এক বিবৃতি ও টুইটারে ভিডিয়ো বার্তায় তা স্পষ্ট করেন জগদীপ ধনকড় ।

ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "সরকার ছাত্রদের সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নিয়েছে তা প্রায় দুই ঘণ্টা ধরে শিক্ষামন্ত্রী আমায় জানিয়েছেন । বৈঠকে উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈনও উপস্থিত ছিলেন । রাজ্য সরকারের সিদ্ধান্ত আমি শুনেছি । রাজ্যপাল এবং সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আমি রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়টি UGC ও MHRD-র নজরে আনব ।"

শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের পরে রাজভবন থেকে জারি করা বিবৃতিতেও বলা হয়, বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো কমিউনিকেশনের সবদিক নিয়ে আলোচনা হয়েছে । চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিয়ে রাজ্যের অবস্থানও আচার্যের কাছে স্পষ্ট । বিষয়টি নিয়ে UGC ও MHRD-র সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন আচার্য । তবে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরও এই ইশু এবং পড়ুয়াদের অন্য সমস্যা নিয়ে আগামী 15 জুলাই বৈঠক করবেন আচার্য ৷ ওইদিন উপাচার্য ও সহ-উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করবেন তিনি ।

Last Updated : Jul 14, 2020, 5:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.