কলকাতা,28 জুলাই: আবারও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এসএসকেএম হাসপাতালের পর এবার খোদ ইডি দফতরে নাকি গোয়েন্দাদের তিনি বলেছেন বাইরে বেরলে থেকে তাঁদের দেখে নেবেন ৷ অভিযোগ এর আগেও এসএসকেএম হাসপাতালে থাকাকালীন পার্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের হুমকি দিয়ে বলেছিলেন, "এটা আমার হাসপাতাল। যেমন রিপোর্ট চাইব তেমনই রিপোর্ট পাব।" এই ঘটনাটি পরে আদালতে জানায় ইডি (Aligation against Minister Partha Chatterjee ) ৷
এসএসকেএম হাসপাতালের পর এবার খোদ সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দাদের হুমকি দেন পার্থ । গোয়েন্দাদের অভিযোগ জেলা চলাকালীন পার্থ তাঁদের কার্যত হুমকি সুরের জানান,বাইরে বেরিয়ে তাদের দেখে নেবেন।
আরও পড়ুন: অর্পিতার বেলঘরিয়া-ফ্ল্যাটে গুপ্তধন ! সোনার কলম সমেত 4 কোটিরও বেশি টাকার গয়না উদ্ধার
জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে পার্থর জেরা করতে আসেন তিন জনের একটি দল ৷ কিন্তু প্রশ্নের উত্তর দিতে রাজি হননি পার্থ। ঠিকমতো প্রশ্নের জবাব পর্যন্ত দিচ্ছিলেন না তিনি। কিন্তু তা সত্বেও বারংবার তাকে বিভিন্ন প্রশ্ন করা হলে কার্যত মেজাজ হারিয়ে পার্থ চট্টোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের হুমকি দিয়ে বলেন তিনি একবার বাইরে বেরোলে ইডির গোয়েন্দাদের দেখে নেবেন। গোয়েন্দাদের অভিযোগ তাঁর কথার মধ্যে হুমকির সুর ছিল। সূত্রের খবর, এই অভিযোগিও আদালতে জানানো হবে ৷ পাশপাশি পার্থর নিরাপত্তার বন্দোবস্ত আরও জোরদার করা হতে পারে ৷