ETV Bharat / city

Partha Chatterjee: জেলের ড্রাম থেকে কনকনে ঠান্ডা জলে স্নানে কাবু পার্থ - পার্থ চট্টোপাধ্যায়

প্রেসিডেন্সি সংশোধনাগারে এক ড্রাম ঠান্ডা জলে স্নান করতে রোজ প্রবল সমস্যায় পড়তে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ তাই স্নানের জন্য গরম জলের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন তিনি ৷

Partha Chatterjee facing problem while having shower in cold water
জেলের ড্রাম থেকে কনকনে ঠান্ডা জলে স্নানে কাবু পার্থ
author img

By

Published : Aug 10, 2022, 5:31 PM IST

কলকাতা, 10 অগস্ট: তিনি ছিলেন সরকারের ডাকসাঁইটে মন্ত্রী ৷ শাসক দলের দু'নম্বর ব্যক্তি ৷ স্বাভাবিক ভাবেই তাঁর জীবনধারাও ছিল কেতাদুরস্ত ৷ সেই পার্থ চট্টোপাধ্যায়ই (Partha Chatterjee) এখন শিক্ষক দুর্নীতি মামলায় গারদের পিছনে ৷ বদলে গিয়েছে জীবনযাপন ৷ চাইলেও মিলছে না সাধের তেলেভাজা, মাটন ৷ সে সব কোনওক্রমে মানিয়ে নিলেও তাঁকে বেশ বেগ পেতে হচ্ছে স্নান করতে গিয়ে ৷

বরাবর ঈষদুষ্ণ জলে স্নান করা অভ্যেস পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee in Jail)৷ প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁর সেলের বাইরে একটি ড্রামে রাখা থাকে কনকনে ঠান্ডা জল ৷ তাই দিয়েই রোজ সকালবেলা স্নান করতে হচ্ছে প্রাক্তন শিল্পমন্ত্রীকে ৷ একেবারে অন্যান্য বন্দিদের মতোই ৷ যে মানুষ রোজ ঈষদুষ্ণ জলে স্নান করে অভ্যস্ত, তাঁকে এক ড্রাম ঠান্ডা জলে স্নান করতে হওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁর জবুথুবু অবস্থা ৷ স্নান করেই কাঁপছেন প্রবল ঠান্ডায় ৷ এটা তাঁর শরীরের জন্য খুবই চিন্তার বিষয় বলে মনে করছেন সংশোধনাগার কর্তৃপক্ষ ৷

সূত্রের খবর, নিত্যদিন স্নান করতে গিয়ে তাঁকে যে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা সংশোধনাগার কর্তৃপক্ষকে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ বলেছেন তাঁর বরাবরের অভ্যেসের কথা ৷ স্নানের জন্য ঈষদুষ্ণ জলের যদি ব্যবস্থা করা যায় ! পার্থ বলেছেন, স্নানের জন্য এক ড্রাম জলের একেবারেই প্রয়োজন নেই ৷ আর স্নানের জন্য দরকার একটু গরম জলের ৷

আরও পড়ুন: মাসে আড়াই লক্ষ টাকার ফল খেতেন পার্থ চট্টোপাধ্যায় ! সত্যতা যাচাইয়ে ইডি

গ্রেফতার হওয়ার পর ইডি হেফাজতে 14 দিন কাটিয়ে আদালতের নির্দেশে বর্তমানে 14 দিনের জন্য জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ বন্দিদশায় সাধ-আহ্লাদ সবই গিয়েছে ৷ সাধের তেলেভাজা বা মাটন তো জুটছেই না, এমনকী ভাত খেতে চেয়েও ইডি-র বাধার মুখে পড়তে হয়েছে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে ৷ কারণ তদন্তের স্বার্থে তাঁকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের জন্য ৷ ওডিশা এইমস হাসপাতালের ডাক্তারদের প্রেসক্রিপশন মেনে কড়া নজরদারিতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তবে বন্দি হিসেবে কোনও বিশেষ সুবিধে তিনি পাচ্ছেন না ৷ সে জন্যই স্নান করতে হচ্ছে কনকনে ঠান্ডা ড্রাম ভর্তি জলে ৷ তবে তাঁর শরীরের কথা ভেবে স্নানের জন্য গরম জলের ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে জানায়নি সংশোধনাগার কর্তৃপক্ষ ৷

কলকাতা, 10 অগস্ট: তিনি ছিলেন সরকারের ডাকসাঁইটে মন্ত্রী ৷ শাসক দলের দু'নম্বর ব্যক্তি ৷ স্বাভাবিক ভাবেই তাঁর জীবনধারাও ছিল কেতাদুরস্ত ৷ সেই পার্থ চট্টোপাধ্যায়ই (Partha Chatterjee) এখন শিক্ষক দুর্নীতি মামলায় গারদের পিছনে ৷ বদলে গিয়েছে জীবনযাপন ৷ চাইলেও মিলছে না সাধের তেলেভাজা, মাটন ৷ সে সব কোনওক্রমে মানিয়ে নিলেও তাঁকে বেশ বেগ পেতে হচ্ছে স্নান করতে গিয়ে ৷

বরাবর ঈষদুষ্ণ জলে স্নান করা অভ্যেস পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee in Jail)৷ প্রেসিডেন্সি সংশোধনাগারে তাঁর সেলের বাইরে একটি ড্রামে রাখা থাকে কনকনে ঠান্ডা জল ৷ তাই দিয়েই রোজ সকালবেলা স্নান করতে হচ্ছে প্রাক্তন শিল্পমন্ত্রীকে ৷ একেবারে অন্যান্য বন্দিদের মতোই ৷ যে মানুষ রোজ ঈষদুষ্ণ জলে স্নান করে অভ্যস্ত, তাঁকে এক ড্রাম ঠান্ডা জলে স্নান করতে হওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁর জবুথুবু অবস্থা ৷ স্নান করেই কাঁপছেন প্রবল ঠান্ডায় ৷ এটা তাঁর শরীরের জন্য খুবই চিন্তার বিষয় বলে মনে করছেন সংশোধনাগার কর্তৃপক্ষ ৷

সূত্রের খবর, নিত্যদিন স্নান করতে গিয়ে তাঁকে যে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা সংশোধনাগার কর্তৃপক্ষকে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ বলেছেন তাঁর বরাবরের অভ্যেসের কথা ৷ স্নানের জন্য ঈষদুষ্ণ জলের যদি ব্যবস্থা করা যায় ! পার্থ বলেছেন, স্নানের জন্য এক ড্রাম জলের একেবারেই প্রয়োজন নেই ৷ আর স্নানের জন্য দরকার একটু গরম জলের ৷

আরও পড়ুন: মাসে আড়াই লক্ষ টাকার ফল খেতেন পার্থ চট্টোপাধ্যায় ! সত্যতা যাচাইয়ে ইডি

গ্রেফতার হওয়ার পর ইডি হেফাজতে 14 দিন কাটিয়ে আদালতের নির্দেশে বর্তমানে 14 দিনের জন্য জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ বন্দিদশায় সাধ-আহ্লাদ সবই গিয়েছে ৷ সাধের তেলেভাজা বা মাটন তো জুটছেই না, এমনকী ভাত খেতে চেয়েও ইডি-র বাধার মুখে পড়তে হয়েছে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে ৷ কারণ তদন্তের স্বার্থে তাঁকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের জন্য ৷ ওডিশা এইমস হাসপাতালের ডাক্তারদের প্রেসক্রিপশন মেনে কড়া নজরদারিতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তবে বন্দি হিসেবে কোনও বিশেষ সুবিধে তিনি পাচ্ছেন না ৷ সে জন্যই স্নান করতে হচ্ছে কনকনে ঠান্ডা ড্রাম ভর্তি জলে ৷ তবে তাঁর শরীরের কথা ভেবে স্নানের জন্য গরম জলের ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে জানায়নি সংশোধনাগার কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.