কলকাতা, 7 সেপ্টেম্বর: মন্ত্রিত্ব গিয়েছে আগেই ৷ নতুন করে বিধানসভার (West Bengal State Assembly) কোনও স্ট্যান্ডিং কমিটি বা অন্য কমিটিতেও স্থান হয়নি তাঁর ৷ তবুও বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটি (Business Advisory Committee) বা বিএ কমিটির (BA Committee) বৈঠকে ডাক পেলেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ! বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান, আসন্ন স্বল্পকালীন অধিবেশন উপলক্ষে বিধানসভায় বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক রয়েছে ৷ সেখানে যোগদানের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর বাড়ির ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে ৷
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) ইডি (ED)-এর হাতে গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে বিচারাধীন বন্দির জীবন কাটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় ৷ এই অবস্থায় কেন তাঁকে আমন্ত্রণ জানানো হল, তা নিয়ে প্রশ্ন করা হলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই মুহূর্তে মন্ত্রী হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও দফতর না-থাকলেও তিনি রাজ্য বিধানসভার সদস্য ৷ এখনও পর্যন্ত তাঁকে বিএ কমিটি থেকে বাদ দেওয়া হয়নি ৷ আর যেহেতু তিনি এখনও বিএ কমিটির সদস্য, তাই এই আমন্ত্রণপত্র পাঠানো বাধ্যতামূলক ৷
আরও পড়ুন: মানুষ খারাপ হয় সঙ্গদোষ ও অবসাদে, নাম না করে পার্থ প্রসঙ্গে মমতা
এদিন এই প্রসঙ্গে বিমান আরও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল ৷ কিন্তু, এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি ৷ আর তাই পার্থকে তাঁর বাড়িতে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে !
এদিকে, অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, এতদিন বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশের আসনটি বরাদ্দ ছিল ৷ এবার ওই আসনে বসবেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারিতে বসেন, সেই সারিতেই এতদিন বসতেন পার্থ ৷ তবে এবার থেকে সেখানে থাকা চারটি আসনে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস।