কলকাতা, 25 জুলাই: আপাতত ভুবনেশ্বরই ঠিকানা পার্থ চট্টোপাধ্যায়ের ৷ সোমবার রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি'র হাতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । মঙ্গলবার সকালবেলায় তাঁকে কলকাতায় আনা হতে পারে ৷ এদিন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায়ের যে শারীরিক অসুস্থতা রয়েছে সেটা তেমন গুরুতর নয় ৷ ফলে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই ৷ সূত্রের খবর, এরপরই ইডি আধিকারিকরা সিদ্ধান্ত নেন এদিন রাতে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরেই রাখা হবে (Partha Chatterjee in ED Custody) ৷
উল্লেখ্য, সোমবার সকালেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা থেকে ভুবনেশ্বরের এইমসএ নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে । এখানে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর যাবতীয় শারীরিক পরীক্ষা করা হয় কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শারীরিক পরীক্ষায় এমন কোনও অসুস্থতা ধরা পড়েনি যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি রাখতে হবে ৷
আরও পড়ুন: 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা
এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় মেডিক্যাল রিপোর্ট আদালতে পাঠিয়ে দেওয়া হয় এইমস হাসপাতালের তরফে । সূত্রের খবর, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের কোনও জ্বর নেই বা জ্বরের উপসর্গ নেই । শারীরিক অসুস্থতাও গুরুতর নয় ৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে ৷ আগামী 3 অগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷