কলকাতা, 22 মার্চ : রামপুরহাটের ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে শাসক শিবির । মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়ে সে কথাই জানালেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Mamata Govt Minister Partha Chatterjee) । এদিন বিধানসভায় সরকারের তরফ থেকে বিবৃতি দেন তিনি (Partha Chatterjee claims that Rampurhat Incident is Political Conspiracy to defame Bengal Govt) ।
এই বিবৃতিতে বলা হয়েছে, রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক ৷ দুর্ভাগ্যজনক হলেও সেখানে কিছুজন মারা গিয়েছেন । যেকোনও মৃত্যুই দুঃখজনক । কোনও মৃত্যুতেই সমর্থন করে না রাজ্য সরকার । কী কারণে এই ঘটনা ঘটল ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে ৷
একই সঙ্গে এদিন বিবৃতিতে একটি বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন পরিষদীয় মন্ত্রী । তিনি বলেন, ’’রাজ্য সরকারের ভাবমূর্তি খর্ব করতে এই বৃহত্তর ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে । এবং তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে ।’’ অন্যদিকে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) খোঁজখবর নিয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশেই রামপুরহাট গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর পাশাপাশি সেখানে গিয়েছেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও ।
একই সঙ্গে এদিন বিধানসভায় দাঁড়িয়ে পরিষদীয় মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই ঘটনায় যারা দোষী কোনও ভাবেই তাদের ছাড়া হবে না । দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে । শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফ থেকে তিনি জানিয়েছেন, এই ঘটনায় যাঁরা আক্রান্ত হয়েছেন বা যাঁদের ক্ষতি হয়েছে সেই সমস্ত পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার । দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী ।
একই সঙ্গে বিধানসভাকে তিনি এই বলে আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার ফলে রামপুরহাট বাস জেলাজুড়ে যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে । একই সঙ্গে তিনি সমস্ত সাধারণ নাগরিকের কাছে আবেদন জানিয়েছেন, ‘‘আপনারাও শান্তি বজায় রাখুন ৷ কোনও প্ররোচনায় কেউ পা দেবেন না ।’’