ETV Bharat / city

Partha Chatterjee: হাজতে থেকেও বিএ কমিটির বৈঠকে ডাক পেলেন পার্থ ! - ফিরহাদ হাকিম

বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটি (Business Advisory Committee) বা বিএ কমিটির (BA Committee) বৈঠকে ডাক পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)! নিয়ম মেনেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷

Partha Chatterjee gets invitation for West Bengal State Assembly BA Committee Meeting
Partha Chatterjee: বিএ কমিটির বৈঠকে ডাক পেলেন জেলবন্দি পার্থ !
author img

By

Published : Sep 7, 2022, 6:55 PM IST

Updated : Sep 7, 2022, 8:08 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: মন্ত্রিত্ব গিয়েছে আগেই ৷ নতুন করে বিধানসভার (West Bengal State Assembly) কোনও স্ট্যান্ডিং কমিটি বা অন্য কমিটিতেও স্থান হয়নি তাঁর ৷ তবুও বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটি (Business Advisory Committee) বা বিএ কমিটির (BA Committee) বৈঠকে ডাক পেলেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ! বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান, আসন্ন স্বল্পকালীন অধিবেশন উপলক্ষে বিধানসভায় বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক রয়েছে ৷ সেখানে যোগদানের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর বাড়ির ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে ৷

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) ইডি (ED)-এর হাতে গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে বিচারাধীন বন্দির জীবন কাটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় ৷ এই অবস্থায় কেন তাঁকে আমন্ত্রণ জানানো হল, তা নিয়ে প্রশ্ন করা হলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই মুহূর্তে মন্ত্রী হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও দফতর না-থাকলেও তিনি রাজ্য বিধানসভার সদস্য ৷ এখনও পর্যন্ত তাঁকে বিএ কমিটি থেকে বাদ দেওয়া হয়নি ৷ আর যেহেতু তিনি এখনও বিএ কমিটির সদস্য, তাই এই আমন্ত্রণপত্র পাঠানো বাধ্যতামূলক ৷

আরও পড়ুন: মানুষ খারাপ হয় সঙ্গদোষ ও অবসাদে, নাম না করে পার্থ প্রসঙ্গে মমতা

এদিন এই প্রসঙ্গে বিমান আরও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল ৷ কিন্তু, এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি ৷ আর তাই পার্থকে তাঁর বাড়িতে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে !

এদিকে, অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, এতদিন বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশের আসনটি বরাদ্দ ছিল ৷ এবার ওই আসনে বসবেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারিতে বসেন, সেই সারিতেই এতদিন বসতেন পার্থ ৷ তবে এবার থেকে সেখানে থাকা চারটি আসনে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস।

কলকাতা, 7 সেপ্টেম্বর: মন্ত্রিত্ব গিয়েছে আগেই ৷ নতুন করে বিধানসভার (West Bengal State Assembly) কোনও স্ট্যান্ডিং কমিটি বা অন্য কমিটিতেও স্থান হয়নি তাঁর ৷ তবুও বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটি (Business Advisory Committee) বা বিএ কমিটির (BA Committee) বৈঠকে ডাক পেলেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ! বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান, আসন্ন স্বল্পকালীন অধিবেশন উপলক্ষে বিধানসভায় বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক রয়েছে ৷ সেখানে যোগদানের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর বাড়ির ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে ৷

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) ইডি (ED)-এর হাতে গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে বিচারাধীন বন্দির জীবন কাটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় ৷ এই অবস্থায় কেন তাঁকে আমন্ত্রণ জানানো হল, তা নিয়ে প্রশ্ন করা হলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই মুহূর্তে মন্ত্রী হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও দফতর না-থাকলেও তিনি রাজ্য বিধানসভার সদস্য ৷ এখনও পর্যন্ত তাঁকে বিএ কমিটি থেকে বাদ দেওয়া হয়নি ৷ আর যেহেতু তিনি এখনও বিএ কমিটির সদস্য, তাই এই আমন্ত্রণপত্র পাঠানো বাধ্যতামূলক ৷

আরও পড়ুন: মানুষ খারাপ হয় সঙ্গদোষ ও অবসাদে, নাম না করে পার্থ প্রসঙ্গে মমতা

এদিন এই প্রসঙ্গে বিমান আরও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল ৷ কিন্তু, এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি ৷ আর তাই পার্থকে তাঁর বাড়িতে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে !

এদিকে, অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, এতদিন বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশের আসনটি বরাদ্দ ছিল ৷ এবার ওই আসনে বসবেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারিতে বসেন, সেই সারিতেই এতদিন বসতেন পার্থ ৷ তবে এবার থেকে সেখানে থাকা চারটি আসনে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস।

Last Updated : Sep 7, 2022, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.