কলকাতা, 5 অক্টোবর: বিধি বাম ৷ তাঁকে ছাড়াই হয়েছে নাকতলা উদয়ন সংঘের পুজো (Dussehra 2022)৷ একসময়ে এই পুজোর হর্তা-কর্তা-বিধাতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এ বার পুজো কাটিয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে (Partha on Dussehra)৷ জেলের পুজোতেই ঢাক বাজিয়েছেন ৷ অন্যান্য বন্দিদের সঙ্গে আনন্দও করেছেন ৷ দেবী দুর্গাই যেন কয়েকদিনের জন্য ভুলিয়ে দিয়েছিলেন 'জেলের যন্ত্রণা' ৷ তবে এ বার দেবীর যাবার পালা ৷ তাই নিজে হাতে বরণডালা সাজিয়ে 'মা'য়ের সামনে হাজির শিক্ষা দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ অনেকেই বলছেন, 'দিদি' নয়, এখন 'মা'-ই ভরসা পার্থ চট্টোপাধ্যায়ের ৷
শিক্ষা দুর্নীতি কাণ্ডে ইডি তাঁকে গ্রেফতার করার পর খোয়াতে হয়েছে মন্ত্রীত্ব ৷ হারিয়েছেন দলের মহাসচিবের পদও ৷ একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ও দলের দু নম্বর ব্যক্তির পাশে দাঁড়াতে দেখা যায়নি শাসক দলকে ৷ বরং অন্যায়কে কোনও ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে ক্ষুব্ধ নেত্রীর মুখে বারবার কেষ্টর নাম এলেও উচ্চারিত হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের নাম ৷ সবদিক থেকে কোণঠাসা প্রাক্তন শিক্ষামন্ত্রী কি তবে এ বার দিদির বদলে মায়ের উপরই বেশি ভরসা রাখছেন ?
আরও পড়ুন: পুজো আছে, পার্থ নেই ! কাতু'র নাকতলায় আনন্দেও বিষন্নতার সুর
পুজোর ক'টা দিন চেনা ছন্দে ধুতি-পাঞ্জাবিতে নাকতলা উদয়ন সংঘে হাজির হতে পারেননি ৷ তবে জেলের পুজোয় ঢাক বাজানোর সময় ছন্দপতন ঘটেনি ৷ মহাষষ্ঠী থেকে নবমী অন্যান্য বন্দিদের সঙ্গে আনন্দেই কেটেছে ৷ তবে এ বার বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানানোর সময় মুখ ভার পার্থ চট্টোপাধ্যায়ের ৷ সংশোধনাগার সূত্রের খবর, এই কয়েকদিন তাঁর মুখে হাসি দেখা গেলেও আজ সকাল থেকেই তাঁর মন ভারাক্রান্ত । নিজে হাতে বরণডালা সাজিয়েছেন ৷ প্রতিবারের মতোই দেবীকে নিজে হাতে বরণ করে বিদায় জানাতে চান ৷ দুর্গতি কাটাতে আশীর্বাদ চাইবেন দুর্গতিনাশিনীর কাছে ৷ মনস্কামনা পুরণে 'মা' দুর্গাকেই কি তাহলে শেষ ভরসা বলে মনে করছেন পার্থ চট্টোপাধ্যায় ?